জনপ্রিয় পোস্টসমূহ

বুধবার, ৩০ নভেম্বর, ২০১১

এখন টাকা উপার্জন করুন শুধু মোবাইল এ এসএমএস রিসিভ এর মাধ্যমে।

এটা ১০০% ফ্রী। কোন রেজিস্ট্রেশান চার্জ নাই। মাত্র এসএমএস রিসিভ করুন দৈনিক ৫টা আর মাসে উপার্জন করুন $7.5.
আপনি চাইলে রেফারেল করতেও পারেন। মাত্র ১০ জন রেফার করলে আপনি মাসে পাবেন $75.
আর ১০০ জন রেফার করলে আপনি পাবেন $750.
তো আর দেরি কেন? এক্ষুনি http://jahid246.textcashnetwork.com এ গিয়ে রেজিস্ট্রেশান
করুন।
ও হ্যাঁ, রেজিস্ট্রেশান এর শেষ তারিখ ১২-১২-১১।
প্রথমে  join the PRE-LAUNCH NOW এ ক্লিক করুন। এখানে আপনি first name,Last Name,
Country,Mobile Phone Country সিলেক্ট করুন।   Mobile Phone Carrier হিসেবে যে ফোন
অপারেটর ব্যাবহার করেন সেটা দিন। পরে ই মেইল দিয়ে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিন।
পরে কোড সিলেক্ট করে continue তে ক্লিক করুন।
পরের পেজ এ i have except Text cash network এ ক্লিক করে    continue   করুন।
পরের পেজ এ আপনার account information শো করবে।  continue তে ক্লিক করুন।
এরপর আপনার ই মেইল এ যান। যে পাসওয়ার্ড দিবে তা validate করুন।
এখন my profile এ গিয়ে profile sms setting ঠিক করুন। Max sms per day --5 সিলেক্ট করুন।
active time 12am to 12 am সিলেক্ট করুন। অ্যাক্টিভ ডে সব সিলেক্ট  messaging receipt
২টাই yes দিন। profile interest সব সিলেক্ট করে continue করুন।
এখন my ad platform এ ক্লিক করে step 1 সিলেক্ট করুন। আপনি ৫-৬ টা অ্যাড দেখতে পাবেন। প্রথম
টা copy করুন । তারপর continue to step 2 এ ক্লিক করুন।
এখানে অনেক সাইট এর অ্যাড্রেস দেওয়া আছে। ১ম টা ক্লিক করুন মানে
http//:www.classifiedads.com। যে পেজ আসবে সেখানে post an ad
এ ক্লিক করুন। category দেন job & employment ,then other job সিলেক্ক করুন। location
mumbai , ad title এ reading sms by earn লিখুন, compensation 1 সিলেক্ট করুন। description
এ   যেটা কপি করেছেন সেটা paste korun. পরে আপনার ই মেইল অ্যাড্রেস লিখে  ok দিন। এরপর আপনার
ই মেইল অ্যাড্রেস এ গিয়ে view and share your ad এ যে লিঙ্ক আছে সেটা copy করুন।
তারপর যে পেজে http//:www.classifiedads.com এ অ্যাড এ ক্লিক করেছেন সেই পেজে continue
to step 3 তে ক্লিক করুন।
সেখানে where do u place your ad এ facebook  লিখুন।
ad type এ  product & service  সিলেক্ট করুন।
এবং online ad URL এ যে লিঙ্ক copy করেছেন সেটা paste করুন। পরে confirm my listing এ
ক্লিক করুন। আপনার কাজ শেষ।
এখানে আপনি রেফার করে সমপরিমান টাকা ইনকাম করতে পারেন । পোস্ট এর ব্যাপারে কমেন্ট করুন।

যে আবিষ্কারগুলো কেড়ে নিয়েছিল আবিষ্কারকদের প্রাণ

প্রত্যেক আবিষ্কারকই তার আবিষ্কার নিয়ে গর্ববোধ করেন। আবিষ্কারক মাত্রই তার আবিষ্কারের মধ্য দিয়ে এই পৃথিবীতে অমরত্ব লাভ করেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে পৃথিবীতে এমন বেশ কয়েকজন আবিষ্কারক রয়েছেন যারা প্রাণ হারিয়েছেন নিজের আবিষ্কারের হাতে। হতভাগ্য এমন কিছু উদ্ভাবক সম্পর্কে ইন্টারনেট অবলম্বনে জানাচ্ছি আমি বি,আর,তৌহিদ।
__________________________________________________________________________________________________

হেনরি উইনস্টেনলি


১৬৪৪ সালের ৩১ মার্চ এসেক্সে জন্ম নেয়া হেনরি উইনস্টেনলি ছিলেন বিখ্যাত ইংরেজ ইঞ্জিনিয়ার। যিনি প্রথম এডিস্টোন বাতিঘর নির্মাণ করেন। নিজের তৈরি এই বাতিঘর নিয়ে ভদ্রলোক খুব আত্মবিশ্বাসী ছিলেন এবং প্রচণ্ড ঝড়েও এই বাতিঘর ধ্বংস হবে না বলে অহঙ্কার করতেন। ১৭০৩ সালের ২৭ নভেম্বর, দিনটি ছিল মেঘলা। বড়সড় একটি ঝড় সাগর থেকে ধেয়ে আসছে দেখে হেনরি সবাইকে বললেন, তিনি তার নির্মিত বাতিঘরে সে রাত থাকবেন এবং প্রমাণ করে দেবেন, এই ঝড় তার বাতিঘরের কোনো ক্ষতি করতে সক্ষম নয়। সে রাতে হেনরি তার ৫ সহকারীকে নিয়ে বাতিঘরে থাকার সময় প্রচণ্ড ঝড়ে বাতিঘরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং সবাই মৃত্যুবরণ করে।

আলেকজান্ডার বগডেনভ


১৮৭৩ সালের ২২ আগস্ট পোল্যান্ডে জন্ম নেন বিখ্যাত রাশিয়ান চিকিত্সক, দার্শনিক ও কল্পবিজ্ঞান লেখক আলেকজান্ডার বগডেনভ। ১৯২৪ সালের দিকে তিনি বিশ্বাস করতে লাগলেন অল্পবয়স্ক কারও দেহ থেকে রক্ত গ্রহণের মাধ্যমে রক্ত গ্রহীতা দীর্ঘায়ু লাভ করতে পারেন। তিনি এ বিষয়ে পরীক্ষা করতে আগ্রহী হয়ে ওঠেন। তার এই পরীক্ষায় স্বেচ্ছাসেবক হিসেবে অনেক বিখ্যাত লোকও অংশ নেন। এমনকি লেনিনের বোনও। এই করতে গিয়ে ঘটনাচক্রে তিনি একসময় যক্ষ্মা ও ম্যালেরিয়ার জীবাণুবাহী এক ছাত্রের রক্ত তার শরীরে প্রবেশ করান। এরপর জীবাণুতে আক্রান্ত হয়ে তিনি খুব দ্রুত মৃত্যুবরণ করেন। যদিও তার বেশ কয়েকজন সহকারী মন্তব্য করেছিলেন, ওই পরীক্ষায় তিনি অনেকটা সফলতার দিকে এগিয়ে যাচ্ছিলেন।

ক্যারেল সোজেক


১৯৪৭ সালে চেকোশ্লোভিয়াতে জন্ম নেয়া সোজেক ছিলেন একজন স্টান্টম্যান। তিনি উপর থেকে গড়িয়ে পড়ার জন্য এক ধরনের ক্যাপসুল তৈরি করেন। এই ক্যাপসুলে করে নায়াগ্রা জলপ্রপাত থেকে গড়িয়ে পড়ে সবাইকে চমকে দেন তিনি। কারণ হালকা ছেঁড়া-কাটা ছাড়া তেমন কিছুই হয়নি তার।

এর কিছুদিন পর ১৯ জানুয়ারি ১৯৮৫-তে তিনি টেক্সাসের হিউস্টোন অ্যাস্ট্রোডোমে একটি প্রদর্শনীর আয়োজন করেন। ১৮০ ফুট উপর থেকে নিচে রাখা জলপাত্রে গড়িয়ে পড়ার সময় তার তৈরি ক্যাপসুলে সমস্যা দেখা দেয়। ক্যাপসুলের স্পিল্গন্টারের আঘাতে ভয়াবহভাবে ক্ষতবিক্ষত হন সোজেক এবং মারা যান এর পরদিন।

ফ্রানত্জ রিচাল্ট

ফ্রান্সে বসবাসকারী ফ্রানত্জ একজন অস্ট্রীয় দর্জি ছিলেন। ভদ্রলোক একটি ওভারকোটের নকশা করেছিলেন যা একই সঙ্গে প্যারাসুটের কাজ করবে। প্রাথমিক অবস্থায় ডামি ব্যবহার করে বহুতল ভবনের উপর থেকে পরীক্ষা চালিয়ে তিনি সফল হন। এরপর তার এই অদ্ভুত পোশাক আরও পরিমার্জিত করে তিনি নিজে আইফেল টাওয়ার থেকে লাফিয়ে তার তৈরি ওভারকোট কাম প্যারাসুটের পরীক্ষা করতে চেষ্টা চালান। বন্ধুদের বারণ ও পুলিশি বাধা পেরিয়ে অবশেষে ১৯১২ সালের ৪ ফেব্রুয়ারি আইফেল টাওয়ার থেকে ওভারকোটটি পরে নিচে ঝাঁপিয়ে পড়েন।

কিন্তু ওভারকোটটি প্যারাসুটের মতো কাজ করেনি এবং নিচে বরফে পড়ে মারাত্মকভাবে আহত হন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার পরদিনই মারা যান ভদ্রলোক।

অটো লিলিনথাল


লিলিনথালকে এভিয়েশনের অগ্রদূত বলা হয়। গ্লাইডারের (ইঞ্জিনবিহীন বিমান) আধুনিকায়ন ও উড্ডয়নে তিনি এত পারদর্শী ছিলেন যে লোকে তাকে গ্লাইডার কিং বলেই বেশি ডাকত।

৯ আগস্ট ১৮৯৬ সালে নিজের তৈরি একটি গ্লাইডারে করে ওড়ার সময় ভারসাম্য হারিয়ে ১৭ মিটার উপর থেকে নিচে পড়ে যান তিনি। মেরুদণ্ড ভেঙে মারা যান ওইদিনই।

উইলিয়াম বুলক


১৮১৩ সালে আমেরিকায় জন্ম নেয়া বুলক রোটারি প্রিন্টিং প্রেস তৈরি করেন ১৮৬৩ সালে। যন্ত্রটি মুদ্রণশিল্পে বিপ্লব এনে দেয় এর কার্যকারিতা এবং দ্রুতগতিতে মুদ্রণ সুবিধার জন্য। ১৮৬৭ সালে ভদ্রলোক তার নিজের আবিষ্কৃত একটি মেশিন মেরামত করার চেষ্টা করেন। এসময় পা দিয়ে একটি পুলিকে লাথি দিয়ে বসানোর চেষ্টা করার সময় তার পা মারাত্মকভাবে কেটে যায়। কয়েকদিনের ভেতর স্থানটিতে পচন ধরলে অপারেশন করানোর সময় তার মৃত্যু ঘটে।

জে. জি. প্যারি টমাস


ওয়েলসের বাসিন্দা টমাস একজন ইঞ্জিনিয়ার ও মোটর-রেসিং ড্রাইভার ছিলেন। ১৯২৬ সালে তিনি ১৭০ মাইল ঘণ্টায় গাড়ি চালিয়ে রেকর্ড গড়েন। কিন্তু বছর খানেক পরই তার প্রতিদ্বন্দ্বী ম্যালকম ক্যাম্পবেল তার রেকর্ড ভেঙে দেন। টমাস এবার তার গাড়িকে নতুন করে সাজান। তিনি চেইন ও গিয়ার সিস্টেমে ব্যাপক পরিবর্তন এনে তার রেসিং কারকে আরও দ্রুতগতির করে তোলেন। ১৯২৭ সালের ৩ মার্চ রেকর্ড ভেঙে দেয়ার জন্য রেসে নামেন তিনি। কিন্তু তার নিজের ডিজাইনে করা চেইন ভেঙে গাড়ি দুর্ঘটনার শিকার হয়। মাথায় শক্ত আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

টমাস মিজলি


বিখ্যাত আমেরিকান কেমিস্ট মিজলি লেডেড পেট্রল এবং সিএফসি আবিষ্কার করেন। দীর্ঘসময় রাসায়নিক পরীক্ষা-নিরীক্ষা চালানোর পার্শ্বপ্রতিক্রিয়া এবং লেড পয়জনে আক্রান্ত হয়ে এক সময় তার মধ্যে পোলিও’র লক্ষণ দেখা দেয়। কিছুদিনের মধ্যেই তার শরীর অবশ হয়ে পড়ে।

এই অবস্থাতেও তার আবিষ্কারের নেশা কাটেনি। নিজে অন্যের সাহায্য ছাড়াই চলাফেরা করার জন্য নিজ বিছানায় এক ধরনের কপিকল তৈরি করেন। কিন্তু কপিকলটির রশি তার গলায় ফাঁস লাগলে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান ভদ্রলোক।

মেরি কুরি


বিখ্যাত কেমিস্ট মেরি কুরি দুবার নোবেল জেতেন তার আবিষ্কারের জন্য। অথচ ভাগ্যের নির্মম পরিহাস, তার মৃত্যুর পেছনেও জড়িয়ে আছে তার আবিষ্কার। কুরি রেডিয়াম ও পোলনিয়াম আবিষ্কার করেন। তেজস্ক্রিয়তা তত্ত্ব ও তেজস্ক্রিয় আইসোটোপ পৃথকীকরণ কৌশল তার গবেষণার ফসল। দিনরাত ল্যাবরেটরিতে তেজস্ক্রিয় দ্রব্য নিয়ে অসতর্ক অবস্থায় গবেষণা করতেন বলে তেজস্ক্রিয়তার পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগতে শুরু করেন তিনি। রক্তস্বল্পতাসহ নানা সমস্যায় ভুগে অবশেষে ১৯৩৪ সালের ৪ জুলাই মারা যান কুরি।

কুপার পিপস কোল


১৮১৯ সালে ব্রিটেনে জন্ম নেয়া কোল ছিলেন রাজকীয় নৌবাহিনীর একজন ক্যাপ্টেন। তখনকার সময় যুদ্ধজাহাজগুলোতে কামান রাখার মঞ্চগুলো ঘূর্ণায়মান ছিল না। যার ফলে যুদ্ধের সময় কামান ব্যবহার সুবিধাজনক ছিল না। ক্রিমিয়ার যুদ্ধের সময় কোল প্রথম ঘূর্ণায়মান টারিট আবিষ্কার করেন এবং পরে নিজ নামে পেটেম্লট নেন।
যুদ্ধের পর কোল তার নিজ জাহাজে এটি স্থাপন করেন এবং অযথা আরও বেশকিছু ভারি সরঞ্জাম দিয়ে জাহাজ সাজান। কোল যে নকশা এঁকেছিলেন, তৈরির সময় তার লোকেরা তা ঠিকমত অনুসরণ না করায় জাহাজ যথেষ্ট ভারি হয়ে যায়। ১৮৭০ সালে পরীক্ষামূলকভাবে সমুদ্র পাড়ি দেয়ার সময় ঝড়ো বাতাসের কবলে পড়ে ভারি এই জাহাজ উল্টে ক্যাপ্টেন তার ৫০০ নাবিকসহ মারা যান।
সোর্সঃ আমারদেশ
ছবিঃ গুগল
জানিনা আপনাদের কেমন লেগেছে এসব বিষয়ে জানতে। যদি ভাল লেগে থাকে তবে কমেন্ট করবেন।
ধন্যবাদ সবাইকে।

কে বলে Facebook এ কোড সাপোর্ট করেনা,আমরা করাইয়া ছারমু :P :P

ভাইলোগ আগেই কইয়া নেই যদি কেউ জানেন,তাইলে সমস্যা নাই অন্যদেরকে জানতে দিন :)
কারন হইল Knowledge হইলো এমন একটা জিনিস যা বাটিলে বৃদ্ধি পায়।
একটূ লম্বা লম্বা লম্বা কথা বলে নিলাম।বুঝেন ই তো সবাই মাঝে মাঝে একটু ফিলোসোফার হওইয়ার Chance পাইলে ছাড়তে চায় নাকি কেউ :P
যাই হোক সত্যি কথা কি জানেন FaceBook এ আসলেই এখনো কোনো কোড বের হয় নাই,এইটা জাস্ট একটা ট্রিক।
FaceBook বাবা যতই চালাক হোক আমাদের থেকে চালাক হবে কেমনে :) :P :P
আপনারা যারা FaceBook ইউজ করেন তারা হইতো দেখছেন যে কয়েক দিন ধরে FaceBook কিছু কোড লিখে এন্টার দিলে আরবি লেখা চলে আসে। যেমন :
অনেকেই স্টেটাস দেন :
Copy this five lines : 
@+[226335714098484:0] 
@+[261965570521620:0] 
@+[234251253304664:0] 
@+[306721246006398:0] 
@+[266307150082858:0] 
2. Paste in the bellow comment bar 
3. Cut off the + 
4. Press Enter U will see The Magic 

InPut : 
@[226335714098484:0] 
@[261965570521620:0] 
@[234251253304664:0] 
@[306721246006398:0] 
@[266307150082858:0] 
Press Enter 

OuTPut :

OutPut
এখন আসি মূল কথায় কিভাবে এই নাম্বার গুল লেখলে আরবি ওয়ার্ড চলে আসে...!! 
আসলে এই প্রতিটি লাইন এক একটি পেজ এর নাম,আপনি চাইলে আলাদা আলদা ভাবে সব লাইন লিখে এন্টার দিন 
যেমন : 

input :  
@[226335714098484:0] 

Output :

ঊপরে যে আরবি লাইন তা দেখছেন এইটা আসলে একটা পেজ এর নাম বিশ্বাস না হলে আপনি ইনপুট দিয়ে দেখতে পারেন।
দেখবেন আই নামে যে লিংক টা আসে সেইটা এই পেজ এ চলে যাবে। কি এখন বুঝলেন তো এই কোড গুলো কি...? 
এখন তো সবার মাথায় একটি প্রশ্ন এই রকম কোড আমরা কি লিখতে পারব...?? 
আরে ভাই আমরা সবাই পারবো,এই কোড দিয়ে শুধু পেজ এর নাম না, কারো নিজের নাম ও লেখা যাবে ফেসবুকে । 
মানে আপনার প্রোফাইল নাম।আপনি কোড লিখবেন আর আপনার নাম চলে আসবে। 
কি মনে হইতাছে...!! 
এই পাগলটা খালি খালি ফাপর মারতাছে... ::P 
আরেহ নারে ভাই এইটা অনেক সোজা। 
এই কোডটার মাঝের নাম্বারটা শুধু চেঞ্জ করলেই হয়ে যাবে। 
@[এইখানে শুধু পরিবর্তন করলেই মামলা ফিনিশ:0] 
বাকিটা ঠিক থাকবে এখন প্রশ্ন "@[" এর পরে এবং ":0]" এর আগে কোন কোড লেখবেন...!! 
এই মাঝখানের জায়গায় কোডটা হল আপনার ফেইসবুক ID No.। 
এইটা আপনি সবার ফেইসবুক প্রোফাইল এ গেলে দেখতে পাবেন।
নিচের মত :

Profile
উপরের ফটোতে id= এর পর যে নাম্বার টা রয়েছে ঐ নাম্বারটা কপি করে আমাদের কোড এ বসিয়ে দিন।
দেখবেন আপনার প্রোফাইল নাম তা চলে আসবে :)  একি ভাবে যেকোনো পেজ এর ক্ষেত্রেও ID নং কপি করলে হয়ে যাবে। 
এখন অনেকে বলবেন যে সবার প্রোফাইল এ তো id শো করে না,কারন তারা ইউজার নেম ইউজ করে,
তাই তাদের প্রোফাইল এই রকম হয় : "https://www.facebook.com/thouhidulalam"  এখন কি করব...? 
আরেহ ১০সন লন কেরলাই,আমি আছি না!! 
আমার কাছে পারফেক্ট রাস্তা আছে,যার id লাগবে তার ইউজার নেম টা কপি করবেন 
যেমন : 
আমার প্রোফাইল 
https://www.facebook.com/thouhidulalam  
এইখানে thouhidulalam হল আমার ইউজার নেম। 
এখন আপনার ব্রাউজারের এড্রেস বারে নিচের এড্রেসটা Paste করুন : 

https://graph.facebook.com/your_user_name 

উপরের এড্রেস এ your_user_name এর জায়গায় আপনার ইউজার নেমটা বসান, 
যেমন আমি আমারটা বসিয়ে দিলাম : 

https://graph.facebook.com/thouhidulalam 

এবং এন্টার চাপুন । 

দেখবেন নিচের মতো একটি পাজ আসবে :

FB ID
 উপরের ফটোটি হল আপনার ফেইসবুক গ্রাফ,এখানে id এর পরে আপনার ID no শো করছে। 
এইটা কপি করে আমাদের কোড এ বসালেই কেল্লা ফতে :P  
যেমন : 
input : 
@[1063163023:0]  
Output : 
Tj Thouhid 
ঠিক এমনি করেই আপনি যেকোনো পেজ বা গ্রুপের লিংকও দিতে পারবেন। কি ভাইসব কেমন লাগলো? 
এখন পারবেন না সবাই ফেইসবুককে কোডিং করে বোকা বানাতে :P  :P    

 **************************************বোনাস ********************************************

দারান ভাইজান একটা ছোট ট্রিক শিখিয়া যান। 
আপনি কি কোনো সফটওয়্যার ছাড়াই ডাইরী লিখতে চান,আমার কাসে ফ্রি টিপস লন, 
Open Note Pad and type
 .LOG  
Now save it and re-open it. 
You will see current date and time 
আইজকা আর নাহ। আরেকখানা কথা ভাইলোগ, আইজকার পোস্টে যদি বেশি কইরা লাইক আর ভোট না দেন তাইলে খবর আছে কিন্তু,
রাত্রে আপনাগোরে চার্লি চ্যাপলিন এর ভুতে আইয়া মারব,আমি দোয়া করমু :P  :P  :P  
সবার শেষে অনেক কষ্ট হইছে এইটা লিখতে,২ ঘন্টা সময় শেষ তাই ভাল না লাগলেও ভালো লাগাইয়েন।।ললযযযযয :P  :P  
আর আমার আগের টিউন গুলো দেখতে চাইলে নিচে দেখুন :
১. আমার দেখা সি প্রোগ্রামিং এর সবচেয়ে ভাল বাংলা বই :)
২. মাইক্রোস্ফট অফিস 2007 SP3 লেটেস্ট আপডেট যার লাগে লইয়া লন :)
৩. যদি সময় থাকে মানবতার খাতিরে দেখতে পারেন,আশা করি খারাপ লাগবে না :)
৪. জব্বর একখান মোবাইলের জন্য ভিডিও কনভার্টার যার লাগে লইয়া লন :)
৫. বাইনারী ডে উপলক্ষে সবার জন্য কিছু সফটওয়্যার লাগলে নিতে পারেন :)

সাথে সাথেই দেখে নিন নতুন আসা ম্যাসেজের প্রিভিউ+ আগে থেকেই ঠিক করে দিন কথা বলার লিমিট!!

ম্যাসেজ আসার পরে আমরা তাড়াতাড়ি করে চেক করে দেখি কে ম্যাসেজ দিল বা কি ম্যাসেজ আসলো। কিন্তু বেশিরভাগ সময় আমাদের হতাশ হতে হয় যদি হয় সেটা এয়ারটেলের ফালতু ম্যাসেজ। :( এখন আপনি যদি ম্যাসেজ ওপেন না করেই জেনে নিতে পারেন কি ম্যাসেজ এসেছে তাহলে হয়তো আপনার হতাশা+ সময় অপচয় থেকে কিছুটা রক্ষা পাবেন।
যদি প্রিভিউতে দেখেন এয়ারটেলের ম্যাসেজ তাহলে ওপেন না করেই সোজা ডিলেট করে দিন। :P আর যদি হয় প্রিয়জনের ম্যাসেজ তাহলে প্রিভিউতে একবারতো দেখলেনই + ওপেন করে বার বার দেখুন বা মুখস্ত করুন আর অন্তরকে দিন প্রশান্তি ;) :P :lol:
আর হ্যা সফটওয়্যার এর নাম হলো Sms Preview। যা সিম্বিয়ান 3rd & 5th এডিশনে সাপোর্ট করবে।
এবার আসি অন্য অংশে। এই অংশ সাইফুলের সৌজন্যে :D
আপনি যদি মোবাইলে কথা বলার সময় পালস নিয়ে চিন্তিত থাকেন তাহলে কাজে লাগবে এই অংশ। ধরেন আপনি ১:৫৫ সেকেন্ড কথা বলতে চাচ্ছেন এর বেশি হলেই আপনার আর মিস কলের পয়সাও থাকবে না তাহলে এই সফটওয়্যার আপনার জন্যই :D । আপনি খুব সহজেই আগে থেকে লিমিট করে দিতে পারবেন যা অটো ঐ সময় পরে কল কেটে যাবে। আমার মনে হয় এক্ষেত্রে কিছুটা হলেও আপনাদের ব্যালেন্স রক্ষা পাবে। :)
Auto hang up নামের এই সফটওয়্যার ইন্সটল করার পর দেখবেন keygen নামেরও একটা প্রোগ্রাম ইন্সটল হয়েছে। Use my Imei থেকে যে কোড পাবেন তার প্রথম অংশ Auto hang up সফটওয়্যার এর রেজিস্ট্রেশনের User ঘরে লিখবেন আর বাকি অংশ কোডের ঘরে লিখে ফুল ভার্শন করে নিন।

ডাউনলোড লিঙ্কঃ

Sms preview & auto hang up
আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।