জনপ্রিয় পোস্টসমূহ

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১১

মোবাইল কিংবা ওয়েব ক্যামেরা দিয়ে ভিডিও চ্যাট করতে চান ?? সহজ করে লিখলাম চেস্টা করতে পারেন ।

মোবাইল কিংবা ওয়েব ক্যামেরা দিয়ে ভিডিও চ্যাট করতে চান ??
তাহলে লেখাটা পড়ে দেখতে পারেন ।
ওয়েব ক্যামেরা থাকলে তো কথাই নাই ।
কিন্তু সমস্যা হল মোবাইল নিয়ে ।
যেসব মোবাইল মডেম হিসাবে ব্যাবহার করেন ঐসব মোবাইলের অনেকগুলাই ওয়েব ক্যাম আছে ।
যেমন আমার আছে SYMPHONY X100 ।
এটা খুব নিম্নমানের সেট কিন্তু ডাটাকেবল ঢোকালে ৪ টা অপসন আসে ।
যেমন storage ( আপনার মেমরি কার্ড সো করবে)
comport ( মডেম হিসাবে ব্যাবহার করার জন্য)
web cam ( ওয়েব ক্যামেরা হিসাবে ব্যবহার করার জন্য )
আমি web cam সিলেক্ট করলে web cam হিসাবে কাজ করবে ।
তখন অবশ্য মডেম হিসাবে ঐ সেট কাজ করে না । আমার জুম আলট্রা আছে তাই ওটাই তখন মডেম হিসাবে কাজ করাতে হবে । মোট কথা সেট web cam হিসাবে ব্যবহার করলে মডেম হিসাবে ব্যবহার করতে হবে অন্য কোন সেট কিংবা মডেম ।
এসব তো গেল বেসিক কথা আসল কথায় আসি এখন ।
আপনাকে যা যা করতে হবে ।
প্রথমে ওয়েব ক্যাম সিলেক্ট মোবাইলের ক্ষেত্রে আর পিসিতে ওয়েব ক্যামেরা থাকলে তা ওন করতে হবে ।
ফেসবুকে ঢুকে নিচের লিংকে ক্লিক দেন । ব্রাউজার মজিলার একেবারে লেটেস্ট ভার্সন না হলে ঝামেলা করবে না । কিন্তু অন্যান্য ব্রাউজার খুব লেটেস্ট ছাড়া ঝামেলা হতে পারে ।

লিংকে ঢুকে
GET STARTED এ ক্লিক করেন ।
facebookvideocallsetup.exe download করতে বলবে ।
৪৬৪ কিলোবাইটের মত ।
ডাউনলোড হলে যে জায়গায় ডাউনলোড করছেন ঐখানে যান । ডবল ক্লিক করেন ।
instaling হবে এবং তা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করেন ।
শেষ হলে আপনার কাজ শেষ ।
কোন ফেসবুক বন্ধুকে এখন প্রাইভেট চ্যাট করলেই ভিডিও চ্যাট অপসন দেখাবে ।
তবে মনে রাখবেন যার সাথে ভিডিও চ্যাট করবেন তাকেও একইভাবে plug-in ইন্সল্টল করতে হবে ।
এবার করুন ভিডিও চ্যাট আপনাকে আর ঠেকাই কে ???

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন