আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা প্রায় সবাই KM প্লেয়ারের সাথে পরিচিত। এটি অধিকাংশ অডিও ও ভিডিও ফাইল চালাতে পারে । এই তথ্য আমাদের সবার জানা ।
কিন্তু KM প্লেয়ার দিয়ে ভিডিও ও অডিও ফাইল স্প্লিটও করা যায় , এমনকি ভিডিও ফাইল থেকে অডিও আলাদা করা যায় ।
এই কাজের জন্য আমরা অনেকেই থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক কিভাবে KM প্লেয়ার দিয়ে স্প্লিট করবেন আপনার পছন্দের গান/ফাইল ।
আলোচনার সুবিধার জন্য প্রথমে ভিডিও ফাইল পরে অডিও ফাইল এবং শেষে ভিডিও থেকে অডিও স্প্লিট করা দেখান হবে ।
প্রথমে আপনার পিসির KM প্লেয়ার এ আপনার পছন্দের ভিডিও গানটি চালু করুন ।
এরপর Alt + C চাপুন ।
নিচের মত দেখাবে।
এরপর ভিডিওর যেখান থেকে কাটতে চান সেই জায়গায় আসলে স্টার্ট (start) এ ক্লিক করুন ।
ব্যাস রেকর্ডিং শুরু হয়ে গেল ।
এখন আপনি যে পর্যন্ত ভিডিও কাটতে চান সেই পজিশন এ গেলে স্টপ (stop) এ ক্লিক করুন ।
এরপর আবার আগের মতই স্টার্ট (start) বাটন ও ক্লোজ (Close) বাটন দেখতে পাবেন । ক্লোজ বাটন এ ক্লিক করুন ।
আপনার কাজ প্রায় শেষ।
এতক্ষন ধরে তো কাটাকাটি করলেন কিন্তু যার জন্য এত কষ্ট করলেন সেই ফাইলটি কেও তো খুজে বের করতে হবে ।
কোন চিন্তা না করে ঢুকে যান ডকুমেন্টস ফোল্ডার এ । ডকুমেন্টস ফোল্ডার এ গেলে The KM Player নামে একটা ফোল্ডার পাবেন যার মধ্যে Capture নামে একটা ফোল্ডার আছে । Capture ফোল্ডার এ ঢুকে আপনি আপনার কাঙ্ক্ষিত স্প্লিট করা (কেটে নেয়া অংশ) ভিডিওটি পাবেন ।
এবার দেখা যাক অডিও ফাইল কিভাবে কেটে নেয়া যায় ।
তো যে অডিও ফাইল/গান থেকে কিছু অংশ কেটে নিতে চান সেটি KM Player এ প্লে করুন ।
Alt + A চাপুন ।
নিচের মত দেখবেন ।
তারপর আগেরমত কাঙ্ক্ষিত পজিশন এ স্টার্ট (Start) চাপুন আর শেষ হলে স্টপ (Stop) চাপুন ।
কেটে নেয়া অংশ (ফাইল) পাবেন আগের মতই ডকুমেন্টস ফোল্ডার এর Capture এর মধ্যে ।
আশা করি এইপর্যন্ত বুঝলে এবার আপনিও ভিডিও থেকে অডিও কেটে নিতে পারবেন । কি পারবেন না ???
আর না পারলেও সমস্যা নেই বলে দিচ্ছি কি করতে হবে ।
প্রথমে ভিডিওটি KM Player এ ওপেন করুন ।
Alt + A চাপুন কাঙ্ক্ষিত পজিশন এ স্টার্ট (Start) চাপুন শেষ হলে স্টপ (Stop) চাপুন ।
আর অডিও ফাইলটি আগের মত ডকুমেন্টস ফোল্ডারেই পাবেন ।
তো শুরু করে দিন কাটাকাটি (সাবধান যেন রক্ত না বের হয় !!! )
কিন্তু KM প্লেয়ার দিয়ে ভিডিও ও অডিও ফাইল স্প্লিটও করা যায় , এমনকি ভিডিও ফাইল থেকে অডিও আলাদা করা যায় ।
এই কাজের জন্য আমরা অনেকেই থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক কিভাবে KM প্লেয়ার দিয়ে স্প্লিট করবেন আপনার পছন্দের গান/ফাইল ।
আলোচনার সুবিধার জন্য প্রথমে ভিডিও ফাইল পরে অডিও ফাইল এবং শেষে ভিডিও থেকে অডিও স্প্লিট করা দেখান হবে ।
প্রথমে আপনার পিসির KM প্লেয়ার এ আপনার পছন্দের ভিডিও গানটি চালু করুন ।
এরপর Alt + C চাপুন ।
নিচের মত দেখাবে।
এরপর ভিডিওর যেখান থেকে কাটতে চান সেই জায়গায় আসলে স্টার্ট (start) এ ক্লিক করুন ।
ব্যাস রেকর্ডিং শুরু হয়ে গেল ।
এখন আপনি যে পর্যন্ত ভিডিও কাটতে চান সেই পজিশন এ গেলে স্টপ (stop) এ ক্লিক করুন ।
এরপর আবার আগের মতই স্টার্ট (start) বাটন ও ক্লোজ (Close) বাটন দেখতে পাবেন । ক্লোজ বাটন এ ক্লিক করুন ।
আপনার কাজ প্রায় শেষ।
এতক্ষন ধরে তো কাটাকাটি করলেন কিন্তু যার জন্য এত কষ্ট করলেন সেই ফাইলটি কেও তো খুজে বের করতে হবে ।
কোন চিন্তা না করে ঢুকে যান ডকুমেন্টস ফোল্ডার এ । ডকুমেন্টস ফোল্ডার এ গেলে The KM Player নামে একটা ফোল্ডার পাবেন যার মধ্যে Capture নামে একটা ফোল্ডার আছে । Capture ফোল্ডার এ ঢুকে আপনি আপনার কাঙ্ক্ষিত স্প্লিট করা (কেটে নেয়া অংশ) ভিডিওটি পাবেন ।
এবার দেখা যাক অডিও ফাইল কিভাবে কেটে নেয়া যায় ।
তো যে অডিও ফাইল/গান থেকে কিছু অংশ কেটে নিতে চান সেটি KM Player এ প্লে করুন ।
Alt + A চাপুন ।
নিচের মত দেখবেন ।
তারপর আগেরমত কাঙ্ক্ষিত পজিশন এ স্টার্ট (Start) চাপুন আর শেষ হলে স্টপ (Stop) চাপুন ।
কেটে নেয়া অংশ (ফাইল) পাবেন আগের মতই ডকুমেন্টস ফোল্ডার এর Capture এর মধ্যে ।
আশা করি এইপর্যন্ত বুঝলে এবার আপনিও ভিডিও থেকে অডিও কেটে নিতে পারবেন । কি পারবেন না ???
আর না পারলেও সমস্যা নেই বলে দিচ্ছি কি করতে হবে ।
প্রথমে ভিডিওটি KM Player এ ওপেন করুন ।
Alt + A চাপুন কাঙ্ক্ষিত পজিশন এ স্টার্ট (Start) চাপুন শেষ হলে স্টপ (Stop) চাপুন ।
আর অডিও ফাইলটি আগের মত ডকুমেন্টস ফোল্ডারেই পাবেন ।
তো শুরু করে দিন কাটাকাটি (সাবধান যেন রক্ত না বের হয় !!! )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন