জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১১

খুব সহজেই যেকোন ওয়েব সাইটকে ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড বানিয়ে রাখুন (এক্সপির জন্য প্রযোজ্য)

                                                                     খুব সহজেই যেকোন ওয়েব সাইটকে ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড বানিয়ে রাখুন (এক্সপির জন্য প্রযোজ্য)
অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে বার বার ব্রাউজার খুলে ওয়েব এ্যাড্রেস টাইপ করাটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া অনেকেরই এমন কিছু ওয়েব সাইট আছে যা খুবই প্রয়োজনীয় এবং প্রতিদিনই ভিজিট করতে হয়। তাদের জন্য আমার এ পোষ্টটি খুব প্রয়োজনীয় বলেই গন্য হবে বলে আশা করছি। দু:খের বিষয় যে, এই কাজটি এক্সপিতেই ভাল ভাবে করা যায়। উন্ডোজ সেভেন কিংবা ভিসতাতে করা যায় না। করা যেতে পারে হয়ত কিন্তু আমি ট্রাই করে পারিনি। যাই হোক- চলুন দেখি কিভাবে এই কাজটি করতে হবে।
প্রথমে আপনার ডেস্কটপে যান এবং মাউসের রাইট বাটন ক্লিক করে Properties এবং নিচের চিত্র লক্ষ্য করুন-
নিচের চিত্র দেখুন এবং সেই মোতাবেক কাজ করুন-
তারপরের চিত্র দেখুন-
তারপর-
তারপর নিচের চিত্রের মত করে- আপনি যে ওয়েব সাইটটি ব্যাকগ্রাউন্ড করে রাখতে চান সেটির এ্যাড্রেস টাইপ করুন।
তারপর আপনার সাইটটি সিন্ক্রোরাইজিং হতে থাকবে। এতে কিছুটা সময় লাগবে-
সিন্ক্রোরাইজিং কমপ্লিট হলে ওকে, ওকে করে বের হয়ে আসুন এরপর দেখুন ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে।
আমি প্রত্যেকটা মুভমেন্ট এর চিত্র দেয়ার চেষ্টা করেছি। তাই পাশাপাশি বিস্তারিত লিখলাম না। আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না। তারপরও সমস্যা হলে আমাকে মন্তব্যে জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন