জনপ্রিয় পোস্টসমূহ

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১১

নেটের ব্রাউজিং স্পিড বৃদ্ধি করুন .নতুদের জন্য, চালাকরা বিরত থাকুন

আস্সালামুআলাইকুম । আমি মিযাজী ,আই ইউ সি তে পডি। টিটিতে প্রায শুরু থেকে আছি,নেটের ব্রাউজিং স্পিড বৃদ্ধি করুন. আমরা ইচ্ছে করলে উইন্ডোজ থেকে ইন্টারনেটের ব্রাউজিং স্পিড বাড়িয়ে নিতে পারি এবং এই বাড়ানোর পরিমাণ প্রায় ২৫ শতাংশ। এবার আসুন দেখি কীভাবে এই পদ্ধতি ব্যবহার করতে হয়: — প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করে রান-এ যান এবং টাইপ করুন regedit. তারপর ok ক্লিক করুন। রেজিস্ট্রি এডিটর চালু হবে।
২. তারপরে খুজুন HKEY_LOCAL_MACHINE
৩. এরপর যান software, after microsoft.
৪. এরপরে windows-এ যান।
৫. এরপরে current version-এ যান।
৬. এরপর এখান থেকে explorer-এ যান।
৭. তারপর remote computer-এ যান।
৮. এরপরে যান namespace key-তে।
৯. এবার দেখুন এই namespace key-এর মধ্যে দুটি ভ্যালু আছে।
প্রথমটি ‘{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}’ যা remote computer-এর সঙ্গে প্রিন্টার শেয়ারিংয়ের জন্য ব্যবহৃত হয়।
২য়টি ‘{D6277990-4C6A-11cf-8D87-00AA0060F5BF}’ এই কী বলে যে সিডিউল রিমোট টাস্ক। আপনি এই ২য় ভ্যালুটি ডিলিট করুন। দেখবেন ইন্টারনেটের ব্রাউজিং স্পিড আগের চেয়ে বেড়েছে। আপনার যদি প্রিন্টার শেয়ারিং করার প্রয়োজন না হয় তাহলে প্রথম ভ্যালুটি ডিলিট করে দিন, তাহলে আরও স্পিড বাড়বে। আর ভ্যালু দুটি ডিলিট করার আগে export করে নিন। যখন প্রয়োজন পড়বে তখন আবার import করে নিবেন রেজিস্ট্রিতে। এভাবে ইচ্ছে করলে আপনি আপনার নেটের ব্রাউজিং স্পিড বাড়িয়ে নিতে পারেন।
পুরো প্রসেস যদি ছোট করে বলা হয় তাহলে হবে এরকম :
HKEY_LOCAL_MACHINE>Software>Microsoft>Windows>CurrentVersion>Explorer>remote computer>NameSpace>delete the seconed value.

সময়ের আলোচিত ছবি নিন এখনই

ছবি দেখতে পছন্দ করে না এমন লোক খুজে পাওয়া মুশকিল।
আমরা কমবেশী সবাই ছবি দেখি।
সিনেমা হলে গিয়ে ছবি দেখার সময় হয় না।
তাইবলে কি ছবি দেখা বন্ধ থাকবে?
না।
তাই নতুন মুক্তি পাওয়া ছবি রা-ওয়ান আপনাদের জন্য নিয়ে এলাম।
দেখে নিতে পারেন কেমন ছবিটি।

রিজুম সাপোট সহ দেয়া তাই  Download করতে সমস্যা হবে না আশা করছি।




ডাউনলোড লিংক 

আরো পড়ুন ‍ঃ

দরকারি জাভা অ্যাপ্লিকেশন চালান আপনার কম্পিউটারে
ডাউনলোড করুন হাই কোয়ালিটি মোবাইল ভিডিও
DVD/CD বা USB Memory ডিস্ককে Password দ্বারা নিরাপত্তা দিন
Picasa- ছবি দেখার এক অসাধারন সফট।
খুব ছোট(১০৪ কিঃবাঃ) সফটওয়্যার এক্স পি ব্যবহারকারিদের জন্য
AUTODESK autocad 2010 ফুল ভার্সন (ইংলিশ+পোর্টেবল) এবং MICROSOFT visual basic professional 5.যথার্থ ব্যবহারকারীদের জন্য।
Advanced SystemCare PRO 3.8.0 ডাউনলোড করুন ফ্রী ।।।
কম্পিউটার এর জন্য ওয়াল পেপার কালেকশান – পর্ব
ছোট কিন্তু অসাধারণ একটি সফটওয়্যার দিয়ে নিজের ডেস্কটপে সৃষ্টি করুন জলতরঙ্গ
Discrete mathematics ও এর জন্য দুটি বই
একটি ওপেনসোর্স Defragment সফটওয়্যার- UltraDefrag সফটওয়্যার
ডাউনলোড করুন এডোবি সিএস৫ মাষ্টার কালেকশন, সাথে আছে আরও কিছু প্রয়োজনীয় সফটওয়্যার।

যারা ফুটবল কে ভালবাসেন এবং গেম-কুইজ খেলতে ভালবাসেন

ফ্রী  গেম খেলুন আর সপ্তাহে সপ্তাহে পুরস্কার জিতুন ,  অনেক  মজার  গেম  খেলে  দেখতে পারেন ।
আপনি ফেসবুক একাউন্ট  এ রেজিঃ করতে পারবেন ।  ক্লিক করার পর কানেক্ট টু ফেসবুক  এ  ক্লিক করুন
রেজিঃ  করতে   এখানে ক্লিক করুন
মোবাইল  এও  খেলা  যাই  । আসুন খেলে দেখি আমরা কেমন ।

গীটার প্রেমিদের জন্য সুখবর!!! এখনি ডাউনলোড করে নিন “গীটার প্রো ৫” একদম ফ্রী তে…


আপনি হয়ত গীটার পছন্দ করেন? আসলে গীটার পছন্দ করেননা এমন মানুষ হয়ত অনেক কম ই আছেন। তাদের দলেও আমই আছি। তাই আজকে

আমার এই টিউন। আজকে আমি আপনাদের এমন একটা জিনিশ উপহার দিব, জাতে আপনার গিটার শেখার কাজের গতি একদিনে অনেক অনেক বেশি এগিয়ে যাবে।
এতক্ষনে হয়ত আপনি বুঝতে পারছেন যে আমি কিশের কথা বলছি। জি হাঁ, আমি সবার প্রিয় "গীটার প্রো" সফটওয়্যার টির কথা বলছি। এই সফটওয়্যার এর সর্বশেষ ভার্সন হচ্ছে গীটার প্রো ৬। কাজেই যদি আপনি গীটার প্রো ৫ নিয়ে আপনার কাজ সুরু করতে পারেন তবে কেমন হয়?
তাহলে আর দেরি কেন, এখন নিচের ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে ফেলুন গীটার প্রো ৫, এবং শুরু করে দিন দুর্দান্ত গতিতে আপনার অডিও এডিটিং এর কাজ। সবাই ভাল থাকবেন, সুশ্তহ থাকবেন এই প্রত্যাশায় আমি শাওন, আজকের মত বিদায় নিলাম।
ডাউনলোড

"গীটার প্রো ৫ (১১.১৬মেগাবাইট)"

গীটার প্রো ৬ এর ডাউনলোড লিঙ্কঃ http://dc180.4shared.com/download/H0b113n1/Guitar_Pro_6.zip?tsid=20111027-065551-6cf01a8a

এবার আপনার কম্পিউটারেও শুরু হবে মহাসংগ্রাম

কম্পিউটারে দাবা খেলেননি এমন লোক মনে হয় নেই, কিন্তু আমি যে দাবা খেলার কথা বলব এরকম মনে হয় অনেকেই খেলেন নি। এটা সাধারন দাবা খেলার মতই নিয়ম, কিন্তু গ্রাফিক্স দেখে মাথা খারাপ হয়ে যাবে। খেলার জন্য প্রথমে গেমটা ডাউনলোড করে ইন্সটল করুন। মাত্র ১৭ এম.বি.।তার পর খেলা শুরু করুন। খেলার সময় অনেকগুলো স্পট চ্যুস করার অপশন পাবেন মানে যুদ্ধ কোথায় হবে তা আপনি সিলেক্ট করতে পারবেন। সব কটা স্পটই অসাধারন। আপনি এটা গুগল এ সার্চ মেরেও ডাউনলোড করতে পারেন গেমটার নাম WAR CHESS 3d তবে ফুল ভার্সন পাবেন না,২০ চালের বেশি খেলতে পারবেন না। কিন্তু আমি যে লিঙ্ক টা দিলাম সেটা আমার নিজের আপলোড করা ফুলভার্সন এবং প্রীঅ্যাক্টিভ গেম।
ডাউনলোড লিঙ্ক----- http://www.mediafire.com/file/e35hhhr5tc5zig3/War%20Chess%20Setup.zip
আমার কথা শুনে বিশ্বাস নাও হতে পারে তাই খেলার কিছু স্ক্রীন শট দিলাম।




কি খেলতে ইচ্ছা করছে তো,তাহলে আর দেরি না করে ডাউনলোড করে খেলা শুরু করুন।

বুধবার, ১৯ অক্টোবর, ২০১১

আপনার বাংলালিংকের ফ্রী মোডেমে অন্যান্য অপারেটরের সংযোগ ব্যবহার করতে চান

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভাল আছেন। পোস্ট টাইটেল দেখেই হয়ত বুঝে গেছেন যে এখানে কিসের সম্পর্কে লেখা হয়েছে। বাংলালিংকের ফ্রী মোডেম অফারটা নেওয়ার ইচ্ছা অনেকেরই হয়ত আছে। কিন্তু চিন্তার ব্যাপার ২৭৫০/- টাকা দিয়ে কেনা মোডেমটা যদি বাংলালিংকের সংযোগ ছাড়া ব্যাবহার করতে না পারি তাহলে কি হবে? অন্যান্য মোডেমের মত এটাকেও আনলক করে নিলেই হয়! তাই নয় কি? তাহলে প্রথমেই ডাউনলোড করে নিন এই ২.৮৯ মেগা বাইটের সফ্‌টওয়্যারটি।
এখানে ক্লিক করে ডাউনলোড করুন।
ডাউনলোড করা শেষ এবার আসুন দেখি কিভাবে একে কাজে লাগাবঃ
০১. প্রথমে রার ফাইলটিকে এক্সট্রাক্ট করে নিন।

০২. এবার dccrap.exe ফাইলটি রান করুন।

০৩. আপনার মডেমের মেনুফ্যাকচারার নির্বাচন করুন।

০৪. স্ক্যান আইকনে ক্লিক করুন।

০৫. আপনার মডেমের লক/আনলক স্ট্যাটাস দেখতে পারবেন।

০৬. Unlocking এ ক্লিক করুন।

০৭. এই জাতীয় একটি কনফার্মেশন মেসেজ দেখতে পারবেন।

ব্যাস্‌ আপনার মডেম আনলক্‌ড। এখন ইচ্ছা মত অপারেটরে ব্যবহার করুন। এই ছবিতে দেখুনঃ

অন্যান্য নেটওয়ার্ক ব্যবহারের জন্য ডায়াল আপ কানেকশন তৈরি করে ব্যাবহার করুন। সকল বাংলাদেশী জিএসএম অপারেটরের ডায়ালিং নাম্বার *99# ; এক্সেস পয়েন্টঃ (APN) গ্রামীণফোন=gpinternet, বাংলালিংক=blweb, এয়ারটেল=internet, রবি=internet, টেলিটক=gprsunl
জানিনা আপনাদের কার কেমন লাগবে? তবে আপনাদের কাছে গঠন মূলক মন্তব্য আশা করছি সেই সাথে আরো একটি ব্যাপারে বলতে চাইঃ আপনার এলাকায় বাংলালিংকের নেটওয়ার্ক EDGE কিনা তা যাচাই করে নিবেন। আমার জানা মতে সম্পুর্ন ঢাকাও EDGE এর আওতাধীন নয়। যাচাই করার জন্য যা করতে পারেন তা হল এক. বাংলালিংক কাস্টমার কেয়ারে ফোন করতে পারেন। দুই. EDGE সাপোর্ট করে এমন মোবাইল ফোন দিয়ে চেক করতে পারেন। (উদাহরন স্বরুপঃ NOKIA 2700 classic) আমি আমার এলাকায় নেটওয়ার্ক চেক করে ও বাংলালিংকের ১গিবা ব্যাবহার করে ঢাকার বিভিন্ন জায়গায় দেখেছি যখোন EDGE এর আওতায় থাকে তখোন 236Kbps (29.5KBps) পর্যন্ত ওঠে। গতি শুধু নেটওয়ার্ক নয় ওয়েব সাইটের সার্ভারের উপরও নির্ভর করে। তবে আপনি গড়ে ২৫কিলোবাইট প্রতিসেকেন্ড ডাউনলোড পাবেন আশা করছি (যদি EDGE নেটয়ার্কের ভিতরে থাকেন।) সবাই সুস্থ থাকুন ভাল থাকুন, এই কামনায় আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।

বাংলালিংক সিম থেকে আনলিমিটেড এস এম এস আনা । না দেখলে শিউর মিস করবেন

আমরা বর্তমানে অনেকেই বাংলালিংক সিম ইউজ করি.।.।.।.।
বাংলালিংক সিমে  এস এম এস কেনার  সিস্টেম আশা করি সবাই জানেন .....।
তারপর ও যারা জানেন না তাদের জন্য বলছি......
*১৩২*১# লিখে ডায়াল করলে রিপ্লাই এ আবার ১ প্রেস করলেই কা জ শেষ.।
তবে কষ্ট হচ্ছে একটাই ।আর তা হচ্ছে ৫.৭৫ টাকা কাটবে :#(:#(:#(
এইবার আসি মূল কথায়......
যারা জানেন তাদের কাছে আমি আগে ই ক্ষমা চেয়ে নিচ্ছি.......।
আপনি চাইলে এ ৫.৭৫ টাকা না খরচ করে ও আনলিমিটেড এস এম এস বাগিয়ে নিতে পারেন।
খুব ই সিম্পল উপায়........
১.আপনার মোবাইল থেকে অন্য আপনার যে কোন নাম্বার এ ১ টা কল দেন....(ব্যালেন্স অবশ্যই ৫.৭৫ tk থেকে ৭.০০tk রাখতে হবে)
২.কল টা রিছিভ করবেন না।
৩.কল টা ডুকার সাথে সাথে চাপুন *১৩২*১#
৪.পরে রিপ্লাই  ১ দিয়ে অকে চাপুন..
৫.নরমাল্লি request not completed দেখাবে.....
৬.কল টা কাটবেন না ।Ringing শেষ হতে দিন ।
৭.এবার আপনার একাউন্ট দেখুন । দেখবেন অপরিবর্তিত। এভাবে যত খুশী ততবার এস এম এস ফ্রিতে বাগীয়ে নিন।
বিঃদ্রঃ এই কাজটা সকল  মোবাইল এ হয় না।আমার নিজস্ব অভিজ্ঞতা রয়েছে Nokia 1208,1209,1110,N73 দিয়ে।আপনার মোবাইল দিয়ে না হলে ,
আপনি এ কাজের জন্য অন্য কারও মোবাইল এ আপনার সিম ভরে কাজটা করতে পারেন।
আপনাদের আরও কিছু জানা থাকলে আমাকে জানান....sharif_cse@ovi.com

এবার Folder lock করুন আরও সহজে…..

আমার life এ এটা আমার first tune. আশা করি কোন ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন।
Techtunes এ প্রবাসী ভাই এবং আকাশ এই ২ জন এর Tune আমার খুব ই ভালো লাগে। এই Tune টি তাদেরকেই dedicated করলাম...
এবার মুল কথায় আসি। আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদের কিছু প্রয়োজনীয় file সবার কাছ থেকে আলাদা করে রাখার প্রয়োজন হয়ে পরে। যাতে অন্য কেউ সেই file গুলোর কোন ক্ষতি না করতে পারে। আমরা এজন্য অনেক ধরনের software বাহহার করে থাকি। Techtunes এ search দিয়ে সবচাইতে বেশি যে result টা পেয়েছি সেটা হল Folder lock. আমি বেশ কিছুদিন এইটাই ব্যবহার করেছি। কিন্তু একদিন অবাক হয়ে লক্ষ্য করলাম আমার software drive এর বেশ কিছু software folder গায়েব। আমি তো অবাক !!! হল কি? এগুলা তো কারো দেখার কথা না। তো delete হল কিভাবে? পরে আমি নিজেই একদিন আবিস্কার করলাম যে মাঝে মাঝে আমার Hide করা folder গুলো show করে। তখন বুঝলাম folder গুলা কেন গায়েব হয়ে গিয়েছিল। Folder lock software টির এত প্রশংসা শুনেছিলাম যে এই ঘটনার পর আমি হতাশ। আমি জানিনা কেন এমন হয়েছিল। আর তাছাড়া Folder lock software টির use করা একটু ঝামেলা মনে হয় আমার কাছে...
আসলে আমার PC-র অনেক পিচ্চি পিচ্চি কয়েকজন user আছে। তারাই না বুঝে এই কাজ টা করছে। ওরা Games খুজতে গিয়ে আমার এত সাধের software গুলা কিভাবে যেন .........
পরে অনেক খুজে একটা software পাইলাম যে টা দিয়ে এখন পর্যন্ত ভালই আছি। আপনারাও একবার try করে দেখতে পারেন। Hope ভালই লাগবে সবার। Software টার নাম My Lockbox. এইটার free version দিয়ে শুধু মাত্র একটি folder লক করা যায়। কিন্তু আমি আপনাদের সাথে যে version টা share করব তা Pro version. এটা দিয়ে Unlimited number of folder আপনি লক করে রাখতে পারবেন। Installation process is like a normal software. তারপর serial number দিয়ে active করলেই full version. Software টা Mediafire এ Upload করা। Download করতে অসুবিধা হওয়ার কথা না। সাইজ মাত্র ২.৩৪ এমবি।
সবাই ভালো থাকবেন......আমার জন্য দোয়া করবেন। সামনে final exam.........
Download link.....
http://www.mediafire.com/?3uxsdd9i9ubw8ri
Techtunes এ search দিয়ে আরও একটি Tune পেলাম এই বিষয়ে। চাইলে সেই Tune টাও আপনারা দেখে আসতে পারেন। এতে এর feature গুলো সম্পর্কেও আপনারা জানতে পারবেন।
http://techtunes.com.bd/download/tune-id/41334/
ধন্যবাদ...

মোবাইল-কোন একটি কারনে ফোন লক হয়ে গেল,এখন তা সহজে ঠিক করতে পারবেন।”ফ্রী”

 সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’
  • কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ট হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।
  • আপনি যখন মোবাইল এর কোন কাজ করতে গিয়ে কোন একটি কারনে ফোন লক হয়ে গেল,এখন তা সহজে ঠিক করতে পারবেন।তখন আপনি সহজে এই সকল ওয়েবসাইটে গিয়ে ফ্রী আনলক করতে পারেন।
  • আপনি আপনার মোবাইল ফোনের জন্য বিনামূল্যে ডাউনলোড কারার জন্য হাজার হাজার রিংটোন, টিউটোরিয়াল, সফটওয়্যার, লোগো, ওয়ালপেপার, থিম, ফোন অ্যাপ্লিকেশন, ফোন গেম, এবং আরো অনেক।বিনামূল্যে> মোবাইল ফোন এর আনলক ব্যবহার করতে পারেন(যা আপনি কোনো সেবা প্রদানকারী সঙ্গে থেকে আপনার ফোন বিশ্বব্যাপী ব্যবহার করতে সক্ষম হবে)।

PIC-1

PIC-2



লিস্ট ওয়েবসাইট:=

1.Unlock Nokia
2.Free Unlock mobile
 3.Free Unlock mobile
আপনাদের সুবিধার্থে বিভক্ত করেছি.
যাদের প্রয়োজন তারা ডাউনলোড করতে পারেন।
এই প্রত্যাশা রেখে
“আল্লাহ হাফেজ”।

আনলক করুন যেকোন মেমোরীকার্ড !

নিঃসঙ্গের একমাত্র সঙ্গী মোবাইল। বর্তমান যুগে মোবাইল শুধু কল করা ও রিসিভ করতেই সীমাবদ্ধ নেই। মোবাইল দিয়েই এখন কম্পিউটারের চাহিদা পূরণ করা যায়। গান শোনা, ভিডিও দেখা ও গেমিং ইত্যাদি থেকে শুরু করে প্রায় বেশিরভাগ বিনেদনই মোবাইল দিয়েই করা যায়। তাই এই সব বিনেদনের জন্য মোবাইলে মেমোরী কার্ড একটি অপরিহার্য বস্তু। এবং এইসব কিছুর জন্য মেমোরী কার্ডের দিকেই ঝুকে থাকতে হয়। মেমোরী কার্ডে পারসোনাল অনেককিছুই রাখা হয়। তাই আমরা সাধারণত মেমোরীকার্ডকে পাসওয়ার্ড প্রটেক্টট করে রাখি। যাতে মেমোরীকার্ডটি অন্যজন ব্যবহার করতে না পারে। সবকিছু ঠিকই থাকে। কিন্তু যখন পাসওয়ার্ড মনে থাকে না তখনই শুরু হয় যত বিড়ম্বনা।

আজকে আমি আপনাদেরকে একটি পদ্ধতি দেখাব যার মাধ্যমে আপনি অনায়াসে আপনার মেমোরী কার্ডটি আনলক করতে পারবেন। তবে আপনার মেমোরী কার্ডে থাকা ফাইলগুলি আর ফেরৎ পাবেন না।
মেমোরী কার্ড আনলক করার জন্য আপনাকে নোকিয়ার সিমবিয়ান অপারেটিং সিস্টেম এর S60 3rd, 5th, Symbian^3 ও Symbian Anna এডিশন এ চালিত যেকোন একটি সেট লাগবে। কোন কোন সেটগুলি এইসব এডিশনে চালিত এটি জানার জন্য এই টিউনটি দেখতে পারেন।  অন্য অপারেটিং সিস্টেমেও পদ্ধতিটি খাটতে পারে তবে আমার কাছে না থাকায় সঠিক বলতে পারব না। আসুন তাহলে দেখা যাক কিভাবে কি করতে হবে-
আমি আমার Nokia 5530 Xpress Music সেটটি দিয়ে এই পদ্ধতিটি বর্ণনা করছি-
১। আপনার পাসওয়ার্ড ভূলে যাওয়া মেমোরী কার্ডটি সেটে ঢুকান। পাসওয়ার্ড চাইলে Cancel করে দিন।
২। আপনার ফাইল ম্যানেজারে (File Manager) যান। এবং মেমোরী কার্ডে প্রবেশ করুন।

৩। এরপর Options এ ক্লিক করে Memory Card Options থেকে Format এ ক্লিক করুন।

৪। ম্যাসেজ দেখাবে "Format memory card? Data will be deleted during formatting."। Yes এ ক্লিক করুন।

৫। কিছুক্ষণের মধ্যেই "Formatting Complete" ম্যাসেজ দেখাবে এবং আপনার মেমোরী কার্ডটির নাম দিতে বলবে। যেকোন নাম দিন, নাও দিতে পারেন এবং  "OK" তে ক্লিক করুন।

ব্যাস আপনার মেমোরী কার্ডটি আনলক হয়ে গেল। এখন আপনাকে মেমোরীকার্ডটি তার আয়তন প্রদর্শন করবে।

কি? প্রথমে মনে হয়েছিল পদ্ধতিটি বোধহয় বেশ জটিল। কিন্তু এখন দেখছেন পানির চেয়েও সহজ। তাই না? তাহলে এখন ইচ্ছামত পাসওয়ার্ড হারিয়ে ফেলুন। নো টেনশন !!

ফ্রি এসএমএস ইচ্ছামত পাঠান ।সাথে মজার টিপস?

সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’
  • কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ট হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।

এসএমএস

  • ইচ্ছামত ফ্রি এসএমএস করা যায় তাহলে কেমন হয়!একটু চালাকি করে ইচ্ছামত এসএমএস পাঠানো যায়।প্রথমে  ফ্রি এসএমএস সাইটে রেজিস্ট্রেশন করলে পরীক্ষামূলকভাবে ১০টি এসএমএস ফ্রি দেয়।রেজিস্ট্রেশন করলে ইমেইলে পাসওয়ার্ড আসে, তা দিয়ে লগইন করে Send BulkSMS এ গিয়ে এসএমএস করতে পারবেন। প্রাপকের কাছে প্রেরক হিসাবে সরাসরি নিজের নাম পাঠানো যাবে Sender address এ নাম লিখে।
  • এভাবে একাধিক ইমেইল (এক মোবাইল নম্বর দিয়ে চলবে)ব্যবহার লক্ষাধিকবার রেজিস্ট্রেশন করা যাবে ।একবার ব্যবহার করেন তারপর দেখুন সেটিও আপনার মেইল হিসাবে গণ্য হবে।এখন শুধু এক নাম্বার দিয়ে ১০টি করে এসএমএস জিমেলের পদ্ধতি দিয়ে ইচ্ছামত পাঠান।একটু মাথা খাটিয়ে করলে।দেখুন কিভাবে,

রেজিস্ট্রেশন এ 'ডট 'ব্যবহার দিয়ে=

  • 1=t.e.c.h.t.u.n.e.s@gmail.com
  • 2=tech.t.u.n.e.s.@gmail.com ইত্যাদি।
  • 3=আইডির পরে + চিহ্ন দিয়ে কোন কীওয়ার্ড লিখে ধরুন- techtunes.com+test1@gmail.com ঠিকানা ।যে কোন একটি পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন।
 

''ভালো সংবাদ পেলে কেনা খুশি হয়।তাই ভালো কাজে ব্যবহার করুন।আশা-করি ভালো থাকবেন''

আপনাদের সুবিধার্থে
এই প্রত্যাশা রেখে
আল্লাহ হাফেজ”

গ্রামীণফোন এর গ্রাহক কোটির কাছাকাছি।যদি ১কোটি গ্রাহক ২০ টা SMS এক দিনে(নিজের পিসি থেকে)পাঠায় তাহলে কত?”ফ্রী”

সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’
  • কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ট হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।
  • আপনাদের এখানে ৩ টি ওয়েব সাইট এর ঠিকানা দিলাম।১ম টা হল বাংলাদেশের আর বাকি ২ টা বাহিরের।আপনি সুবিধা মত আপনার কাজ টা সমাধান নিতে পারেন।
  • ১ সাইটা গ্রামীন ফোন এর সাথে রিলেটেড।আমি মনে করি, পিসি থেকে আপনি SMS পাঠানোর জন্য ১ম সাইটা ব্যবহার করেন।কোন লাইসেন লাগবেনা।অপেন করে কাজ শুরু করতে পারেন।

=1=

  • = গ্রামীনফোণ মোবাইল নম্বরে দিনে ২০টি ফ্রি এসএমএস পাঠানো যায়।ইমেইলে প্রাপ্ত এ্যাকটিভিশন লিংক এবং পাসওয়ার্ড আসবে। প্রাপ্ত এ্যাকটিভিশন লিংকে ক্লিক করে একাউন্ট সক্রিয় করতে হবে।  Edit Profile লিংকে ক্লিক করে Developer Test Phone লিংকে ক্লিক করুন। মোবাইল নম্বর  লিখে Save করুন,  মোবাইলে একটি একটিভিশন কোড আসবে। কোড এই লিংকে www.aloashbei.com.bd/testphone  লিখে Change Test Phone বাটনে ক্লিক করে রেজিষ্ট্রেশন সমাপ্ত করুন।সফটওয়্যারটি  মাইক্রোসফট ডটনেট ৩.৫ ইনস্টল থাকতে হবে। সফটওয়্যারটি উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমে চলবে।এসএমএস  না গেলে তা ম্যাসেজ বক্সে জানা যাবে।এখন নিজের পিসি থেকেএসএমএস পাঠান।

DOWNLOD=Portable version

=2=

  • রেজিষ্ট্রেশন করতে মোবাইলের প্রয়োজন হয় না,একাধিকবার রেজিষ্ট্রেশন করে এসএমএস করা যাবে। যে মোবাইলে এসএমএস করবেন সে মোবাইলে ওয়েবসাইটের নাম আসবে এবং এসএমএসের শেষে ইউজার নাম প্রদর্শিত হবে। শুধুমাত্র গ্রামীণফোনের গ্রাহকদের.

=3=

  •  রেজিষ্ট্রেশন করলে মোবাইলে পাসওয়ার্ড আসবে। সুবিধা হচ্ছে পিকচার মেসেস, রিংটোন, ওয়ালপেপার মোবাইলে পাঠানো যাবে।গ্রামীণফোনের গ্রাহকরা এখানে একবারের বেশী রেজিষ্ট্রেশন করা যাবে না।

www.cellebrum.com


আপনাদের সুবিধার্থে বিভক্ত করেছি.
যাদের প্রয়োজন তারা ডাউনলোড করতে পারেন।
এই প্রত্যাশা রেখে
আল্লাহ হাফেজ”

আপনার নোকিয়া ফোনটিকে iphone বানিয়ে ফেলুন এখুনি।

আপনারা কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন এবং ভাল থাকেন সবসময়।
আপনার নোকিয়া ফোনটিকে iphone বানিয়ে ফেলুন এখুনি।
জটিল এই থীম টি এখনি download korun এবং আপনার নোকিয়া ফোনটিকে iphone এর রুপ দিন ।
Screenshoot:

*******************Download লিঙ্ক নিচে দেওয়া হল*********************

Download Links:
MEDIAFIRE
********আজ এ পর্যন্তই********
  • কম্পিউটার সম্পর্কিত Tips এবং ফুল ভার্সন সফটওয়্যার Download করতে চাইলে ঘুরে আসতে পারেন আমার পার্সোনাল ব্লগ এ….এখানে ক্লিক করুন  
  • ধন্যবাদ ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেয।

একের ভিতর সব। এস এম এসের এক অদ্ভুত সফটওয়্যার। চমকে দিন আপনার কাছের কিংবা দূরের বন্ধুদের (দেখলেও মিস করবেন আর না দেখলে…………………)

আসসালামুআলাইকুম। কেমন লাগছে আমাদের প্রিয় টিটির আকর্ষনীয় সব টিউন ?? আশা করছি কেউ নিরাশ হচ্ছেন না। আমি কিন্তু নিরাশ না হয়ে পারছি না । টেকটিউন্স জরিপে মোবাইল প্লাটফর্মে সবচেয়ে জনপ্রিয় নির্বাচিত হয়েছে “সিম্বিয়ান অস”। অথচ এই প্লাটফর্ম নিয়ে ভালো টিউন তেমন একটা চোখে পড়ে না। যদিও বর্তমানে অ্যান্ড্রয়ডের জয়জয়কার, তবুও আমাদের দেশে সিম্বিয়ানের একটা বিশাল ভোক্তা আছে তা নিঃসন্দেহে বলাই যায়।
এবার আসি কাজের কথায়। আজ আপনাদের সাথে আমি একটি সিম্বিয়ান মোবাইল অ্যাপ্লিকেশন শেয়ার করবো। যা আমি s60 v3 & v5  এ টেষ্ট করে দেখেছি। জানিনা আগে কেউ শেয়ার করেছে কিনা। করলে দয়া করে নতুনদের জানার সুযোগ করে দিবেন।
I-sms
  
না, এটা কোন ফ্রী এস এম এস পাঠাবার অ্যাপ্লিকেশন না। তবে এটি দিবে আপনাকে এস এম এস কাষ্টমাইজেশন এর অপার সুবিধা। যারা বিভিন্ন প্রয়োজনে (কাজে বা বেকাজে) প্রচুর এস এম এস করেন তাদের জন্য এটি হতে পারে এক মোক্ষম হাতিয়ার। প্রিয়জনকে ভড়কে দিতে এই অ্যাপ্লিকেশনের কোন বিকল্প নেই। যদি বলেন কি আছে এতে?? তাহলে আমি বলবো কি নেই এতে? ??চলুন একে একে দেখে নিই এর আকর্ষনীয় কিছু ফিচার।
* flash sms: এই এস এম এস এর বৈশিষ্ট হলো এটি প্রাপক কেবলমাত্র একবারই পড়তে পারবেন। পড়া শেষে back দিলে তা মোবাইল থেকে নিজেই মুছে যাবে!!!!!! যার ফলে এর কোন clue থাকে না। মনের অব্যক্ত কথা, রাগ, ঝাড়ি ইত্যাদি প্রকাশে এর কোন জুড়ী নেই ;)

* scheduled sms:  এই ফিচারটা অনেকের কাছেই হয়ত পরিচিত। নিজে নাক ডেকে ঘুমিয়েও বিশেষ দিন-ক্ষণ আপনি সহজেই উদযাপন করতে পারেন। তার জন্য আপনাকে পূর্বে (এক বছর আগেও হতে পারে) দিনক্ষণ সেট করে রাখতে হবে। এখন আপনিও মনে রাখতে পারবেন “বিশ্ব শাড়ী দিবস”  (তথ্যসূত্রঃ বাংলালিঙ্ক এর বিজ্ঞাপন)
* fake sms: এটির ব্যাপারে বলতে আমি একটা ছোট্ট গল্প বলব। দুই বন্ধুর কথোপকথনঃ
১ম বন্ধু “দেখ দোস্ত তোর জি এফ আমারে এই এস এম এস পাঠাইছে। পইড়া দেখ”
২য় বন্ধুঃ “ও তোরে পছন্দ করে???!!!???? আমি বিশ্বাস করি না” ।
১ম বন্ধুঃ “ওর নাম্বার থেইকা এস এম এস আসার পর ও তুই এ কথা বললি????”
তখনই আবার ঐ মোবাইলে এস এম এস আসলো।
এইবার ২য় বন্ধু জ্ঞান হারালো। কারণ ওর জি এফ এবার লিখছে ............

:) আর নাই বা বললাম। এই সব কাজ করেছে ১ম বন্ধু, ফেইক এস এম এস এবং শিডিউলারের মাধ্যমে ;) । অর্থাৎ এর মাধ্যমে যে কারো নাম্বার থেকে যে কোন ধরনের এস এম এস আপনার ইনবক্সে ফ্রী তে নিয়ে আসতে পারবেন(আসলে তা দেখাবে মাত্র) এবং শিডিওলারের মাধ্যমে নির্দিষ্ট সময়ে তা মোবাইলে নতুন ম্যাসেজ আকারে জমা করতে পারবেন।
পরের ফিচারগুলি এর অভ্যন্তরীনঃ
*export sms: এর মাধ্যমে নির্দিষ্ট কোন নাম্বার কিংবা সকল নাম্বারের এস এম এস (যেগুলো ইনবক্সে আছে ) টেক্সট আকারে সংরক্ষণ করা যাবে।
*sms back up & restore:  এর মাধ্যমে সব এস এম এস সহজেই মোবাইলের ফোন কিংবা মেমরী কার্ডে ব্যাকআপ এবং রিস্টোর করা যায়।

*network back up & restore:  এর মাধ্যমে আপনি আপনার সব এস এম এস এর অনলাইন ফ্রী ব্যাক অ্যাপ রাখতে পারবেন, যেখানে যে কোন মোবাইল কোম্পানির মাধ্যমে ব্যাক আপ রাখতে আপনার মাসে ২০-৩০ টাকা গচ্চা দিতে হয়।
*festival sms: এই অপশনে আপনি পাবেন birthday, anniverssary, mother’s day, father’s day প্রভৃতি উপলক্ষে বিভিন্ন এস এম এস।
এছাড়াও আরো রয়েছে sms search, Msg advance search, set contact as favourite/private, password protection  সহ এমনও আরো অনেক সুবিধা।
একটা কথা বলে রাখি। আপনি ফ্রী তে অনলাইন রেজিষ্ট্রেশন করে এর সমস্ত সুবিধাদি উপভোগ করতে পারেন। শুধু আপনার মেইল আইডি আর যে কোন পাসওয়ার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করে নিন ।
ও হ্যা, এটি ক্র্যাক এবং ফুল ভার্সন। তবুও কি ফাইল খুজলে ১২৩৪৫ দিয়ে রেজিষ্টার করে নিন।
তো এখনই ১.৩৭ মেগাবাইটের এই ফাইলটি ডাউনলোড ও মোবাইলে ইন্সটল করে নিন। ডাউনলোড লিঙ্ক http://www.mediafire.com/?in7gv92e3b226kf
সিম্বিয়ান এইচ ডি গেইম ও আরো কিছু এক্সক্লুসিভ অ্যাপ্লিকেশন নিয়ে টিউন করার ইচ্ছা আছে। আপনাদের সহযোগিতা কামনা করছি।
সবাই ভালো থাকবেন। ভালো লাগলে জানাতে ভুলবেন না। যতটুকু পারি সহজ করে লিখার চেষ্টা করেছি তবুও কিছু না বুঝলে জানাবেন। সাধ্যমত সাহায্য করার চেষ্টা করবো। ধন্যবাদ।
আমার পূর্বের দুটি টিউন দেখতে পারেনঃ
১। মোবাইল এর উচ্চারনসহ ইলাষ্ট্রেটর ইংরেজী ডিকশনারী For s60 v3 & v5
২। শেয়ার বাজারের আপডেট দেখুন যখন তখন (ছোট্ট কিন্তু খুবই কাজের একটি জাভা সফটওয়্যার)

এয়ারটেল থেকে আনলিমিটেড ফ্রী SMS পাঠান + এফএনএফ অ্যাড ও ডিলিট করুন একদম ফ্রী !!!!!!!!!!!!

ঈদ আসছে । ঈদে এসএমএস পাঠানোর হিড়িক পড়ে যায় । আমরা যারা স্টুডেন্ট যারা কোন ইনকাম করি না,  টাকা খরচ করে এসএমএস পাঠাতে যাদের কষ্ট হয় এই টিউনটি তাদের জন্য ।
এটা একটি ওয়েব সার্ভিস , আপনি মোবাইল ব্যবহার না করেই শুধুমাত্র নেট থেকে এসএমএস করতে পারবেন যত খুশি । :lol:
এর জন্য আপনার একটি এয়ারটেল সিম থাকতে হবে ।
প্রথমে নিচের লিঙ্ক এ ক্লিক করুন
http://myaccount.bd.airtel.com/portal/page?_pageid=93,378188&_dad=portal&_schema=PORTAL
একটি পেজ আসবে যার ডানে মাঝের দিকে লগিন বক্স পাবেন ।
নিচের ছবিটি লক্ষ করুন ।
login page
আপনার যদি এয়ারটেল (পূর্বের ওয়ারিদ) এর ওয়েব এ রেজিস্টার করা থাকে তাহলে আপনার মোবাইল নং ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন ,
না থাকলে ক্রিয়েট প্রোফাইল এর ডানে click here এ ক্লিক করে আপনার প্রোফাইল ক্রিয়েট করে নিন ।
  • click here এ ক্লিক করলে যে পেজ আসবে সেখানে আপনার এয়ারটেল নং বসিয়ে submit এ ক্লিক করুন  (আপনার দেয়া মোবাইল নং এ একটা একটিভেশন কোড আসবে )।
  • নতুন যে পেজ আসবে সেখানে একটিভেশন কোড ও পাসওয়ার্ড বসিয়ে submit এ ক্লিক করুন ।
ব্যাস আপনার প্রোফাইল তৈরি শেষ ।
এরপর আপনার মোবাইল নং ও পাসওয়ার্ড বসিয়ে লগিন করুন ।
নতুন পেজ এ কিছু অপশন পাবেন । নিচের ছবিটি দেখুন ।

এরপর নিচের মত একটা পেজ পাবেন । নং অনুসারে কাজ করুন ।

সেন্ড বাটন চাপার পর নিচে একটি কনফার্মেশন চেকবক্স পাবেন ।
চেক করে continue  চাপুন ।

ব্যাস এসএমএস চলে যাবে। Message Sent লেখা আসবে ।
আপনি এভাবে যত খুশি এসএমএস পাঠাতে পারবেন যে কোন এয়ারটেল নং এ ।
তো শুরু করে দিন মেসেজিং ।
এবার এফএনএফ চেঞ্জ করার পালা ।
এসএমএস পাঠানোর সময় খেয়াল করলে দেখতে পাবেন বাম পাশে কিছু অপশন আছে । তার মধ্যে থেকে Friends and Family অপশন এ ক্লিক করুন।
নিচের মত পেজ আসবে ।

এফএনএফ ডিলিট করতে বক্স এ ক্লিক করুন এবং কনফার্ম করুন ।
আর অ্যাড করতে অ্যাড বাটন চাপুন ।
এছাড়া আপনি এয়ারটেল এর যে কোন সার্ভিস অ্যাক্টিভ/ডিঅ্যাক্টিভ করতে পারবেন ।
সবচেয়ে মজার ব্যাপার হল আপনি আপনার এসএমএস ও কল এর লগ দেখতে পারবেন এমনকি আপনার Recharge History ও দেখতে পারবেন !!!!!!!
কেমন লাগল জানাবেন ।

KM Player দিয়ে সহজেই ভিডিও/অডিও ফাইল কাটুন

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা প্রায় সবাই KM প্লেয়ারের সাথে পরিচিত। এটি অধিকাংশ অডিও ও ভিডিও ফাইল চালাতে পারে । এই তথ্য আমাদের সবার জানা ।
কিন্তু KM প্লেয়ার দিয়ে ভিডিও ও অডিও ফাইল স্প্লিটও করা যায় , এমনকি ভিডিও ফাইল থেকে অডিও আলাদা করা যায় ।
এই কাজের জন্য আমরা অনেকেই থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক কিভাবে KM প্লেয়ার দিয়ে স্প্লিট করবেন আপনার পছন্দের গান/ফাইল ।
আলোচনার সুবিধার জন্য প্রথমে ভিডিও ফাইল পরে অডিও ফাইল এবং শেষে ভিডিও থেকে অডিও স্প্লিট করা দেখান হবে ।
প্রথমে আপনার পিসির KM প্লেয়ার এ আপনার পছন্দের ভিডিও গানটি চালু করুন ।
first
এরপর Alt + C চাপুন ।
নিচের মত দেখাবে।
এরপর ভিডিওর যেখান থেকে কাটতে চান সেই জায়গায় আসলে স্টার্ট (start) এ ক্লিক করুন ।
ব্যাস রেকর্ডিং শুরু হয়ে গেল ।

এখন আপনি যে পর্যন্ত ভিডিও কাটতে চান সেই পজিশন এ গেলে স্টপ (stop) এ ক্লিক করুন ।

এরপর আবার আগের মতই স্টার্ট (start) বাটন ও ক্লোজ (Close) বাটন দেখতে পাবেন । ক্লোজ বাটন এ ক্লিক করুন ।

আপনার কাজ প্রায় শেষ।
এতক্ষন ধরে তো কাটাকাটি করলেন কিন্তু যার জন্য এত কষ্ট করলেন সেই ফাইলটি কেও তো খুজে বের করতে হবে ।
কোন চিন্তা না করে ঢুকে যান ডকুমেন্টস ফোল্ডার এ । ডকুমেন্টস ফোল্ডার এ গেলে The KM Player নামে একটা ফোল্ডার পাবেন যার মধ্যে Capture নামে একটা ফোল্ডার আছে । Capture ফোল্ডার এ ঢুকে আপনি আপনার কাঙ্ক্ষিত স্প্লিট করা (কেটে নেয়া অংশ) ভিডিওটি  পাবেন ।

এবার দেখা যাক অডিও ফাইল কিভাবে কেটে নেয়া যায় ।
তো যে অডিও ফাইল/গান থেকে কিছু অংশ কেটে নিতে চান সেটি KM Player এ প্লে করুন ।
Alt + A চাপুন ।
নিচের মত দেখবেন ।

তারপর আগেরমত কাঙ্ক্ষিত পজিশন এ স্টার্ট (Start) চাপুন আর শেষ হলে স্টপ (Stop) চাপুন ।

কেটে নেয়া অংশ (ফাইল) পাবেন আগের মতই ডকুমেন্টস ফোল্ডার এর Capture  এর মধ্যে ।
আশা করি এইপর্যন্ত বুঝলে এবার আপনিও ভিডিও থেকে অডিও কেটে নিতে পারবেন । কি পারবেন না ???
আর না পারলেও সমস্যা নেই বলে দিচ্ছি কি করতে হবে ।
প্রথমে ভিডিওটি KM Player এ ওপেন করুন ।
Alt + A চাপুন কাঙ্ক্ষিত পজিশন এ স্টার্ট (Start) চাপুন শেষ হলে স্টপ (Stop) চাপুন ।
আর অডিও ফাইলটি আগের মত ডকুমেন্টস ফোল্ডারেই পাবেন ।


তো শুরু করে দিন কাটাকাটি (সাবধান যেন রক্ত না বের হয় !!! :P :P )