কথাটি হাস্যকর, কিন্তু আপনি আপনার কম্পিউটারটিকে ঘনিষ্ট আপদ থেকে বাচাতে কি করেন ? ধরেন আমার কম্পিউটারটি আমি এককভাবে চালাই এবং এর সমস্ত কিছু আমার মত করে কাস্টমাইজ করে রাখা আছে, এমনকি আমার অতি ব্যক্তিগত ফাইলসহ। তো, একদিন আমার ছোটকাকা, যে কম্পিউটার বিষয়ে হাটি হাটি পা পা, অথবা আমি তাকে মান্য করি, তিনি কম্পিউটারে বসতে চাইছেন। না করব নাকি ? মনে হয় পারব না। তো, কি করা করা ? বসতে দিতে হল, আর আমার বুকে শুরু হল পূজার ঢাকঢোল বাদ্য। কিভাবে মুক্তি পাবেন, হাতের কাছে তো কোন ফোল্ডার প্রটেক্টর নেই। কিন্তু আছে! ছবিতে ছবিতে দেখি কি আছে-
কোন কাকার সাধ্য আছে আমার ফাইল দেখার !?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন