জনপ্রিয় পোস্টসমূহ

শনিবার, ২৬ নভেম্বর, ২০১১

আমি দিলাম ফেসবুকের জন্য কিছু দরকারি এড-অনস এবং অ্যাপ্লিকেশন (পারলে আপনার গুলাও বলুন)


ফেসবুকে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার হাজার ফেসবুক এপ্লিকেশন এবং এডঅনস। সবার সাথে সবার পছন্দ মিলবে এমন কোনো কথা নেই। নিচে আমি কয়েকটি আমার পছন্দের ফেসবুক এডঅনস এবং ফেসবুক এপ্লিকেশন এর নাম দিলাম। ইচ্ছা করলে আপনিও আপনার পছন্দের এপ্লিকেশন এবং এডঅনস গুলার নাম বলতে পারেন। পোস্টে যোগ করে দেয়া হবে।

টিকার রিমুভ করা

ফেসবুক এর নতুন এই ফিচারটি আপনার যদি ভালো না লাগে, তাহলে নিচের উপায়ে দূর করতে পারেন ।
গুগল ক্রোম এর জন্য: Facebook Classic এই এড-অনস টি ব্যবহার করতে পারেন। এটি দিয়ে যেমন আপনার হোমপেজের টিকার দূর করতে পারবেন আপনার ইচ্ছামতো। মানে এটি ইনস্টল দেওয়ার পর আপনার হোমপেজে এ “Show Ticker” নামে একটি অপশন দেখতে পাবেন। ওখানে ক্লিক করলে আবার টিকার দেখা যাবে।

এই এড-অনস এর আরো একটি সুবিধা হলো নতুন যে “New Top Story” এবং “Recent Stories“ নামে যে হেডার আসে এর বদলে শুধু “Latest Stories” নামক হেডার টা আসবে অনেকটা আগের মতো।

পুরাতন চ্যাটবার ফিরে পাওয়া:


নতুন চ্যাটবারে সমস্যা হলো যারা অফলাইনে থাকেনা তাদেরকেও দেখায় । তাই আগের চ্যাটবার ফিরিয়ে নিয়ে আসতে।

ছবি বড় করে দেখার জন্য:


গুগল ক্রোম : FB Photo Zoom এটি ইনস্টল করার পর যে কোনো ছবিতে মাউস রাখলেই তা জুম করে দেখায়। এছাড়া আপনি নিজের ইচ্ছামতো সেটিংস ঠিক করে নিতে পারবেন।

মজিলার জন্য: Thumbnail Zoom ব্যবহার করতে পারেন। শুধু ফেসবুক না টুইটার কিংবা ফ্লিকারের যে কোনো ছবি কে জুম করে দেখায়।

Facebook Toolbar


মজিলার জন্য: Facebook Toolbar

Facebook Dislike


এতোদিন তো শুধু অন্যের স্ট্যাটাস এ লাইক দিয়ে এসেছেন, এবার ভালো না লাগলে ডিসলাইক ও দিতে পারেন। তবে এই ডিসলাইক টা শুধু তারাই দেখতে পারবে যাদের এই এডঅন টা ইনস্টল করা আছে। /:)
মজিলার জন্য: Facebook Dislike

Yoono:


এই এডঅনস ব্যবহার করলে ফায়ারফক্সের সাইডবার আসবে , যেখানে আপনি আপনার ফেসবুকের আপডেট পাবেন,ছবি আপলোড করতে পারবেন। আপনি যে ট্যাবেই থাকুন না কেনো, সাইডবারে আপডেট পেতে থাকবেন।

Notifications, Messages, & Alerts for Facebook


এটা দিয়ে আপনি ফেসবুকে লগইন না থাকলেও কেউ যদি আপনাকে মেসেজ পাঠায় অথবা ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠায় মানে সব ধরণের নোটিফিকেশন পাবেন আপনি আপনার ব্রাউজারে।

greasemonkey

মজিলার জন্য একটা প্রয়োজনীয় এডঅনস । ফেসবুকের বিভিন্ন ইউজার স্ক্রিপ্ট ব্যবহার করতে এটা লাগে। ইউজার স্ক্রিপ্ট পাবেন এই লিংকে। http://userscripts.org/

ফেসবুক অ্যাপ্লিকেশন :

Appear Offline


এটি একটি মজার অ্যাপ্লিকেশন।নিজের স্ট্যাটাস অফলাইনে রেখে আপনি দেখতে পারবেন আপনার কোন কোন ফ্রেন্ড অনলাইনে আছে। ইনস্টল কটার পর আপনার হোমপেজের বাম পাশের Appear Offline অপশনে ক্লিক করলে দেখতে পাবেন কে কে অনলাইনে আছে।

flixster movies


এটা মুভিভিত্তিক এপ্লিকেশন। এখানে যাওয়ার পর আপনি বন্ধুদের সঙ্গে ফেভারিট মুভির তালিকা শেয়ার করতে পারবেন এবং কার কোন ধরনের মুভি পছন্দ এসব তুলনা করতে পারবেন।

iLike


আপনি আপনার প্রোফাইলে ছবি আপলোড করার জন্য ব্যবহার করতে পারেন। এছাড়া মিউজিক শেয়ার করার জন্য ব্যবহার করতে পারেন।

picnik


আপনার ফেসবুকে থাকা এলবামগুলোর ছবি সম্পাদনা করতে পারবেন।

ytvideobox


ইউটিভের ভিডিও শেয়ার করার জন্য এটা খুব ভালো একটা এপ্লিকেশন। এছাড়া আপনি আপনার প্রিয় ভিডিওগুলোকে এক জায়গায় করে রাখতে পারবেন।
এছাড়া আরো কয়েকটির নাম দিলাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন