জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৫ ডিসেম্বর, ২০১১

JAVA Application এর কিছু খুটি-নাটি বিষয় সমূহ


আমরা সাধারনত জাভা মোবাইল গুলোতে Application ব্যবহার করার সময় কিছু সমস্যায় পড়ি যেমন বার বার নেটওর্য়াক এক্সসেস এর জন্য অনুমতি দিতে হয় এবং এর জন্য বারবার YES বাটন চাপতে হয়, মোবাইল এর বিভিন্ন ডাটা রিড করতে গেলে মোবাইল অনুমতি চায় তার জন্যও YES বাটন চাপতে হয়। এই সমস্যাটি খুব সহজেই সমাধান করা যায়।
এর জন্য যা করতে হবে-
যে APPLICATION টি নেটওয়ার্ক এক্সসেসে এর জন্য অনুমতি চায় সে APPLICATION এর সামনে গিয়ে এই নিয়মটি অনুসরন করুন
OPTION>APPLICATION ACCESS>COMMUNICATION>NETWORK ACCESS>ASK FIRST TIME ONLY.
এটি অনুসরন করলে আপনার মোবাইল NETWORK ACCESS এর জন্য মাত্র ১বার অনুমতি চাইবে তারপর আর অনুমতি চাইবে নাহ। অর্থাত্‍ ইন্টারনেট কানেকশন নেবার জন্য বারবার YES বাটন চাপতে হবেনা।
DATA READ অর্থাত্‍ কোনো সফ্টওয়্যার আপনার মোবাইলের ছবি, গান, ভিডিও ইত্যাদি READ করার সময় ACCESS এর জন্য অনুমতি দেয়া বন্ধ করতে এই ধাপগুলো অনুসরন করুন OPTION>APPLICATION ACCESS>DATA ACCESS>READ USER DATA>ASK FIRST TIME ONLY.
এই ধাপটি অনুসরন করলে ডাটা রিড সংক্রান্ত সফ্টওয়্যারগুলো আপনার কাছে ১ম বার ডাটা রিড এর অনুমতি চাইবে পরে আর চাইবে নাহ।
একটি বোনাস জোকস--
সাফল্যের কিছু গোপন
বুদ্ধি দিচ্ছি কাউকে বলবেন
না কিন্তু
১.কখনো প্রথম হবেন
না নাইলে অন্যরা আপনারে হিংসা করবে!!!
২.সব সময় দেরি করে ক্লাস এ যাবেন তাইলে সব স্যার
আপনারে মনে রাখবে, ছাত্র
ছাত্রী রাও!!!
৩.বেশি পড়া শুনা করলে সময়
নষ্ট হয় তাই
অযথা পড়াশুনাতে সময় নষ্ট করবেন না
৪.কখনো পরীক্ষা দিয়েন
না কারন ১০ নম্বর
পাইয়া লজ্জা পাওয়ার
চে পরীক্ষা না দিয়া অন্তত
বলতে পারবেন এ+ পাইতাম না তাই পরীক্ষা দেই নাই!!!
সকল জিনিয়াস ছাত্রছাত্রী এর জন্য উৎসর্গীকৃত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন