আসসালামু আলাইকুম, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটি টিপস । অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না । তবে যারা জানেন না তারা জানুন আর যারা জানেন তাদের জন্য হয়তো নতুন হিসেবে থাকবে কিভাবে ঘটে তার ব্যাখ্যা । আজকে আমরা দেখব কিভাবে অদৃশ্য কালি দিয়ে চিঠি লিখা যায় । চলুন দেখি -
কি কি লাগবে
* লেবু
* চিকন তুলি
* কাগজ
* হেয়ার ড্রাইয়ার/ইস্ত্রি/তাপ দেয়ার যেকোন কিছু
কি করতে হবে
* প্রথমে আপনি লেবুর রস একটা বাটিতে নিন ।
* চার/পাঁচ টি কাগজ নিয়ে যেকোন একটিতে তুলির সাহায্যে লেবুর রস দিয়ে চিঠি লিখুন ।
* তারপর কাগজটি ভালমত শুকিয়ে নিন । দেখবেন আপনার লেখা অদৃশ্য হয়ে গেছে ।
কিভাবে পড়তে হবে
* একটি ইস্ত্রি বা হেয়ার ড্রাইয়ার দিয়ে কাগজগুলো হিট দিন ।
* দেখা যাবে যে কাগজটিতে আপনি যা লিখেছিলেন তার লেখা কালো হয়ে স্পষ্ট হয়ে উঠবে ।
কিভাবে ঘটে
লেবুর রস দিয়ে কাগজে লেখার পর শুকালে লেবুর রস শুকিয়ে অদৃশ্য হয়ে যায় কিন্তু তা কাগজের মধ্যেই থাকে । প্রত্যেকটি জীবন্তু বস্তু বা প্রানীর মধ্যে কার্বন থাকে । লেবুর রসে এক ধরনের এসিড থাকে । যখন লেবুর রস দিয়ে লেখা কাগজে হিট দেয়া হয় তখন লেবুর রসের এসিডে যে কার্বন থাকে তা তাপে পুড়তে থাকে। ফলে তা কাল হয়ে লেখা স্পষ্ট হয়ে যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন