কম্পিউটারে কাজ করার সময় যদি Keyboard থেকে সুরের সৃষ্টি হয় তবে কেমন হয় বলুনতো? আমারতো মনে হয় খারাপ হয় না। বিশেষ করে যারা টাইপিংয়ের কাজ বেশি করেন তাদের একঘেয়েমি কাজের পরিবেশ উপভোগ্য হয়ে উঠবে। তবে চলুন সৃষ্টি করি সুরের!
KeyMusic নামের ৬১২ কিলোবাইটের এই ক্ষুদ্র পোর্টেবল সফটওয়্যারের সাহায্যে আপনি সুরময় করে তুলুন আপনার Keyboard এর কাজকে।
সফটওয়্যারটি Windows 2000/XP/2003/Vista/7 or higher সাপোর্ট করে।
ধন্যবাদ।
KeyMusic নামের ৬১২ কিলোবাইটের এই ক্ষুদ্র পোর্টেবল সফটওয়্যারের সাহায্যে আপনি সুরময় করে তুলুন আপনার Keyboard এর কাজকে।
- পোর্টেবল বিধায় Install করার ঝামেলা নেই। শুধু ডাউনলোড করে সফটওয়্যারটি চালু করুন।
- Instrument থেকে আপনার পছন্দনীয়টি সিলেক্ট করেন। বিশেষ কোনো পছন্দ না থাকলে সবগুলো একবার করে ট্রাই করে দেখুন, তারপর যেটা ভালো লাগে সেটি সিলেক্ট করুন।
- স্বাচ্ছন্দ্যমত Volume দিন।
- Tone এর অপশনগুলো আমি নিজেই বুঝি না, ওলট পালট করে দেখুন, যেটা ভাল লাগে সিলেক্ট করুন।
- এরপর সফটওয়্যারটি মিনিমাইজ করে রাখুন, আর উপভোগ করুন আপনার সুরের ভূবন।
সফটওয়্যারটি Windows 2000/XP/2003/Vista/7 or higher সাপোর্ট করে।
ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন