জনপ্রিয় পোস্টসমূহ

বুধবার, ৩০ নভেম্বর, ২০১১

কে বলে Facebook এ কোড সাপোর্ট করেনা,আমরা করাইয়া ছারমু :P :P

ভাইলোগ আগেই কইয়া নেই যদি কেউ জানেন,তাইলে সমস্যা নাই অন্যদেরকে জানতে দিন :)
কারন হইল Knowledge হইলো এমন একটা জিনিস যা বাটিলে বৃদ্ধি পায়।
একটূ লম্বা লম্বা লম্বা কথা বলে নিলাম।বুঝেন ই তো সবাই মাঝে মাঝে একটু ফিলোসোফার হওইয়ার Chance পাইলে ছাড়তে চায় নাকি কেউ :P
যাই হোক সত্যি কথা কি জানেন FaceBook এ আসলেই এখনো কোনো কোড বের হয় নাই,এইটা জাস্ট একটা ট্রিক।
FaceBook বাবা যতই চালাক হোক আমাদের থেকে চালাক হবে কেমনে :) :P :P
আপনারা যারা FaceBook ইউজ করেন তারা হইতো দেখছেন যে কয়েক দিন ধরে FaceBook কিছু কোড লিখে এন্টার দিলে আরবি লেখা চলে আসে। যেমন :
অনেকেই স্টেটাস দেন :
Copy this five lines : 
@+[226335714098484:0] 
@+[261965570521620:0] 
@+[234251253304664:0] 
@+[306721246006398:0] 
@+[266307150082858:0] 
2. Paste in the bellow comment bar 
3. Cut off the + 
4. Press Enter U will see The Magic 

InPut : 
@[226335714098484:0] 
@[261965570521620:0] 
@[234251253304664:0] 
@[306721246006398:0] 
@[266307150082858:0] 
Press Enter 

OuTPut :

OutPut
এখন আসি মূল কথায় কিভাবে এই নাম্বার গুল লেখলে আরবি ওয়ার্ড চলে আসে...!! 
আসলে এই প্রতিটি লাইন এক একটি পেজ এর নাম,আপনি চাইলে আলাদা আলদা ভাবে সব লাইন লিখে এন্টার দিন 
যেমন : 

input :  
@[226335714098484:0] 

Output :

ঊপরে যে আরবি লাইন তা দেখছেন এইটা আসলে একটা পেজ এর নাম বিশ্বাস না হলে আপনি ইনপুট দিয়ে দেখতে পারেন।
দেখবেন আই নামে যে লিংক টা আসে সেইটা এই পেজ এ চলে যাবে। কি এখন বুঝলেন তো এই কোড গুলো কি...? 
এখন তো সবার মাথায় একটি প্রশ্ন এই রকম কোড আমরা কি লিখতে পারব...?? 
আরে ভাই আমরা সবাই পারবো,এই কোড দিয়ে শুধু পেজ এর নাম না, কারো নিজের নাম ও লেখা যাবে ফেসবুকে । 
মানে আপনার প্রোফাইল নাম।আপনি কোড লিখবেন আর আপনার নাম চলে আসবে। 
কি মনে হইতাছে...!! 
এই পাগলটা খালি খালি ফাপর মারতাছে... ::P 
আরেহ নারে ভাই এইটা অনেক সোজা। 
এই কোডটার মাঝের নাম্বারটা শুধু চেঞ্জ করলেই হয়ে যাবে। 
@[এইখানে শুধু পরিবর্তন করলেই মামলা ফিনিশ:0] 
বাকিটা ঠিক থাকবে এখন প্রশ্ন "@[" এর পরে এবং ":0]" এর আগে কোন কোড লেখবেন...!! 
এই মাঝখানের জায়গায় কোডটা হল আপনার ফেইসবুক ID No.। 
এইটা আপনি সবার ফেইসবুক প্রোফাইল এ গেলে দেখতে পাবেন।
নিচের মত :

Profile
উপরের ফটোতে id= এর পর যে নাম্বার টা রয়েছে ঐ নাম্বারটা কপি করে আমাদের কোড এ বসিয়ে দিন।
দেখবেন আপনার প্রোফাইল নাম তা চলে আসবে :)  একি ভাবে যেকোনো পেজ এর ক্ষেত্রেও ID নং কপি করলে হয়ে যাবে। 
এখন অনেকে বলবেন যে সবার প্রোফাইল এ তো id শো করে না,কারন তারা ইউজার নেম ইউজ করে,
তাই তাদের প্রোফাইল এই রকম হয় : "https://www.facebook.com/thouhidulalam"  এখন কি করব...? 
আরেহ ১০সন লন কেরলাই,আমি আছি না!! 
আমার কাছে পারফেক্ট রাস্তা আছে,যার id লাগবে তার ইউজার নেম টা কপি করবেন 
যেমন : 
আমার প্রোফাইল 
https://www.facebook.com/thouhidulalam  
এইখানে thouhidulalam হল আমার ইউজার নেম। 
এখন আপনার ব্রাউজারের এড্রেস বারে নিচের এড্রেসটা Paste করুন : 

https://graph.facebook.com/your_user_name 

উপরের এড্রেস এ your_user_name এর জায়গায় আপনার ইউজার নেমটা বসান, 
যেমন আমি আমারটা বসিয়ে দিলাম : 

https://graph.facebook.com/thouhidulalam 

এবং এন্টার চাপুন । 

দেখবেন নিচের মতো একটি পাজ আসবে :

FB ID
 উপরের ফটোটি হল আপনার ফেইসবুক গ্রাফ,এখানে id এর পরে আপনার ID no শো করছে। 
এইটা কপি করে আমাদের কোড এ বসালেই কেল্লা ফতে :P  
যেমন : 
input : 
@[1063163023:0]  
Output : 
Tj Thouhid 
ঠিক এমনি করেই আপনি যেকোনো পেজ বা গ্রুপের লিংকও দিতে পারবেন। কি ভাইসব কেমন লাগলো? 
এখন পারবেন না সবাই ফেইসবুককে কোডিং করে বোকা বানাতে :P  :P    

 **************************************বোনাস ********************************************

দারান ভাইজান একটা ছোট ট্রিক শিখিয়া যান। 
আপনি কি কোনো সফটওয়্যার ছাড়াই ডাইরী লিখতে চান,আমার কাসে ফ্রি টিপস লন, 
Open Note Pad and type
 .LOG  
Now save it and re-open it. 
You will see current date and time 
আইজকা আর নাহ। আরেকখানা কথা ভাইলোগ, আইজকার পোস্টে যদি বেশি কইরা লাইক আর ভোট না দেন তাইলে খবর আছে কিন্তু,
রাত্রে আপনাগোরে চার্লি চ্যাপলিন এর ভুতে আইয়া মারব,আমি দোয়া করমু :P  :P  :P  
সবার শেষে অনেক কষ্ট হইছে এইটা লিখতে,২ ঘন্টা সময় শেষ তাই ভাল না লাগলেও ভালো লাগাইয়েন।।ললযযযযয :P  :P  
আর আমার আগের টিউন গুলো দেখতে চাইলে নিচে দেখুন :
১. আমার দেখা সি প্রোগ্রামিং এর সবচেয়ে ভাল বাংলা বই :)
২. মাইক্রোস্ফট অফিস 2007 SP3 লেটেস্ট আপডেট যার লাগে লইয়া লন :)
৩. যদি সময় থাকে মানবতার খাতিরে দেখতে পারেন,আশা করি খারাপ লাগবে না :)
৪. জব্বর একখান মোবাইলের জন্য ভিডিও কনভার্টার যার লাগে লইয়া লন :)
৫. বাইনারী ডে উপলক্ষে সবার জন্য কিছু সফটওয়্যার লাগলে নিতে পারেন :)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন