জনপ্রিয় পোস্টসমূহ

মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১

Call Block না করেও শিক্ষাদিন বিরক্তিকর কলারকে (বিনা খরচে বিনা সফটওয়্যার এ)

আপনাদের স্নেহ ও ভালবাসায় শুরু করছি আজকের টিউন ।
আশাকরি আজকের টিউনটা আপনাদের অনেকের ভাললাগতে পারে এবং কাজে আসতে পারে ।
অনেক সময় আমাদের মোবাইল এ বিরক্তিকর কল আসে । সেটা বন্ধ করতে আমরা বেছে নেই call block সার্ভিস । সে জন্য অপারেটররা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান টাকা কেটে নেয় । এমনকি আমরা বিভিন্ন প্রকার call block সফটওয়্যার ব্যবহার করে থাকি । কিন্তু আমরা অনেকেই এই ২ টি পদ্ধতির কনটাই ব্যবহার করতে পারিনা বা চাইনা । তাই এইসব ঝামেলায় না গিয়ে  আপনাদের একটা সহজ টিপস দেব । আপনারা অনেকেই হয়ত এটা জানলেও জানতে পারেন । চলুন দেখে আসি কিভাবে এটা করবেন ।
*** জিপি, রবি, বাংলালিংক এবং এয়ারটেল গ্রহকদের জন্য ***
  1. প্রথমে আপনি আপনার মোবাইল এর call divert অপশন এ জান (voice call) ।
  2. তারপর সেখান থেকে Divert when busy / If busy তে চাপুন এবং Activate চাপুন ।
  3. তারপর To other number এ নিচের অপারেটর অনুসারে নাম্বার বসিয়ে দিন এবং Ok চাপুন । বাস আপনার কাজ শেষ ।
ক) জিপি এর জন্য – ১২৬৬
খ) রবি এর জন্য – ৮১২১
গ) বাংলালিংক এর জন্য – ৭৭০
ঘ) এয়ারটেল এর জন্য – ৭৮৯
** সিটিসেল এবং টেলিটক গ্রাহকরা তাদের voice mail নাম্বার বাবহার করে ট্রাই করে দেখেন হতেউ পারে ।
এবার ফলাফলঃ
এখন যে কলার ই আপানাকে call করুক না কেন, আপনি শুধু call টা কেটে দিন । এখন যে আপনাকে call করেছে তার ১২টা বাজতে শুরু করেছে । অর্থাৎ তার মোবাইল এ Call  টা রিসিভ হয়ে গ্যাসে । ভয় নেই, আপনার টাকা কাটবেনা ।
আমার কথা বিশ্বাস না হলে হাতের কাছের মোবাইল টা দিয়ে ট্রাই করে দেখুন ।
**cancel করতে Divert when busy / If busy তে গিয়ে cancel চাপুন ।

ঈদের উপহার : ফেসবুক বা ব্লগের সিম্বল (হিউজ কালেকশন )

(প্রিয়তে রাখতে ভুলবেন না কিন্তু )
মাঝে মধ্যেই হয়তো ফেসবুকে বিভিন্ন সিম্বল বা ইমোটিকন দেখতে পাই । মাঝে মধ্যে হয়তো আপনারও দিতে ইচ্ছে করে । ওগুলো শুধু আপনার লেখায় কপি করে বসিয়ে দিলেই হবে । এই পোস্টে আমি অনেক গুলো সিম্বল একত্রে প্রকাশ করলাম । আপনি কপি পেস্ট করে ভেতরের ম্যাসেজটুকু শুধু পাল্টে ফেলুন ।
๑۩۞۩๑ ঈদ মুবারক ๑۩۞۩๑
๑۩๑ পূজা মুবারক ๑۩๑
▂ ▃ ▅ ▆ █ খাইচি তরে █ ▆ ▅ ▃ ▂
★•.•´¯`•.•★  শুদু তমি আর আমি  ★•.•´¯`•.•★
..♩.¸¸♬´¯`♬.¸¸¤ জটিল একখান গান শুনলাম ; বোরখা পড়া মেয়ে... ।  ¤¸¸.♬´¯`♬¸¸.♩..
¤♥¤Oº°‘¨☜♥☞¤ ভালবাসা দিবি কিনা বল  ¤☜♥☞¨‘°ºO¤♥¤
♬ •♩ •.•´¯`•.•♭•♪ আস দুজনে গান শুনি  ♪ •♭•.•´¯`•.•♩ •♬
»------(¯` পিড়িতির এ কেমন কাঁটা বিধল  ´¯)------»
¸.•'★¸.•'★*•~-.¸-(★   খুশ খুশ লাগে  ★)-,.-~*¸.•'★¸.•'★
•(♥).•*´¨`*•♥•(★)  খুশ খুশ লাগে   (★)•♥•*´¨`*•.(♥)•
O.o°>>=  শূন্যের মধ্যে বসতি  =°o.O
>
신◈기◈今天◈(★) আজ মনের মইধ্যে জটিলতা (★)◈동방◈기◈天
-漫~*'¨¯¨'*•舞~ তুমি এত অবুঝ ক্যান ~舞*'¨¯¨'*•~漫-
•☆.•*´¨`*••♥ শুভ কামনা  ♥••*´¨`*•.☆•
•♥•♥•♥•♥ ☜  দরকার নাই তর ভালবাসা   ☞ ♥•♥•♥•♥•♥•
«-••.•´¯`•.••雪    আজো দুজনা    雪••.•´¯`•.••-»
╰☆╮¤°.¸¸.•´¯`»® রেজিস্ট্রি প্রেম পত্র দিলাম  ®«´¯`•.¸¸.°¤╰☆╮
♥ⓛⓞⓥⓔ♥☜ কন্দিকে যাই  ☞♥ⓛⓞⓥⓔ♥
●☆● ☆● ☆● ☆● আহা ! কি আনন্দ আকাশে বাতাসে  ●☆● ☆● ☆● ☆●
◢♂◣◥♀◤   জমজ সন্তানের পিতা হইলাম   ◢♂◣◥♀◤
๑۞๑,¸¸,ø¤º°`°๑۩ দাওয়াত রইল ۩๑ ,¸¸,ø¤º°`°๑۞๑
.•°¤*(¯`★´¯)*¤° ভালো লাগা  °¤*(¯`★´¯)*¤°
..•.¸¸•´¯`•.¸¸.ஐ  তুমি খুব সুন্দর ஐ..•.¸¸•´¯`•.¸¸.
(¯`•.ゃ_ゃ.• তুমি খুব সুন্দর •.ゃ_ゃ.•´¯)
¸.•♥•.¸¸.•♥•    তুমি খুব সুন্দর  •♥•.¸¸.•♥•.¸
-~*'¨¯¨'*•~㊅   হারিয়ে যেতে ইচ্ছা হয়  ㊅~*'¨¯¨'*•~-
☜♥☞ º°”˜`”°º☜( টানাটানি চলছে )☞ º°”˜`”°☜♥☞
(¯`'•.¸(♥)¸.•'´¯)  একটা কথা বলতে চাই  (¯`'•.¸(♥)¸.•'´¯)
(¯`•._)♣ ♤ ♥♠(ভালবাসা বায়ান্ন তাসের খেলা )♣ ♤ ♥♠(¯`•._)
((((¯♀'•.¸(★) এইকুলে আমি আর অইকুলে তুমি  (★)¸.•'♂ ´¯))))
`•.¸¸.•´´¯`••._.•( ক্রিং ক্রিং  )•.¸¸.•´´¯`••._.•
(¯`•._)(  জিলাপির প্যাচ  )(¯`•._)
(¯`•._.•[( ভয় দেখাইতাচি  )]•._.•´¯)
×÷•.•´¯`•)»( গণিতে আমি কাচা  )«(•´¯`•.•÷×
-•=»‡«=•-( গণিতে আমি কাচা  )-•=»‡«=•-
––––•(-•( সোজা কথা বলেন  )•-)•––––
»-(¯`v´¯)-»( তোমার জন্য  )»-(¯`v´¯)-»
•°¤*(¯`°(☺)(( আনন্দ  ))(☺)°´¯)*¤°•
||¯|_|¯|_( রেলগাড়ি ঝমাঝম  )_|¯|_|¯||
ইমোটিকোনসঃ
আপনি ফেসবুক চ্যাটে নিচের  ইমোটিকোনস গুলো ব্যাবহার করতে পারবেন । জাস্ট কপি পেস্ট করুন ।
:42: = Number 42, এর মানে কি ?
(^^^) = হাঙর
:) or :-) or =) or :] = হাসি
:D or :-D or =D = দাঁত বারাইন্না হাসি
>:o or >:-o = চোখ বন্ধ কইরা হাসি
:o or :-o = অবাক
:( or :-( or =( or :[ = দুঃখ ভারাক্রান্ত
;) or ;-) = চোখ টিপ
:'( = কান্না
:* or :-* = উম্মা
:p or :-p = জিহ্বা দিয়ে ভেংচি
>:( or >:-( = রাগান্বিত
:3 = বিড়ালমুখী.
^_^ = আনন্দিত
-_- = আনন্দ অনুভব
O:) or O:-) = ফেরস্তা
3:) or 3:-) = শয়তান
:v = প্যাকমন
:| ] = রোবট
8) or 8-) or B) or B-) = চশমা
8| or 8-| or B| or B-| = কালা চশমা
:/ or :-/ or :\ or :-\ = কনফিউজড
o.O or
O.o = একচোখ বড় আরেকটা ছোট
:putnam:  = মানুষের মাথা ( আসলে পুটনাম ফেসবুকের একজন ইঞ্জিনিয়ার)

সম্পুর্ন ফ্রি তে লুফে নিন ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটি/এন্টিভাইরাস ২০১২ এর নতুন আপডেটেড ভার্সন, এখন আরো শক্তিশালী! আর সাথে আজীবন লাইসেন্স তো আছেই!!!!

আশা করি সবাই ভালো আছেন, কিছুদিন বিরতির পর আবার আপনাদের একটি টিউন উপহার দিতে চলে আসলাম। টিটির ঘোড়া রোগের কারনে আজকাল টিউন করতে তেমন ইচ্ছা করেনা, কারন সাধারন ড্রাফট করতেই ৫-৬বার পেজ রিলোড করা লাগে। এছাড়া পিকচার আপলোড করতে গেলে বারবার "৫০২ গেটওয়ে"। অত্যান্ত টাইম কিলিং প্রসেস। যেখানে একটা সাধারন টিউন করতে ৫-৬ঘন্টা লাগতো সেখানে লাগছে ৮-৯ঘন্টা। একবার তো টিউন অর্ধেক লেখার পর কারেন্ট গিয়ে পুরোটাই মাটি। যাই হোক সমস্যার কথা বলে শেষ করা যাবে না, কাজের কথায় আসি। রিসেন্টলি ক্যাস্পারস্কি বের করেছে তাদের ২০১২ ভার্সনের নতুন আপডেট ১২.০০.৩৭৪ যাতে আগের ভার্সনের কিছু সমস্যা ফিক্সড করা হয়েছে। এছাড়া প্রোটেকশন আরো উন্নত করা হয়েছে। চলুন চলে যাই বিস্তারিত বর্ননায়।

আমার আজকের টিউনের বিষয় ক্যাস্পারস্কি। আমি একজন ক্যাস্পারস্কি প্রেমী। সেই ২০০৭ সাল থেকে ক্যাস্পারস্কি ইউজ করছি। আপনারা বিশ্বাস করবেন কি না জানিনা যে এই ৪ বছরে পিসিতে ভাইরাসজনিত কোন কারনে এক্সপি সেটআপ দিতে হয়নি। কিছুদিন আগে বাজারে এসেছে ক্যাস্পারস্কি ২০১২ এর নতুন আপডেট ১২.০০.৩৭৪,একটা সিক্রেট আপনাদের বলি, এই পর্যন্ত একবার ও ক্যাস্পারস্কি আমি কিনে ইউজ করিনি। আশা করি আমি যতদিন আছি ততদিন আপনাদের কাউকে ক্যাস্পারস্কি কিনে ইউজ করতে হবে না। এবারের ক্যাস্পারস্কি আগের সব ভার্সনের তুলনায় অনেক শক্তিশালী। এর ইন্টারফেস ও আগের চেয়ে অনেক সুন্দর করা হয়েছে। একবার ইউজ করা শুরু করলে ছাড়তে মন চাইবে না। এবারের ভার্সনে যুক্ত হয়েছে নতুন ক্লাউড প্রোটেকশন যার ফলে ২০১২ভার্সন পেয়েছে প্রোটেকশনের ক্ষেত্রে অন্য রকম এক মাত্রা। এই ভার্সনে ক্যাস্পারস্কি আপডেট থাকলে ১০০% নিরাপদ ভাবে অনলাইনে লেনদেন বা মার্কেটিং করা যাবে। চলুন দেখি কিছু স্ক্রীনশট সহ কিছু বিস্তারিত.................

১. ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটির ওয়েলকাম স্ক্রীন এটি।


২. নতুন ইনক্লুডেড ক্লাউড প্রোটেকশন টেকনোলজি।

৩. সম্পুর্ন নতুন ইন্টারফেস!!!!

২. আছে অনেক গুলো স্ট্রং সিকিউরিটি অপশন।

৩. তিন ধরনের Scan option এতে আছে।

৪. Update এর মাধ্যমে আপনার PC কে নিরাপদ রাখতে পারবেন latest সব ভাইরাস এর হাত থেকে।

৫. এর আছে Parental Pontrol যেটি বিভিন্য অনাকাংখিত সাইট যেমন সকল পর্ন সাইট সহ বিভিন্য ক্ষতিকর সাইটকে ব্লক করে রাখবে। এটিকে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন। যার ফলে ওইসব সাইট আপনি ব্যাতিত আর কেউ আনব্লক করতে পারবে না।

৬. এছাড়া আছে Privacy cleaner , system restore সহ ইত্যাদি Option.

৭. আছে Safe run option. এর মাধ্যমে যে কোন প্রোগ্রাম রান করলে তা পিসির কোন ক্ষতি করতে পারেনা।

৮. এর সাহায্যে আপনি সব রকম virus,worm,Trojan,ad-ware, এবং বিভিন্য কিলগার হতে মুক্ত ত্থাকবেন।
৯. এর আছে শক্তিশালী Internet Security , firewall এবং network Attack blocker যার মাধ্যমে আপনি সহজেই থাকবেন Internet virus এবং হ্যাকার দের কাছ থেকে মুক্ত।
১০. আরো আছে একটি চমৎকার নেটওয়ার্ক মনিটর সিস্টেম যা আপনাকে রক্ষা করবে হ্যাকারদের কাছ থেকে।
১১. দেখতে পারবেন আপনার পিসিতে ইন্সটলকৃত অ্যাপ্লিকেশান গুলোর এক্টিভিটি, কোন এক্টিভিটি সন্দেহজনক থাকলে ক্যাস্পারস্কি আপনাকে ইনফরম করবে।
১২. এখানে পাবেন সেফ রান ফর ওয়েবসাইট, যেটির কনসেপ্ট একদম নতুন। এর মাধ্যমে আপনি নিরাপদে অনলাইন ব্যাংকিং/ মার্কেটিং সহ যে কোন অনলাইন লেনদেন করতে পারবেন। ফেক সাইট বা ফিশিং এর মাধ্যমে প্রতারিত হবার কোন চান্সই নেই।
১৩. এর আছে একটি Strong USB drive security, যার ফলে আপনাকে আর কোন USB anti virus ইউজ করতে হবেনা। এটি আপনার USB এর সকল প্রকার autorun close করবে এবং সকল শক্তিশালী autorun virus সাথে সাথে remove করবে আর পরে scan করে বাকি সব threat , remove করবে।আপনার PC তে কোন USB drive লাগানো হলে এটি Auto Detect করে.এবং আপনার USB Drive কে রাখে ভাইরাস মুক্ত।
-------------------------------------------------------------------------------------------------------------------

কিছু এক্সট্রা ফিচার

  • ২০১২ ভার্সনে আছে শক্তিশালী data recovery system, যার ফলে infected file হতে যতটা সম্ভব বেশি data recover করা যায়, এছাড়া আগের সব ভার্সনের তুলনায় এটি পিসি কে কম slow করে.যাদের RAM ১জিবি তারা নিশ্চিন্তে এটি use করতে পারেন।
  • আরো আছে ভার্চুয়াল কি বোর্ড যেটি রক্ষা করবে অনাকাংখিত কিলগারের কাছ থেকে।
  • ক্যাস্পারস্কির একটি বড় সুবিধা হলো এটি বেশিরভাগ প্রয়োজনীয় software, keygen, patch, crack কে ভাইরাস হিসাবে detect করেনা। বেশি হলে "Unwanted software" হিসাবে ধরে। তখন Add to trusted zone এ দিলে ক্যাস্পারস্কি আর ঝামেলা করেনা।
২০১২ এর নতুন আপডেট ভার্সনের কিছু ইম্প্রুভড এবং নতুন ফিচার (আগের ভার্সনের তুলনায়)............

Key Features

  • Kaspersky URL Advisor Improved!
    Marks web links with a color-coded tag that shows their danger level and allows you to choose whether to open them
  • Kaspersky File Advisor
    Checks file safety with a single click of the mouse New!
  • System Watcher Improved!
    Monitors suspicious application activities and allows you to roll back system changes made by malware
  • Application Control Improved!
    Restricts program access to personal data and system files according to the level of danger that each program presents
  • Safe Run Mode
    Lets you launch suspicious applications and websites in a special, isolated environment where they cannot harm your computer
  • Two-way personal firewall
    Protects against hacker attacks
  • Anti-Phishing and Anti-Spam technology Improved!
    Provides reliable protection for your personal information and guards against unwanted spam and adware
  • Parental Control Improved!
    Provides flexible and effective settings to keep children extra-safe when they use computers and the Internet
  • Completely redesigned interface New!
    Makes navigating around security settings inside Kaspersky Internet Security 2012 quick and easy

** আমি আপনাদের ৯৯% surety দিতে পারি যে এটি ইন্সটল করলে আপনি থাকবেন সম্পুর্ন ভাইরাস আর ট্রোজান মুক্ত

তো ঝটপট ডাউনলোড করে ফেলুন ক্যাস্পারস্কি এন্টিভাইরাস ২০১২ অথবা ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১২

১. ক্যাস্পারস্কি এন্টিভাইরাস ২০১২


২. ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১২

লাইফ টাইম লাইসেন্স

এবার আসি লাইফ টাইম লাইসেন্সের ব্যাপারে, এবার আসা যাক লাইসেন্স এর ব্যাপারে।এর আছে একটি শক্তিশালী self defense যার ফলে এটি কে crack বা patch করা কঠিন। নকল "কী" দিলে এটির Server কিছুদিন পর তা blacklisted করে ফেলে। তবু ভাই আমরা বাঙ্গালী। টাকা দিয়ে software আমরা ইউজ করিনা। যত মুস্কিল তত আসান। ক্যস্পারস্কি শুরুতে ৩০দিনের একটা ট্রায়াল লাইসেন্স দেয়। এবং জাস্ট এই জিনিশ কে কাজে লাগিয়ে বানানো হয়েছে Kaspersky Trial Resetter.
আমার আগের ক্যাস্পারস্কি টিউনে যে রিসেটারটি দিয়েছিলাম, নতুন ভার্সনে সেটি কাজ করবে না, এবং আগের টিউনে দেখেছি, নতুন ভার্সন ইউজ করায় অনেকের সমস্যা হচ্ছে। তাই রিসেটারটির আপডেট ভার্সন দিয়ে দিলাম। এটি দিয়ে নতুন ভার্সন কে আরামসে রিসেট করা যাবে।

এখানে বলে রাখা ভালো যে ক্যাস্পারস্কির ট্রায়াল এবং ফুল ভার্সনের মাঝে কোন পার্থক্য নাই। ফুল ভার্সনের সব ফিচারই ট্রায়াল ভার্সনে ৩০দিনের জন্য পাওয়া যায়, উপরের চিত্রটি লক্ষ করুন।
ট্রায়াল রিসেটারটি ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে।

Trial Resetter v1.2B


ট্রায়াল রিসেটার চালাতে Dot net Framework 2 অথবা লেটেস্ট ভার্সন লাগবে।

Dot net Framework 2


Dot net Framework 4.0


এবার দেখি এটি কিভাবে কাজ করে

প্রথমে 30 দিনের আপনার পাওনা লাইসেন্স উপভোগ করুন। ৩০দিনের লাইসেন্স শেষ হলে নিচের পদ্ধতি অনুসরন করুন।


১. প্রথমে Settings এ যান এবং Self-Defense এর টিক উঠান। Apply then OK করুন।
২. নিচের সিস্টেম ট্রের Icon থেকে Kaspersky, Exit করুন। লক্ষ রাখুন যেনো কোন ভাবেই এটি চালু না থাকে।
৩. এবার Trial Re-setter টি run করান সব ঠিক থাকলে উপরের মত চিত্র শো করবে। তারপর Reset এ click করুন।
৪. Process শুরু হবে।
৫. এরপর পিসি রিস্টার্ট নিবে।
৬. স্টার্ট মেনু থেকে ক্যাস্পারস্কি চালু করুন। নেট কানেকশন দিন।
৭. এই Activation wizard আসবে। সিম্পলি "Active Trial Version" click করুন এবং "Next" button press করুন।
৮. কাজ হচ্ছে.....................
৯. ব্যস পেয়ে গেলেন আরো ৩০দিনের লাইসেন্স। "Next" click করুন.
  • ৩০ দিন পর এক ই পদ্ধতি অনুসরন করুন পেয়ে যাবেন আরো ৩০দিনের লাইসেন্স। এভাবে চলুন আজীবন।

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

আপনার জন্য নিয়ে এলাম ৫০ টি কাস্পারস্কী লাইসেন্স কী যার মেয়াদ ১৫২ দিন ডাউনলোড করুন একদম ফ্রী !!!!!!!!!!!

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’ কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন। আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি 50 Kaspersky 2012 license Key মেয়াদ ১৫২ দিন । আপনাকে শুধু ট্রায়াল ভার্সন ডাউনলোড করতে হবে। তারপরে লাইসেন্স কীর গুলোর একটি ব্যবহার করুন। এবার কষ্ট করে শুধু আপডেট করে নিন।

কিভাবে অ্যাক্টিভ করবেন তা লাইসেন্স কী ফোল্ডারে দেওয়া আছে।
ভাল লাগলে এবং নতুন ফুল ভিরসন সফটওয়্যার পাবার জন্য ফেসবুকে একটা লইক মারবেন।
ট্রায়াল লিঙ্ক
লাইসেন্স কী লিঙ্ক
ধন্যবাদ সবাইকে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

এবার জেনে নিন ফেইসবুকে কারা আপনাকে আনফ্রেন্ড করেছে

আপনারা যারা ফেইসবুকে আছেন তারা বিভিন্ন কারনে বন্ধুদের আনফ্রেন্ড করে থাকেন। এবং আপনার অন্য বন্ধুরা আপনাকে বিভিন্ন কারনে আনফ্রেন্ড করে থাকে। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি বুঝবেন কারা আপনাকে আনফ্রেন্ড করেছে।

এটা মুলত এমন একটা স্ক্রিপ্ট যেটা ফায়ারফক্স এবং গুগল ক্রোমে ব্যবহার করা যাবে। স্ক্রিপ্ট টা আপনার ব্রাউজারে ইন্সটল করলে এটা উপরের ছবির মত নতুন একটা অপসন(Unfriends) যোগ করবে।
যেভাবে করবেনঃ
প্রথমে এই ঠিকানা থেকে Unfriend Finder স্ক্রিপ্ট টি আপনার ব্রাউজারে ইন্সটল করে নিন।

এবার Install লেখাতে ক্লিক করে Unfriend Finder স্ক্রিপ্ট টি আপনার ব্রাউজারে ইন্সটল করে নিন।
ইন্সটল হয়ে গেলে ব্রাউজার টি রিস্টার্ট দিন।

এবার দেখুন আপনার ফেইসবুক আইডিতে নটিফিকেশন বারে নতুন একটা অপশন (Unfriends) যোগ হয়েছে।