জনপ্রিয় পোস্টসমূহ

বুধবার, ১৯ অক্টোবর, ২০১১

গ্রামীণফোন এর গ্রাহক কোটির কাছাকাছি।যদি ১কোটি গ্রাহক ২০ টা SMS এক দিনে(নিজের পিসি থেকে)পাঠায় তাহলে কত?”ফ্রী”

সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’
  • কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ট হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।
  • আপনাদের এখানে ৩ টি ওয়েব সাইট এর ঠিকানা দিলাম।১ম টা হল বাংলাদেশের আর বাকি ২ টা বাহিরের।আপনি সুবিধা মত আপনার কাজ টা সমাধান নিতে পারেন।
  • ১ সাইটা গ্রামীন ফোন এর সাথে রিলেটেড।আমি মনে করি, পিসি থেকে আপনি SMS পাঠানোর জন্য ১ম সাইটা ব্যবহার করেন।কোন লাইসেন লাগবেনা।অপেন করে কাজ শুরু করতে পারেন।

=1=

  • = গ্রামীনফোণ মোবাইল নম্বরে দিনে ২০টি ফ্রি এসএমএস পাঠানো যায়।ইমেইলে প্রাপ্ত এ্যাকটিভিশন লিংক এবং পাসওয়ার্ড আসবে। প্রাপ্ত এ্যাকটিভিশন লিংকে ক্লিক করে একাউন্ট সক্রিয় করতে হবে।  Edit Profile লিংকে ক্লিক করে Developer Test Phone লিংকে ক্লিক করুন। মোবাইল নম্বর  লিখে Save করুন,  মোবাইলে একটি একটিভিশন কোড আসবে। কোড এই লিংকে www.aloashbei.com.bd/testphone  লিখে Change Test Phone বাটনে ক্লিক করে রেজিষ্ট্রেশন সমাপ্ত করুন।সফটওয়্যারটি  মাইক্রোসফট ডটনেট ৩.৫ ইনস্টল থাকতে হবে। সফটওয়্যারটি উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমে চলবে।এসএমএস  না গেলে তা ম্যাসেজ বক্সে জানা যাবে।এখন নিজের পিসি থেকেএসএমএস পাঠান।

DOWNLOD=Portable version

=2=

  • রেজিষ্ট্রেশন করতে মোবাইলের প্রয়োজন হয় না,একাধিকবার রেজিষ্ট্রেশন করে এসএমএস করা যাবে। যে মোবাইলে এসএমএস করবেন সে মোবাইলে ওয়েবসাইটের নাম আসবে এবং এসএমএসের শেষে ইউজার নাম প্রদর্শিত হবে। শুধুমাত্র গ্রামীণফোনের গ্রাহকদের.

=3=

  •  রেজিষ্ট্রেশন করলে মোবাইলে পাসওয়ার্ড আসবে। সুবিধা হচ্ছে পিকচার মেসেস, রিংটোন, ওয়ালপেপার মোবাইলে পাঠানো যাবে।গ্রামীণফোনের গ্রাহকরা এখানে একবারের বেশী রেজিষ্ট্রেশন করা যাবে না।

www.cellebrum.com


আপনাদের সুবিধার্থে বিভক্ত করেছি.
যাদের প্রয়োজন তারা ডাউনলোড করতে পারেন।
এই প্রত্যাশা রেখে
আল্লাহ হাফেজ”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন