জনপ্রিয় পোস্টসমূহ

বুধবার, ১৯ অক্টোবর, ২০১১

আপনার ফেসবুক প্রোফাইলটি হোক সবার চাইতে আলাদা!!

শুভেচ্ছা সবাইকে। টেক টিউন্স  এ এটা আমার প্রথম টিউন। আশা করি অনেকের ভালো লাগবে।
টেকটিউন এ  আগে এই সংক্রান্ত একটা টিউন দেখেছিলাম। কিন্তু আমার মনে হয় তা অসমাপ্ত ছিল। তাই আজ তা সম্পূর্ণ করে দিলাম।
ফেসবুকের প্রোফাইল খুব সুন্দর করে সাজানোর একটা পদ্ধতি এটি।

যদি আপনার প্রোফাইলটি এমন দেখতে চান, তবে নিজের ধাপ গুলো অনুসরণ করুন।
  • ১. http://www.facebook.com/pages/Profile-Maker/186733784684615 এই লিঙ্ক এ যান। (ফেসবুক এ লগ ইন করার পর)
  • ২. পেইজটি লাইক করুন। পেইজের বাম দিকে MakeProfile এ ক্লিক করুন
  • ৩. যে পেজটি আসবে, সেখানে Start Here নামে একটি বাটন দেখবেন। সেখানে ক্লিক করুন।
  • ৪. Allow এর উইন্ডো আসতে পারে। আসলে Allow ক্লিক করুন।
  • ৫. এর পর একটি কালো রঙের বক্স আসবে। বক্সের ১ নাম্বার এ (1. Upload a photo) তে ক্লিক করুন
  • ৬. এর পর আপনি সুবিধা জনক সাইজের একটি ছবি আপলোড করুন। এবার ছবিটা নড়া চড়া করে ঠিক মত পজিশন ঠিক করুন। (এটা বাচ্চাদের কাজ। করতে মোটেও সমস্যা হবে না)
  • ৭. কাজ হয়ে গেলে Save Album এ ক্লিক করুন। ছবিটি একটি Album এ স্প্লিট হয়ে সেইভ হবে। Album এ গিয়ে বড় ছবিটা প্রোফাইল পিকচার হিসেবে সেট করুন। ছোট ৫ টা ছবি ৫ -৪ -৩ -২ -১ এভাবে উলটো দিক থেকে আপনার নামে ট্যাগ করুন।
  • ৮. সবশেষে আপনার প্রোফাইলে যান। দেখুন, কাজ হয়ে গেছে। :)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন