আস্সালামুআলাইকুম । আমি মিযাজী ,আই ইউ সি তে পডি। টিটিতে প্রায শুরু থেকে আছি,নেটের ব্রাউজিং স্পিড বৃদ্ধি করুন. আমরা ইচ্ছে করলে উইন্ডোজ থেকে ইন্টারনেটের ব্রাউজিং স্পিড বাড়িয়ে নিতে পারি এবং এই বাড়ানোর পরিমাণ প্রায় ২৫ শতাংশ। এবার আসুন দেখি কীভাবে এই পদ্ধতি ব্যবহার করতে হয়: — প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করে রান-এ যান এবং টাইপ করুন regedit. তারপর ok ক্লিক করুন। রেজিস্ট্রি এডিটর চালু হবে।
২. তারপরে খুজুন HKEY_LOCAL_MACHINE
৩. এরপর যান software, after microsoft.
৪. এরপরে windows-এ যান।
৫. এরপরে current version-এ যান।
৬. এরপর এখান থেকে explorer-এ যান।
৭. তারপর remote computer-এ যান।
৮. এরপরে যান namespace key-তে।
৯. এবার দেখুন এই namespace key-এর মধ্যে দুটি ভ্যালু আছে।
প্রথমটি ‘{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}’ যা remote computer-এর সঙ্গে প্রিন্টার শেয়ারিংয়ের জন্য ব্যবহৃত হয়।
২য়টি ‘{D6277990-4C6A-11cf-8D87-00AA0060F5BF}’ এই কী বলে যে সিডিউল রিমোট টাস্ক। আপনি এই ২য় ভ্যালুটি ডিলিট করুন। দেখবেন ইন্টারনেটের ব্রাউজিং স্পিড আগের চেয়ে বেড়েছে। আপনার যদি প্রিন্টার শেয়ারিং করার প্রয়োজন না হয় তাহলে প্রথম ভ্যালুটি ডিলিট করে দিন, তাহলে আরও স্পিড বাড়বে। আর ভ্যালু দুটি ডিলিট করার আগে export করে নিন। যখন প্রয়োজন পড়বে তখন আবার import করে নিবেন রেজিস্ট্রিতে। এভাবে ইচ্ছে করলে আপনি আপনার নেটের ব্রাউজিং স্পিড বাড়িয়ে নিতে পারেন।
পুরো প্রসেস যদি ছোট করে বলা হয় তাহলে হবে এরকম :
HKEY_LOCAL_MACHINE>Software>Microsoft>Windows>CurrentVersion>Explorer>remote computer>NameSpace>delete the seconed value.
২. তারপরে খুজুন HKEY_LOCAL_MACHINE
৩. এরপর যান software, after microsoft.
৪. এরপরে windows-এ যান।
৫. এরপরে current version-এ যান।
৬. এরপর এখান থেকে explorer-এ যান।
৭. তারপর remote computer-এ যান।
৮. এরপরে যান namespace key-তে।
৯. এবার দেখুন এই namespace key-এর মধ্যে দুটি ভ্যালু আছে।
প্রথমটি ‘{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}’ যা remote computer-এর সঙ্গে প্রিন্টার শেয়ারিংয়ের জন্য ব্যবহৃত হয়।
২য়টি ‘{D6277990-4C6A-11cf-8D87-00AA0060F5BF}’ এই কী বলে যে সিডিউল রিমোট টাস্ক। আপনি এই ২য় ভ্যালুটি ডিলিট করুন। দেখবেন ইন্টারনেটের ব্রাউজিং স্পিড আগের চেয়ে বেড়েছে। আপনার যদি প্রিন্টার শেয়ারিং করার প্রয়োজন না হয় তাহলে প্রথম ভ্যালুটি ডিলিট করে দিন, তাহলে আরও স্পিড বাড়বে। আর ভ্যালু দুটি ডিলিট করার আগে export করে নিন। যখন প্রয়োজন পড়বে তখন আবার import করে নিবেন রেজিস্ট্রিতে। এভাবে ইচ্ছে করলে আপনি আপনার নেটের ব্রাউজিং স্পিড বাড়িয়ে নিতে পারেন।
পুরো প্রসেস যদি ছোট করে বলা হয় তাহলে হবে এরকম :
HKEY_LOCAL_MACHINE>Software>Microsoft>Windows>CurrentVersion>Explorer>remote computer>NameSpace>delete the seconed value.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন