জনপ্রিয় পোস্টসমূহ

বুধবার, ১৯ অক্টোবর, ২০১১

Google Translate এর ব্যাবহার।

সাধারণত আমরা সবাই Google translate ব্যাবহার করি কোন শব্দ বা লাইন এর বাংলা জানতে।
কিন্তু আমি যদি বলি আপনি কোন web site সম্পূনটাই বাংলা করতে পারবেন, এবং আপনার Computer এর file ও বাংলা করতে পারবেন Google translate দিয়ে।
আসুন দেখি কি ভাবে কোন Google translate দিয়ে কি ভাবে কোন web site বাংলা করা যায়.........
প্রথমে যে page টি translate করতে চান তা open করুন।
এবার Google translate এ যান।
যে page টি translate করতে চাছেন তার link box এ paste করুন এবং Translate এ click করুন। তা হলে আপনার কাংখিত page টি বাংলাতে translate হয়ে যাবে।
[আমি Steve Jobs এর page টা বাংলায় translate করেছি। এটা ভিন্ন বিষয় যে Google translate বাংলা perfect translate করতে পারে না।]
এবার আসুন দেখি কি ভাবে আপনি আপনার computer এর কোন file বাংলায় translate করতে পারবেন.........
প্রথমে Google translate এ যান।
এবার নিচের ছবির মত translate a document এ click করুন।
sazalclick translate a document
এবার আপনি যে file টি translate করতে চান তা Browse... করে দেখিয়ে দিন।
এবার Translate এ click করুন।
File টি upload হতে একটু সময় দিন।
upload হয়ে গেলে আপনি যা চাছিলেন তা পেয়ে যাবেন।
বিঃদ্রঃ Google translate বাংলা perfect translate করতে পারে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন