অনেক সময় প্রাইভেসির কারনে বা অপ্রয়োজন মনে করলে আমাদের বিভিন্ন জায়গার মেসেজ ডিলিট করতে হয়। যেমনঃ মোবাইল, ইমেইল, ফেসবুক। কিন্তু ফেসবুকের মেসেজের অবস্থা দেখেছেন? মেসেজের ডানে ক্রস চিহ্ন আছে, কিন্তু ক্লিক করলে আর্কাইভ হয়ে যায়। আবার আনরিডের পাশেই থাকে আর্কাইভ বাটন, যেন মামাতো ভাই। আর্কাইভ ক্লিক করলেইতো ক্রসে ক্লিক করা সেই মেইলটাই আসে। এখন মনে হচ্ছে না, যে কি মরতে যে ক্রসে ক্লিক করেছিলাম। তাহলে কি ফেসবুকের মেসেজ চিরতরে ডিলিট করা যাবেনা! রোজ রোজ জিএফ-এর সাথে ঝগড়া করতে কারোর ভাল লাগে বলেন। আমার সাথে এটা নিয়ে খুব বাদে, আপনাদের কি অবস্থা? সবাই কে জানায়েন না, গোপনে সহ্য করে যান। না হলেই ইভটিজিং-এর দায়ে ১৪শিকের মধ্যে বসে বসে আমার এই টিউনটি পড়তে হবে। কবে যে অ্যাডামটিজিং-এর আইন আসবে এবং আমরা এই দিন গুলোর প্রতিশোধ নিতে পারব। তাহলে চলুন দেখে আসি কিভাবে চিরতরে ডিলিট করা যায় ফেসবুক মেসেজ।
প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন (ভুল করেও আমার অ্যাকাউন্টে লগইন করবেন না, নকল ধরা পরে যাবে – তাহলে আপনিও ফেল আমিও ফেল)
মেসেজ মেনুতে যান – বামে নিউজ ফিডের পরে (ভুল করেও নিউজ ফিডে যাবেন না, ওই চ্যানেলে খালি অ্যাড হয়)
যে মেসেজটাকে ডিলিট (ফাঁশি) দিতে চাচ্ছেন, সেই মেসেজে ঢুকুন (ঢোকার সময় সাবধানে ঢুকেন, বেশি জোরে হয়ে গেলে এলসিডি ভেঙ্গে যেতে পারে)
উপরে অ্যাকশানস (লাইট, ক্যামেরা, অ্যাকশান না হলেতো কাট কাট হবে না) বাটনে ক্লিক করে ডিলিট মেসেজে ক্লিক করুন, সেখান থেকে সিলেক্ট করে ডিলিট করতে পারেন বা ডিলিট অল করতে পারেন (সেটা আপনার জিদের উপর নির্ভর করবে)
এই হলো আমার আজকের টিউন। এটা খুব সহজ টিউন, অনেকে আগে থেকেই জেনে থাকতে পারেন, সেই জন্য টিউনটি করার আগে অনেক ভেবেছি যে টিউনটি করা উচিৎ হবে কিনা। বন্ধুদের মধ্যে যাচাই করে দেখলাম অনেকেই এই অপশনটা জানেন না, যারা জানেন না তারা জেনে নিন। আর যারা আগে থেকেই জানতেন তারা শাস্তি সরূপ ২বার করে পড়বেন। কারন আপনাদের আগে থেকেই জানা আছে কিন্তু অন্যদের আগে জানান নি কেন? টিটির সবাই শিখতে শিখতে ফান করতেই ভুলে গেছে, তাই আপনাদের আনন্দ দেওয়ার জন্য একটু ভিন্ন ধর্মী টিউন করলাম। এতে কেউ দুঃখ পেলে বাথরুমে গিয়ে কাঁদেন, আমাদের কাছে ঘেন ঘেন কইরেন না।
বিশেষ বিজ্ঞপ্তিঃ বাংলাদেশের প্রথম বাংলা আর্টিকেল ডিরেক্টরি http://generousrover.com/bangla থেকে http://bd-article.com/ এ ট্রান্সফার করা হয়েছে। এখানে বাহিরের মাত্র একটা পোস্ট পরেছে, এত্ত কষ্ট করে বানালাম কিন্তু কেউ পোস্ট করল না! তোমরা এত্ত পাষাণ!
প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন (ভুল করেও আমার অ্যাকাউন্টে লগইন করবেন না, নকল ধরা পরে যাবে – তাহলে আপনিও ফেল আমিও ফেল)
মেসেজ মেনুতে যান – বামে নিউজ ফিডের পরে (ভুল করেও নিউজ ফিডে যাবেন না, ওই চ্যানেলে খালি অ্যাড হয়)
যে মেসেজটাকে ডিলিট (ফাঁশি) দিতে চাচ্ছেন, সেই মেসেজে ঢুকুন (ঢোকার সময় সাবধানে ঢুকেন, বেশি জোরে হয়ে গেলে এলসিডি ভেঙ্গে যেতে পারে)
উপরে অ্যাকশানস (লাইট, ক্যামেরা, অ্যাকশান না হলেতো কাট কাট হবে না) বাটনে ক্লিক করে ডিলিট মেসেজে ক্লিক করুন, সেখান থেকে সিলেক্ট করে ডিলিট করতে পারেন বা ডিলিট অল করতে পারেন (সেটা আপনার জিদের উপর নির্ভর করবে)
এই হলো আমার আজকের টিউন। এটা খুব সহজ টিউন, অনেকে আগে থেকেই জেনে থাকতে পারেন, সেই জন্য টিউনটি করার আগে অনেক ভেবেছি যে টিউনটি করা উচিৎ হবে কিনা। বন্ধুদের মধ্যে যাচাই করে দেখলাম অনেকেই এই অপশনটা জানেন না, যারা জানেন না তারা জেনে নিন। আর যারা আগে থেকেই জানতেন তারা শাস্তি সরূপ ২বার করে পড়বেন। কারন আপনাদের আগে থেকেই জানা আছে কিন্তু অন্যদের আগে জানান নি কেন? টিটির সবাই শিখতে শিখতে ফান করতেই ভুলে গেছে, তাই আপনাদের আনন্দ দেওয়ার জন্য একটু ভিন্ন ধর্মী টিউন করলাম। এতে কেউ দুঃখ পেলে বাথরুমে গিয়ে কাঁদেন, আমাদের কাছে ঘেন ঘেন কইরেন না।
বিশেষ বিজ্ঞপ্তিঃ বাংলাদেশের প্রথম বাংলা আর্টিকেল ডিরেক্টরি http://generousrover.com/bangla থেকে http://bd-article.com/ এ ট্রান্সফার করা হয়েছে। এখানে বাহিরের মাত্র একটা পোস্ট পরেছে, এত্ত কষ্ট করে বানালাম কিন্তু কেউ পোস্ট করল না! তোমরা এত্ত পাষাণ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন