জনপ্রিয় পোস্টসমূহ

শনিবার, ২৬ নভেম্বর, ২০১১

যেভাবে বুঝবেন আপনি যাকে ইমেইল করেছেন, সে সেটা পড়েছে কিনা

আজ আমি আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করবো যার মাধ্যমে আপনি বুঝবেন আপনি যাকে ইমেইল করেছেন, সে সেটা পড়েছে কিনা। এটা আসলে একটা ইমেইল ট্রাকিং পদ্ধতি যেটা আপনি কাউকে মেইল করার সময় সেটা যোগ করে খুব সহজেই একটি নিশ্চিত করন মেইল পারেন যে আপনি যাকে ইমেইল করেছেন, সে সেটা পড়েছে কিনা।
যেভাবে করবেনঃ
প্রথমে এই ঠিকানায় যান
এবার নিচের ছবি গুলি দেখুনঃ
spypig
এখান থেকে ছবি টা সেইভ করে আপনি যে মেইল টা কাউকে পাঠাচ্ছেন সেটাতে আপলোড করুন তবে অবশ্যই ৬০ সেকেন্ডের মধ্যে আপলোড করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন