জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ১৭ অক্টোবর, ২০১১

মুছে ফেলুণ Desktop icon এর title নেম

                                                                  
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’
সাধারণত  Windows এর Desktop icon এর  পরিচিতি মূলক title লেখা থাকে যাতে বুঝাযায় কোনটি কিসের বা কোনটির কাজ কি। এবং আমরা ইচ্ছে করলেই এর নাম পরিবর্তন করতে পারি। এখন চাইলে এই  আইকন  গুলোর  title নাম ও মুছে দিতে পারেন। তখন শুধু আইকন থাকবে এবং লেখাছাড়া  হলে Desktop দেখতে অন্যরকম হবে। এজন্য আপনাকে যা করতে হবে তা হলো নিন্ম রুপ:
প্রথমে যে আইকন এর টাইটেল নেম মুছে ফেলতে চান তারউপর মাউস এর রাইট বাটন ক্লিক করুন, তারপর রিনেম এ ক্লিক করুন, তারপর সম্পূর্ন লেখাটি মুছে ফেলুন। তারপর আপনাকে কি-বোর্ড থেকে Alt key চেপে ধরে ০১৬০ লিখতে হবে(এটি একটি ASCII code )। তারপর  Alt key ছেড়ে দিয়ে এন্টার চাপতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন