আমি আজ আপনাদের সামনে উপস্থাপন করবো কিভাবে পেন ড্রাইভ এর ভাইরাস হতে মুক্তি পাওয়া যায়। এই সমন্ধে অবশ্য আগেই একটা টিউন করা হয়েছে, কিন্ত সেটা আমার কাছে অনেক জটিল মনে হয়েছে। আর তাই আমি যেভাবে পেন ড্রাইভ এর ভাইরাস হতে দুরে থাকি, সেই পদ্ধতিটা এখানে লিখলাম। আমরা যখন আমাদের পেন ড্রাইভটি বাইরে কোথাও অন্য পিসিতে লাগাই এবং তা থেকে যদি ঐ পিসিতে ভাইরাস প্রবেশ করে তবে লজ্জার আর সীমা থাকে না। এমন ধরনের বিব্রতকর অবস্থায় আমরা কম বেশি সবাই পরেছি। তবে একটু সচেতন হলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যাক এত কথা না বলে আসল কথা শুরু করি।যাদের পেন ড্রাইভ এ ভাইরাস আছে তারা পেন ড্রাইভটি যখন পিসির ইউএসবি পোর্ট এ লাগাবেন তখন অনেক সময় অটোরান উইজার্ড নামের একটা উইজার্ড উইন্ডো আসে। আপনি এই উইজার্ড উইন্ডো হতে পেন ড্রাইভ ওপেন করলে অথবা মাই কম্পিউটার থেকে ওপেন করলে ভাইরাস এর autorun.inf ফাইলটি সয়ংক্রিয়ভাবে ওপেন হয়ে যাবে। তাই উপরুক্ত পদ্ধতিতে পেন ড্রাইভ ওপেন করা উচিত নয়। তবে কি ভাবে ওপেন করবেন? উত্তর হল:১. পেন ড্রাইভটি ইউএসবি পোর্ট এ লাগানোর পর ওপেন উইজার্ড আসলে তা cancel করুন।২. এবার মাই কম্পিউটার ওপেন করে উইন্ডোর উপরে আইকন টুলবার হতে Folders বাটনটি ক্লিক করুন। উইন্ডোর বাম পাশে ফোল্ডারগুলো দেখাবে।৩. এবার বাম পশের ফোল্ডার বক্স থেকে আপনার পেন ড্রাইভের ড্রাইভ লেটারটি খুজে বের করে একবার ক্লিক করুন। ডান পাশে আপনার পেন ড্রাইভ এর কন্টেন্টসগুলো দেখা যাবে।ব্যাস, এবার যত ইচ্ছা ফাইল কপি-পেস্ট করুন। ভাইরাস আপনার পিসিতে ছড়াবে না। এভাবে আপনি যখনই যে কোন পিসিতে পেন ড্রাইভ ওপেন করেননা কেন ভাইরাস কোন ক্ষতি করবে না। অবশ্য যাদের পিসিতে আগেই পেন ড্রাইভ ভাইরাস ঢুকে গেছে তাদেরকে অবশ্যই আগে পিসি থেকে ভাইরাস সরাতে হবে। এর পর এই পদ্ধতি অনুসরন করলে আর ভাইরাস পেন ড্রাইভ থেকে ঢুকবে না। পেন ড্রাইভ ভাইরাস পিসি থেকে কিভাবে দুর করতে হবে, তা অন্য একটা টিউনএ লিখবো।আরেকটা কথা, আপনার পেনড্রাইভ এ তো ভাইরাস রয়েই গেলো! সেটা কিভাবে পরিস্কার করবেন? পেন ড্রাইভটি লাগিয়ে ফোল্ডার অপশন থেকে Show Hidden Files এনাবল করুন এবং Hide protected operating system files (Recomended) আনচেক করুন। এবার উপরের পদ্ধতি অনুসরন করে পেন ড্রাইভ এ প্রবেশ করে, প্রথমেই autorun.inf ফাইলটি মুছে ফেলুন। এবার দেখুন আরও কিছু হিডেন .exe, .com, .bat ফাইল আছে। ওগুলোকেও মুছে ফেলুন। এবার পেন ড্রাইভটি খুলে আবার লাগান এবং দেখুন কোন ভাইরাস নেই। তবে অবশ্যই পেন ড্রাইভ সবসময় উপরের পদ্ধতি অনুযায়ী ওপেন করবেন।কি? পদ্ধতিটা সহজ না? আমি সবসময় এইভাবেই যে কোন পিসিতে পেন ড্রাইভ ওপেন করি
ধন্যবাদ।
ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন