গতকয়েক দিন আগে গুগল জিমেইলের জন্য নতুন একটি ওয়েব অ্যাপ্লিকেশান প্রকাশ করেছে, যার মাধ্যমে আপনি অফলাইনে জিমেইল, ক্যালেন্ডার, ডকস ব্যাবহার করতে পারবেন। ব্যাপারটা আশ্চর্য জনক হলেও সত্যি। গুগল গ্রুপ ম্যানেজার রাজেন শেথ মাশাবলকে বলেছেন যে, প্রোডাক্টিভিটি বাড়ানোর উদ্দেশে গুগল এই অসাধারন অ্যাপ্লিকেশানটি তৈরি করেছে। তিনি আরও বলেছেন, যারা অফলাইনে ইমেইল, ক্যালেন্ডার বা ডকস ব্যাবহার করতে চান, তাদের খুব কাজে আসবে।
এই অ্যাপ্লিকেশানের সব চেয়ে মজার ব্যাপার হলো, শুধু ইনবক্স না, আপনি আপনার সব মেসেজে ঢুকতে পারবেন। মানে পুরো জিমেইল আপনার হাতে, হোক সেটা অফলাইন বা অনলাইন।
জিমেইল অ্যাপ্লিকেশান টি দিয়ে মেইল পড়তে, সাজাতে, আর্কাইভ করতে এমনকি মেইল পাঠাতেও পারবেন। ক্যালেন্ডারের ক্ষেত্রে ইভেন্ট দেখতে পারবেন। ডকসের ক্ষেত্রে ডকুমেন্ট ও স্প্রেডশিট দেখতে, পড়তে, সম্পাদন ও নতুন বানাতে পারবেন। আমি গুগলের এই উদ্যোগে খুব খুশি ও কৃতজ্ঞ। আপনারা?
চলুন দেখি কেমন করে ব্যাবহার করব এটা আমরা।
এটা শুধুই গুগল ক্রমে কাজ হয়, যাদের কাছে ক্রম ব্রাউজার নাই। তারা এখান থেকে ডাউনলোড করুন
দেখুন নতুন ট্যাবে আপনার জিমেইল দেখাবে, এটাই হলো আপনার অফলাইন জিমেইল। ইনবক্স ছাড়া অন্য মেইল লেবেলে ঢুকতে মেনুতে ক্লিক করুন।
আমার ইন্টারনেট স্লো বলে, ভীষণ কাজে এসেছে এই অ্যাপ্লিকেশানটি, আশা করি আপনাদেরও কাজে লাগবে।
পোস্টটি GenerousTroopers.Com থেকে অনুবাদ করা।
এই অ্যাপ্লিকেশানের সব চেয়ে মজার ব্যাপার হলো, শুধু ইনবক্স না, আপনি আপনার সব মেসেজে ঢুকতে পারবেন। মানে পুরো জিমেইল আপনার হাতে, হোক সেটা অফলাইন বা অনলাইন।
জিমেইল অ্যাপ্লিকেশান টি দিয়ে মেইল পড়তে, সাজাতে, আর্কাইভ করতে এমনকি মেইল পাঠাতেও পারবেন। ক্যালেন্ডারের ক্ষেত্রে ইভেন্ট দেখতে পারবেন। ডকসের ক্ষেত্রে ডকুমেন্ট ও স্প্রেডশিট দেখতে, পড়তে, সম্পাদন ও নতুন বানাতে পারবেন। আমি গুগলের এই উদ্যোগে খুব খুশি ও কৃতজ্ঞ। আপনারা?
চলুন দেখি কেমন করে ব্যাবহার করব এটা আমরা।
এটা শুধুই গুগল ক্রমে কাজ হয়, যাদের কাছে ক্রম ব্রাউজার নাই। তারা এখান থেকে ডাউনলোড করুন
- ক্রম ওপেন করে গুগল অফলাইন অ্যাপ্লিকেশান পেজে যান
- অ্যাড টু ক্রমে ক্লিক করুন
- অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে ইন্সটল করুন (ছোট ফাইল)
- অ্যাপ্লিকেশানটি ওপেন করুন
- এলাও অফলাইন মেইল সিলেক্ট করে কণ্টীনিউ এ ক্লিক করুন
দেখুন নতুন ট্যাবে আপনার জিমেইল দেখাবে, এটাই হলো আপনার অফলাইন জিমেইল। ইনবক্স ছাড়া অন্য মেইল লেবেলে ঢুকতে মেনুতে ক্লিক করুন।
আমার ইন্টারনেট স্লো বলে, ভীষণ কাজে এসেছে এই অ্যাপ্লিকেশানটি, আশা করি আপনাদেরও কাজে লাগবে।
পোস্টটি GenerousTroopers.Com থেকে অনুবাদ করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন