জনপ্রিয় পোস্টসমূহ

শনিবার, ২৬ নভেম্বর, ২০১১

কি আজব বেপার ছবি থেকে লেখা কপি করা যাই

যে করা যাই। তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে যে কোন ছবির লেখা কপি করা যাই।
1. Open Microsoft Office One note.

2. Click on insert >> Picture.

3. One Note screen open হওয়ার পর ,ছবিতে right click ক্লিক করুন এবং “Copy Text from Picture” click করোন।

4. তারপর (Notepad or MS Word) open করেন তারপর press “ctrl + v”(Paste). এখন দেখেন ছবির লেখা কপি হয়েছে কিনা

Interesting photo mAnipulation!














প্রিয় কিছু আয়াত:
❒ আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এই মূল্যে যে, তাদের জন্য রয়েছে জান্নাত। তারা যুদ্ধ করে আল্লাহর রাহেঃ অতঃপর মারে ও মরে। তওরাত, ইঞ্জিল ও কোরআনে তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল। আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক? সুতরাং তোমরা আনন্দিত হও সে লেন-
দেনের উপর, যা তোমরা করছ তাঁর সাথে। আর এ হল মহান সাফল্য। [সূরা তাওবা ৯:১১১]...
❒ "মানুষ তাই পায়, যা সে করে" [৫৩:৩৯]
❒ ''যারা পছন্দ করে যে, ঈমানদারদের মধ্যে অশ্লীলতার প্রসার লাভ করুক তাদের জন্যে ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জান না।'' [সূরা নূর:১৯]
❒ ''মানুষ কি মনে করে যে, তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে, আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না?
আমি তাদেরকেও পরীক্ষা করেছি, যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন মিথ্যুকদেরকে।'' [সূরা আনকাবূত: ২-৩]
❒ ''কেউ কোন ভাল কাজের সুপারিশ করলে, তাতে তার একটি অংশ থাকবে। আর কেউ কোন মন্দ কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে। আল্লাহ সব বিষয়ে নজর রাখেন।'' [সূরা নিসা: ৮৫]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন