জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১১

ডুয়েটে এমফিল পিএইচডি ও এমএসসি কোর্সে ভর্তি

Source: Shamokal
Dated: 03-02-2010
ডুয়েটে এমফিল পিএইচডি ও এমএসসি কোর্সে ভর্তি
ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০০৯-১০ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে এমফিল, পিএইচডি, এমএসসি ইঞ্জিনিয়ারিং ও এম ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে পূর্ণকালীন বা খণ্ডকালীন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি ফরম সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে।
বিভাগগুলো
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, পুরকৌশল বিভাগ এবং যন্ত্রকৌশল বিভাগে পিএইচডি, এমএসসি ইঞ্জিনিয়ারিং ও এম ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি হওয়া যাবে। এছাড়া রসায়ন, গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগে এমফিল প্রোগ্রামে ভর্তির সুযোগ রয়েছে।
ভর্তির যোগ্যতা
১. পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীর কোনো বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত সমতুল্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমএসসি ইঞ্জিনিয়ারিং বা এম ইঞ্জিনিয়ারিং অথবা সমতুল্য ডিগ্রিতে সন্তোষজনক ফলাফল থাকতে হবে।
২.এমএসসি ইঞ্জিনিয়ারিং বা এম ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট অথবা অধুনালুপ্ত বিআইটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা এর সমতুল্য ডিগ্রি থাকতে হবে।
৩. রসায়ন, গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগে এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে এমএসসি/চার বছর মেয়াদি বিএসসি (সম্মান) বা এর সমতুল্য ডিগ্রি থাকতে হবে।
৪. চাকরিরত প্রার্থীরা নিয়োগকারী কর্মকর্তার সম্মতিক্রমে খণ্ডকালীন প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
৫. দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যেসব ডিগ্রি ওই বিশ্ববিদ্যালয় থেকে ইকুইভ্যালেন্স করা হয়নি ওই সব ডিগ্রি ওই বিশ্ববিদ্যালয় থেকে ইকুইভ্যালেন্স করতে হবে।
ফরম সংগ্রহ ও জমা দেওয়ার নিয়ম
প্রার্থীকে আবেদন ফরম সংগ্রহের জন্য ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের অনুকূলে যে কোনো সিডিউল ব্যাংক থেকে অগ্রণী ব্যাংক, ডুয়েট শাখার ওপর ৬শ' টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখা থেকে ভর্তির আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ৮০ গ্রাম অফসেট কাগজের উভয় পৃষ্ঠায় প্রিন্ট দিয়েও আবেদন ফরম এবং প্রসপেক্টাস সংগ্রহ করা যাবে। ব্যাংক ড্রাফটসহ আবেদন ফরম ১১ ফেব্রুয়ারির মধ্যে সরাসরি অথবা ডাকযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় জমা দিতে হবে।
মৌখিক পরীক্ষা
ভর্তির জন্য প্রার্থী বাছাই করতে ২২ ফেব্রুয়ারি সোমবার সংশ্লিষ্ট বিভাগে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন