জনপ্রিয় পোস্টসমূহ

রবিবার, ১৬ অক্টোবর, ২০১১

Qubee নাকি Banglalion? ব্যবহারকারীর অভিজ্ঞতা থেকে

আমার এক বন্ধু Wimax কানেকশন নেয়ার ব্যপারে প্রশ্ন করে বলেছিল যে, কোনটি নিলে ভাল হবে, Qubee নাকি Banglalion? আমি তাকে সহায়তা করার জন্য আমার নিজের ও আশেপাশের ব্যবহারকারীদের অভিজ্ঞতা এবং এই দুটি Winmax কোম্পানির বর্তমান প্যাকেজ বিশ্লেষণ করে যা পেলাম, আমি তা আমার বন্ধুকে জানালাম। পরে ভেবে দেখলাম এটি টেক টিউন এর টিউনারদের সাথে শেয়ার করি। আর তাই এই টিউন টি করলাম। আমি যা জেনেছি তা হচ্ছে-
কাস্টমার কেয়ার, নেটওয়ার্ক কভারেজ, প্যাকেজের মূল্য ইত্যাদি বেশীরভাগ ক্ষেত্রেই Qubee এবং Banglalion একই মুদ্রার এপিঠ ওপিঠ (তবে যারা Unlimited প্যাকেজ ব্যবহার করেন তারা Qubee কেই বেশি প্রাধান্য দিলেন) এ বিষয়ের ওপর দুটি লিঙ্ক দিলাম লিঙ্ক১লিঙ্ক ২, পড়ে দেখতে পারেন। যাহোক, পার্থক্য যা পেলাম তা হল, আপনি যখন প্রথম Modem কিনবেন, সে সময়ের মূল্যের ক্ষেত্রে (USB Modem এর জন্য প্রযোজ্য)। আমি আপনাদের সুবিধার জন্য এর একটি বিবরণ দিলাম।
Qubee Prepaid: Modem এর মূল্য ২০০০ টাকা, সাথে ৭০০ টাকার প্রিপেড কার্ড ফ্রি, যা দিয়ে আপনি 4GB পর্যন্ত Data Use limit পাবেন। এদের ১০০, ৪০০ এবং ৭০০ টাকার প্রিপেড কার্ড রয়েছে। আরেকটি বিষয় দেখতে পেলাম তা হচ্ছে, আপনি যদি স্পিড কম বা বেশি করেন তাহলে Use Limit কম বেশি হয়। যেমন আপনি যদি ৪০০ টাকার কার্ড কেনেন এক্ষেত্রে 1mbps এ 1GB, 512kbps এ 1.5GB  এবং 256kbps 2GB পাবেন, এ হিসাবে ৭০০ টাকার কার্ডে আপনি 4GB পর্যন্ত পেতে পারেন।
Banglalion Prepaid: Modem এর মূল্য ১৫০০ টাকা, সাথে কোন কিছু ফ্রি নেই। এদের ৩০০ ও ৬০০ টাকার প্রিপেড কার্ড রয়েছে। স্পিড 1mbps ও 512 kbps, কিন্তু যে স্পিড ই আপনি ব্যবহার করেন না কেন ৩০০ তাকায় 1GB ও ৬০০ টাকায় 2.5GB পাবেন। এদের একটি সমস্যা হচ্ছে, যখনই আপনি নতুন কার্ড রিচার্জ করবেন সাথে সাথেই এরা আপনার Use Limit থেকে ১০০ মেগাবাইট কেটে নেবে। অর্থাৎ আপনি যদি 1GB কার্ড রিচার্জ করেন আপনি পাবেন ৯০০ মেগাবাইট।
Qubee Postpaid: Modem এর মূল্য ১৫০০ টাকা, প্রথম মাসে আপনি যে প্যাকেজ ই ব্যবহার করেন না কেন আপনি তাতে ১০০০ টাকা ছাড় পাবেন।  অর্থাৎ Modem এর মূল্য দাঁড়াচ্ছে ৫০০ টাকা। এদের আরেকটি ছোট প্যাকেজ আছে 256kbps 3GB, প্রথম মাস ফ্রি সহ Modem এর মূল্য ১০০০ টাকা। অর্থাৎ Modem এর মূল্য দাঁড়াচ্ছে ১০০০-৬৩২(১ম মাসের বিল) = ৩৬৮টাকা।
Banglalion Postpaid: Modem এর মূল্য 1000 টাকা, সাথে কোন কিছু ফ্রি নেই। অর্থাৎ আপনি যে প্যাকেজ নিতে চান তার মুল্য এর সাথে যোগ করতে হবে। এদের সর্বনিম্ন প্যাকেজ এর মূল্য ৭৫০ টাকা।
আশাকরি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। আমার দেয়া তথ্যে কোন ভুল থাকলে মন্তব্যের মাধ্যমে জানানোর অনুরোধ রইল।
বিঃ দ্রঃ Winmax কোম্পানিগুলো যে কোন সময় তাদের প্যাকেজ ও Modem এর মূল্য পরিবর্তন করতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন