জনপ্রিয় পোস্টসমূহ

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১১

শেয়ার ব্যবসা করতে চান-নাকি করছেন,তাহলে সহজ একটি কাজ করুন।

  • কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ট হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।
  • শেয়ার ব্যবসা সম্পর্কে সবাই জানি।আজ আপনাদের আরো সহজ নিয়মে ফরম অনলাইনে পূরন করা একটি ওয়েব সাইট ঠিকানা দিলাম।যদি শেয়ার ব্যবসা করে থাকেন তাহলে বিও একাউন্ট এর একসাথে অনেক ফরম অনলাইনে পূরন করুন।
  • উদাহরন;একাধিক আইপিও এবং বিও হিসাব থাকলে কাজটা আরো কঠিন ।কারন,শেয়ার এর জন্য আবেদন আইপিও ফরম প্রিন্ট করে হাতে পূরন করতে হয়। যদি আপনি এক ক্লিকে পছন্দের সব কোম্পানীর আইপিও এবং ইচ্ছামত বিও পূরন করতে পারেন( বিডি আইপিও সাইট)এ,তাহলে নিজেই ভাবুন??।এখানে ক্লিক (বিডি আইপিও) করে রেজিষ্ট্রেশন করতে হবে।এবার লগিন করুন, তারপর ডানদিকে প্যানেল থেকে create BO account এ ক্লিক করে বিও একাউন্টে সব তথ্য দিন। আইপিও ফরম পূরন করতে যা লাগে  সে সব তথ্য লাগবে। ফরম পূরন শেষে create বাটনে ক্লিক করুন। ইচ্ছা করলে আরো  বিও একাউন্ট করতে পারেন। যদি ফরম এডিট করতে  হয় BO account list এ ক্লিক করলে হবে।
  •  আইপিও ফরম পূরন করার জন্য ডানের প্যানেল থেকে বাংলাদেশী -1-Generate general form প্রবাসী বাংলাদেশী হলে2- generate NRB form এ ক্লিক করতে হবে।
  •  বর্তমানে  চলতি সব কোম্পানীর নাম এবং  নিচে  সব বিওর তালিকা দেখতে পাবেন এই সাইটিতে। যে কোম্পানির আইপিও পূরন করতে চান সেগুলো মার্ক করে বিও একাউন্টগুলো সিলেক্ট করে generate form বাটনে ক্লিক করতে হবে। আইপিও ফরম পূরন হয়ে যাওয়ার পর  PDF ফরম্যাট এ ডাউনলোড হবে।যদি আপনি চেক জমা দিতে চান তাহল ad check details এ ক্লিক করে তথ্য দিতে পারেন ।

শেয়ার ব্যবসা করতে হলে-

যে কোন লাভের টাকা দিয়ে করা ভালো ও ১ লক্ষ টাকা নিয়ে নামা উচিত।আর সে টাকাই ইনবেস্ট করবেন যা কিনা আপনের ১বছর এর সময়ের মধ্যে টাকা কোন কাজে ব্যবহার না করতে হয়।আর বেশি টাকানিয়ে নামার ইচ্ছা থাকলে নিচের ধাপ টা দেখুন।

৩ কেটাগরি বিনিয়োগ হয়  শেয়ার ব্যবসায়:

  • ১-ধীর্ঘমেয়াদি - ১২ থেকে ২৪ মাস মেয়াদি বিনিয়োগ। লস হবার কোন চান্সই নাই।এগুলোর দাম খুব ধির গতিতে উঠা নামা করে  ও লাভ সুনিশ্চিত ।ব্যাংক শেয়ার এই কেটাগরিতে পরে।
  • ২-মধ্যমেয়াদি - ৬ থেকে ১২ মাস মেয়াদি বিনিয়োগ। লস হবার চান্স অত্যন্ত কম বলাই চলে।এগুলোর দাম উঠা নামার গতি বাজারের গতির সমান্তরাল মানে বাজারের সাথেই উঠা নামা করে।মাঝারি মানের লাভ দেয়। ধির্ঘ ও মধ্যমেয়াদি বিনিয়োগের জন্য উপযুক্ত। যেমন- এসিআই, একমি...।
  • ৩-সল্পমেয়াদি - ২ সপ্তাহ থেকে ৩ মাস মেয়াদি বিনিয়োগ। লাভ-লস হবার চান্স ৫০-৫০ হবে। এই সপ্তাহে দাম বাড়ে ও আগামী সপ্তাহে মাটিতে হুজুগে পাবলিকের শেয়ার আর কি > লাভ নয় লস যেটাই হবে ব্যপক আকারে হবে। ষেমন - Z কেটাগরির শেয়ার।
*আর ভালো ভাবে ব্যবসায় নামতে হলে নিয়মিত ভালো বোখারহাউজ এর সাথে যোগাযোগ করুন ও বোখারহাউজ এর কম্পিউটারে ডাটাএন্ট্রি যে করে তার সাথে ভালো সম্পর্ক রাখুন।তাহলে এখন আর একাধিক ফরম হাতে পূরন এর জামেলা ছাড়াই সফল ব্যবসায়ীর খাতায় নাম লিখে দেশের সেবায় নিয়জিত থাকুন।
আপনাদের সুবিধার্থে বিভক্ত করেছি.
যাদের প্রয়োজন তারা ডাউনলোড করতে পারেন।
এই প্রত্যাশা রেখে
আল্লাহ হাফেজ”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন