জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ২৯ আগস্ট, ২০১১

Tricks of Hiding files in theme

প্রথমে ১টি ফোল্ডার বানান এবং সেইফোল্ডারে দরকারী সব ফাইল মুভ করে ফেলুন। (আগে থেকে বানানো থাকলেও চলবে)
এবার সেই ফোল্ডারটি রিনেম করুন নামের শেষে .nth ব্যবহার করে। (যেমনঃ- ধরুন Images ফোল্ডারের ভিতর আপনার এবং আপনার গার্লফ্রেন্ডের ছবি রয়েছে। এবার Images ফোল্ডারটিকে রিনেম করুন Images.nth নামে।)
লক্ষ্য করে দেখুন, আপনার ফোল্ডারের আইকন চেঞ্জ হয়ে তা থিমের আইকন হয়ে গেছে!!!
এবার যে ফোল্ডারে আপনি থিম রাখেন, সেই ফোল্ডারে Images.nth ফোল্ডারটি সরিয়ে রাখুন। তাহলে থিমমনে করে আর কেউ সেই ফোল্ডারে ঢুকবেনা।
সতর্কতাঃ- আপনার কোন বন্ধুকে থিমসাপ্লাই দিতে গিয়ে আবার গার্লফ্রেন্ডের ছবিসহ বানানো আমাদের "থিম ফোল্ডার"  দিয়ে দিয়েন না। ফোল্ডারের নাম মনে রাখবেন। আর এটি শুধু আইকন চেঞ্জ করে মানুষকে ধোকা দেয়ার জন্য। ইচ্ছা করলে যে কেউ ওই ফোল্ডারে ঢুকতে পারবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন