জনপ্রিয় পোস্টসমূহ

বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১১

নকিয়ায় ওয়ার্ডপ্রেস

http://s1.postimage.org/2S_AS.jpg

নকিয়া ফোনের জন্য নিজস্ব অ্যাপ্লিকেশন বাজারে এনেছে ওপেনসোর্সভিত্তিক ব্লগিং প্ল্যাটফর্ম 'ওয়ার্ডপ্রেস'। এ অ্যাপ্লিকেশন ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে যে কেউ ওয়ার্ডপ্রেসে নির্মিত ব্লগে তথ্য যোগ করতে পারবেন। ওয়ার্ডপ্রেস কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লগিংকে আরো সহজ করার জন্য তারা সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। মোবাইল ফোন থেকেই সহজ ব্লগিংয়ের জন্য এর আগে তারা গুগলের অ্যানড্রয়েড, অ্যাপলের আইফোন ও রিমের ব্ল্যাকবেরি হ্যান্ডসেটের জন্য অ্যাপ্লিকেশন বাজারে এনেছিল। এবার নকিয়া ব্যবহারকারীদের জন্যও তাদের নিজস্ব অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে। ওয়ার্ডপ্রেস সাইটে হোস্ট করা এবং নিজস্ব সার্ভারে হোস্ট করে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম ব্যবহার করা_উভয় ব্লগেই এ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কনটেন্ট যুক্ত করা যাবে। অন্যান্য হ্যান্ডসেটের জন্যও উন্নত অ্যাপ্লিকেশন শিগগিরই বাজারে আসবে বলে ওয়ার্ডপ্রেস কর্তৃপক্ষ জানিয়েছে। নকিয়ার অভি স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে। :অবাক:  :অবাক:  (y)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন