সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’
- কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ট হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।
এসএমএস
- ইচ্ছামত ফ্রি এসএমএস করা যায় তাহলে কেমন হয়!একটু চালাকি করে ইচ্ছামত এসএমএস পাঠানো যায়।প্রথমে ফ্রি এসএমএস সাইটে রেজিস্ট্রেশন করলে পরীক্ষামূলকভাবে ১০টি এসএমএস ফ্রি দেয়।রেজিস্ট্রেশন করলে ইমেইলে পাসওয়ার্ড আসে, তা দিয়ে লগইন করে Send BulkSMS এ গিয়ে এসএমএস করতে পারবেন। প্রাপকের কাছে প্রেরক হিসাবে সরাসরি নিজের নাম পাঠানো যাবে Sender address এ নাম লিখে।
- এভাবে একাধিক ইমেইল (এক মোবাইল নম্বর দিয়ে চলবে)ব্যবহার লক্ষাধিকবার রেজিস্ট্রেশন করা যাবে ।একবার ব্যবহার করেন তারপর দেখুন সেটিও আপনার মেইল হিসাবে গণ্য হবে।এখন শুধু এক নাম্বার দিয়ে ১০টি করে এসএমএস জিমেলের পদ্ধতি দিয়ে ইচ্ছামত পাঠান।একটু মাথা খাটিয়ে করলে।দেখুন কিভাবে,
রেজিস্ট্রেশন এ 'ডট 'ব্যবহার দিয়ে=
- 1=t.e.c.h.t.u.n.e.s@gmail.com
- 2=tech.t.u.n.e.s.@gmail.com ইত্যাদি।
- 3=আইডির পরে + চিহ্ন দিয়ে কোন কীওয়ার্ড লিখে ধরুন- techtunes.com+test1@gmail.com ঠিকানা ।যে কোন একটি পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন।
''ভালো সংবাদ পেলে কেনা খুশি হয়।তাই ভালো কাজে ব্যবহার করুন।আশা-করি ভালো থাকবেন''
আপনাদের সুবিধার্থে
এই প্রত্যাশা রেখে ।
“আল্লাহ হাফেজ”।
এই প্রত্যাশা রেখে ।
“আল্লাহ হাফেজ”।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন