জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ১৭ অক্টোবর, ২০১১

আপনার কম্পিউটারের Serials এবং লাইসেন্স কি খুঁজুন সহজ উপায়ে

আপনারা যদি আমার মত বই পড়তে ভালবাসেন, তাহলে Facebook এ এই page টিতে যোগ দিতে পারেন । এতে পাবেন বাংলা ই-বুক ডাউনলোড ।
ফ্রি ডাউনলোড করুন বাংলা ই-বুক এবং আরও অনেক কিছু
আমাদের কম্পিউটার প্রায় সময়ই নতুন করে SETUP দিতে হয় অথবা আপনি যদি একটি নতুন কম্পিউটার কিনেন তাহলে আপনার কম্পিউটার এর বিদ্যমান সফটওয়্যার গুলোর Serials এবং লাইসেন্স কি গুলো খুজে পেতে নানা রকম জক্কি ঝামেলা পোহাতে হয় । আর এই ঝামেলা থেকে মুক্তি পেতে LicenseCrawer এই সফটওয়্যারটি ।
LicenseCrawer এর কাজ হল উইন্ডোজ কম্পিউটারে সব গুরুত্বপূর্ণ সিরিয়াল নম্বর গুলোর তালিকা তৈরি করা ।

LicenseCrawer > Download Here
LicenseCrawler একটি ৭২ কেবির ফাইল । ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি unzip করুন ।
LicenseCrawler.exe ফাইল অ্যাপ্লিকেশন চালানোর জন্য Double-click করুন । কন্ট্রোল উইন্ডো খুবই সরল এবং সহজ বোধগম্য. LicenseCrawler আপনার কম্পিউটার এর রেজিস্ট্রি স্ক্যান এবং সিরিয়াল নাম্বার গুলোর তথ্য সংগ্রহ করে । সবচেয়ে সুস্পষ্ট এই তথ্য রেজিস্ট্রি অবস্থান হল HKEY_LOCAL_MACHINE. আপনি যদি সম্পূর্ণ রেজিস্ট্রি স্ক্যান করতে চান, ড্রপ ডাউন বক্সে HKEY_ALL_MACHINE নির্বাচন করুন ।

যদি আপনি উইন্ডোজ 64 বিট সংস্করণ ব্যাবহার করেন, তাহলে বক্স থেকে 64 Bit Scan অবশ্যই সিলেক্ট করুন ।

অধিকাংশ ক্ষেত্রে High Speed Scan অপশনটি কোন সমস্যা করে না । তবে আপনার কোন সমস্যা হয়ে থাকলে এটি Uncheck করে, আবার সার্চ করুন ।

অনুসন্ধান চালানোর জন্য Search ক্লিক করুন ।

আপনার সিরিয়াল নম্বর অনুসন্ধান নিচের বক্সে প্রদর্শিত হবে ।তাদের সংরক্ষণ করতে File ক্লিক করুন তারপর Save নির্বাচন করুন. একটি নাম দিয়ে আপনার ফাইল সেভ করুন ।

এটি একটি Text ফাইল আকারে সংরক্ষিত হবে । আপনি চাইলে এটি প্রিন্ট করে রাখতে পারেন, অথবা নিজেকে নিজে ইমেইল করুন অথবা পেন ড্রাইভে সংরক্ষণ করতে পারেন । LicenseCrawler আপনার সফটওয়্যার গুলোর সিরিয়ালের একটি তালিকা তৈরি করার গ্রেট টুল । এটি আপনার কাজকে আরও সহজ করে তুলবে বলে আশা করি । সবাই ভাল থাকবেন । ধন্যবাদ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন