আমার নিজের লেখা প্রথম পোষ্ট। আমার পিসি থেকে আমি আমার মোবাইলটাকে ভালোভাবে বুঝি। তাই আমার প্রথম পোষ্ট ও হবে মোবাইলকেন্দ্রিক ছোট একটি পোষ্ট নিয়ে।
সবসময় তো পিসি থেকে ব্রাউজ করা সম্ভব না। মোবাইল থেকে ব্রাউজ এর সময় অনেক সময় অনেক সুন্দর সুন্দর ছবি দেখি যেগুলো পিসি থেকে ডাউনলোড করতে মনে থাকেনা, ফলে হারিয়ে যায় ছবিগুলো। কিন্তু মোবাইল দিয়ে বেশীরভাগ ক্ষেত্রেই ভালো ছবি পাওয়া যায়না। ছবির কোয়ালিটি খুব ই খারাপ হয়। আমি এখন যেই সিস্টেমটা দেখাবো তা দিয়ে মোবাইল দিয়ে ভালো মানের ছবি নিতে পারবেন। এর জন্য আমরা অপেরা মিনি ব্যবহার করব।
প্রথমেই আপনি যেই ছবিটা নিতে চান ওই ছবির পেজ এ যান। তাহলে নিচের মত ছবি পাবেন।
এর পরে ছবিটির উপর অপেরা মিনি এর কারসর নিয়ে যান এবং 1 প্রেস করুন।
এখান থেকে Open Image এ ক্লিক করুন। তাহলে নিচের মত পেজ আসবে।
এখানে আপনি #1 প্রেস করুন। এটা অপেরা মিনি শর্টকাট, যার সাহায্যে আপনি ফটো URL দেখতে পাবেন। url এর শেষ দিকে লক্ষ্য করলে দেখবেন যে, সেখানে _a.jpg অথবা _s.jpg উল্লেখ আছে নিচের ছবির মত
এখান থেকে a মুছে দিয়ে b লিখুন।
তারপর Go তে ক্লিক করুন। এবার নতুন একটি পেজ আসবে নিচের মত।
এবার যে ছবিটি দেখা যাচ্ছে তা আগেরটির চেয়ে অনেক ভালো কোয়ালটির। এবার ছবিটি সেভ করে নিন
এভাবে আপনি মোবাইল দিয়ে ই ভালো কোয়ালিটির ছবি পেতে পারেন। প্রথম পোষ্ট , ভুল হতেই পারে। নিজ গুনে ক্ষমা করবেন। কাজে লাগলে কমেন্ট করবেন। আমার নিজের উদ্ভাবিত সিস্টেম। আর কোন ভালো আইডিয়া পেলে জানাবেন । ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।
সবসময় তো পিসি থেকে ব্রাউজ করা সম্ভব না। মোবাইল থেকে ব্রাউজ এর সময় অনেক সময় অনেক সুন্দর সুন্দর ছবি দেখি যেগুলো পিসি থেকে ডাউনলোড করতে মনে থাকেনা, ফলে হারিয়ে যায় ছবিগুলো। কিন্তু মোবাইল দিয়ে বেশীরভাগ ক্ষেত্রেই ভালো ছবি পাওয়া যায়না। ছবির কোয়ালিটি খুব ই খারাপ হয়। আমি এখন যেই সিস্টেমটা দেখাবো তা দিয়ে মোবাইল দিয়ে ভালো মানের ছবি নিতে পারবেন। এর জন্য আমরা অপেরা মিনি ব্যবহার করব।
প্রথমেই আপনি যেই ছবিটা নিতে চান ওই ছবির পেজ এ যান। তাহলে নিচের মত ছবি পাবেন।
এর পরে ছবিটির উপর অপেরা মিনি এর কারসর নিয়ে যান এবং 1 প্রেস করুন।
এখান থেকে Open Image এ ক্লিক করুন। তাহলে নিচের মত পেজ আসবে।
এখানে আপনি #1 প্রেস করুন। এটা অপেরা মিনি শর্টকাট, যার সাহায্যে আপনি ফটো URL দেখতে পাবেন। url এর শেষ দিকে লক্ষ্য করলে দেখবেন যে, সেখানে _a.jpg অথবা _s.jpg উল্লেখ আছে নিচের ছবির মত
এখান থেকে a মুছে দিয়ে b লিখুন।
তারপর Go তে ক্লিক করুন। এবার নতুন একটি পেজ আসবে নিচের মত।
এবার যে ছবিটি দেখা যাচ্ছে তা আগেরটির চেয়ে অনেক ভালো কোয়ালটির। এবার ছবিটি সেভ করে নিন
এভাবে আপনি মোবাইল দিয়ে ই ভালো কোয়ালিটির ছবি পেতে পারেন। প্রথম পোষ্ট , ভুল হতেই পারে। নিজ গুনে ক্ষমা করবেন। কাজে লাগলে কমেন্ট করবেন। আমার নিজের উদ্ভাবিত সিস্টেম। আর কোন ভালো আইডিয়া পেলে জানাবেন । ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন