সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এই টিউন । আজ আমি আলোচনা করব কিভাবে ফন্ট তৈরি করতে হয় । আমরা যারা ডিজাইনের কাজ অথবা মাইক্রোসফট্ অফিস নিয়ে কাজ করি তাদের বিভিন্ন সময় একটু আলাদা বৈশিষ্ট্যের ফন্টের দরকার হয় । এছাড়া আমরা নিজের হাতের লেখা দিয়ে ফন্ট তৈরি করতে পারি।
ফাইল থেকে নিউ সিলেক্ট করে (নিচের সেটিং অনুযায়ি বসিয়ে OK করে দিন)
এবার এক একটি অক্ষর সিলেক্ট করলে নিচের window বের হবে
এবার import image থেকে load image পরে image select করে generate ক্লিক করতে হবে
image লোড হয়ে গেলে ক্রস চিহ্ন ক্লিক করে ২য অক্ষরে ক্লিক করতে হবে
সব image লোড হযে গেলে F5 ক্লিক করে ফন্ট টেস্ট করা যাবে
File থেকে Save ক্লিক করে ফন্ট Save করে রাখতে হবে
সবশেষে মেনুবারের Font মেনু থেকে install করে
ms word গিয়ে font select করে লেখা যেতে পারে
বি দ্র: [ এটা আমার প্রথম টিউন , যদি এই টিউন আগে করা হয়ে থাকে তবে ক্ষমা করে দেবেন]
ধন্যবাদ
- এই লিংক থেকে ফন্ট ক্রিয়েটর ডাউনলোড করুন ও ইন্সটল করুন।
- এরপর ফন্ট ক্রিয়েটর স্টার্ট করে এন্টার কোড ক্লিক করে সিরিয়াল নাম্বার কপি করে দিলে রেজিস্টেশন হয়ে যাবে।
- প্রথমে হাতের লেখা স্ক্যান করে প্রতিটি অক্ষর illustrator দিয়ে কেটে প্রতিটি image jpg আকারে(600*400 pixel) একটি নির্দিষ্ট File এ সেভ করতে হবে অথবা অল প্রোগ্রাম থেকে paint চালু করে অক্ষর একে jpg আকারে সেভ করা যেতে পারে।
ফাইল থেকে নিউ সিলেক্ট করে (নিচের সেটিং অনুযায়ি বসিয়ে OK করে দিন)
এবার এক একটি অক্ষর সিলেক্ট করলে নিচের window বের হবে
এবার import image থেকে load image পরে image select করে generate ক্লিক করতে হবে
image লোড হয়ে গেলে ক্রস চিহ্ন ক্লিক করে ২য অক্ষরে ক্লিক করতে হবে
সব image লোড হযে গেলে F5 ক্লিক করে ফন্ট টেস্ট করা যাবে
File থেকে Save ক্লিক করে ফন্ট Save করে রাখতে হবে
সবশেষে মেনুবারের Font মেনু থেকে install করে
ms word গিয়ে font select করে লেখা যেতে পারে
বি দ্র: [ এটা আমার প্রথম টিউন , যদি এই টিউন আগে করা হয়ে থাকে তবে ক্ষমা করে দেবেন]
ধন্যবাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন