জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১১

ডিপ্লোমা প্রকৌশলীরা সব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন

দেশের পলিটেকনিক ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ ডিপ্লোমা প্রকৌশলীরা সব বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষার সুযোগ পেতে যাচ্ছেন। মেধা ও যোগ্যতা অনুযায়ী ক্রেডিট সমন্বয়ের মাধ্যমে তাঁরা এই সুযোগ পাবেন। বর্তমানে শুধু ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি (ডুয়েট) বিশ্ববিদ্যালয়ে এ সুযোগ থাকলেও এখন সব সরকারি বিশ্ববিদ্যালয়েই ডিপ্লোমা প্রকৌশলীদের মেধার ভিত্তিতে ভর্তি করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যদের কাছে এ-সংক্রান্ত নির্দেশ পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
এরই মধ্যে এ-সংক্রান্ত একটি আদেশ চূড়ান্ত করে সংশ্লিষ্টদের কাছে পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার কারিকুলামও ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা গতকাল কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের বলা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, 'ডুয়েটে ডিপ্লোমা প্রকৌশলীদের পড়ার সুযোগ থাকলে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও তা থাকা ভালো। তবে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু নিজস্ব কিছু মানদণ্ডের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করে থাকে সে জন্য ডিপ্লোমা প্রকৌশলীদেরও সেই যোগ্যতা থাকতে হবে।'
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র মতে, দেশের পলিটেকনিক ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ ডিপ্লোমা প্রকৌশলীদের মেধা ও যোগ্যতা অনুযায়ী ক্রেডিট সমন্বয়ের মাধ্যমে দেশের প্রকৌশল বিদ্যায়তনে উচ্চতর শিক্ষার সুযোগ সৃষ্টির বিষয়ে করা কমিটির সুপারিশের আলোকেই মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক মোশাররফ হোসেন খানের নেতৃত্বে করা কমিটির সুপারিশ হাতে পাওয়ার পর মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় কাজ করে গতকাল সোমবার আদেশ চূড়ান্ত করে সেটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, সব সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
সূত্র মতে, শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে চাহিদা ও যোগ্য প্রার্থী প্রাপ্তি সাপেক্ষে ডুয়েটের মতো অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও ডিপ্লোমা প্রকৌশলীদের ভর্তির বিষয় বিবেচনা করতে বলা হয়েছে। এ ছাড়া ডিপ্লোমা প্রকৌশলীদের ভর্তির জন্য ডুয়েট ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে আরো বিভাগ বা ডিসিপ্লিনের সুযোগ সৃষ্টিরও নির্দেশ দেওয়া হয়েছে।
নূ্যনতম জিপিএ গ্রেড ৩ পাওয়া ডিপ্লোমা প্রকৌশলীরা যেন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য প্রতিযোগিতা করতে পারে তার ব্যবস্থা করার কথাও বলা হয়েছে আদেশে। এ ছাড়া ডুয়েট যেন আগের তিন বছরের পরিবর্তে বর্তমানের চার বছর মেয়াদি কোর্সে পাস করা ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য কারিকুলামে পরিবর্তন আনে সে ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা প্রকৌশলীদের কারিকুলাম সময়ের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে ঢেলে সাজানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে উলি্লখিত বিষয় বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে তা শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। জানা গেছে, কারিগরি শিক্ষার উন্নয়নে শিক্ষা মন্ত্রণালয় আরো বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন