জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ফায়ারফক্স একটি মুক্ত সফটওয়্যার। তাই এর আপডেটও হয় দ্রুত। ফায়ারফক্স বাড়তি সুবিধা পেতে হলে মূল ব্রাউজারের সঙ্গে অতিরিক্ত 'অ্যাড-অনস' যুক্ত করে নিতে হয়।
যাঁরা ফায়ারফক্সে নতুন সংস্করণ ডাউনলোড করেন, তাঁদের ব্রাউজারে পুরনো অ্যাড-অনস সমর্থন করে না। তাই এর নতুন সংস্করণ বাজারে আসার সঙ্গে সঙ্গে অধিকাংশ নির্মাতাই তাঁদের তৈরি অ্যাড-অনস আপডেট করে ফেলেন। তবে যেগুলো আপডেট করা হয় না, সেগুলো ব্যবহার করতে গিয়ে ব্যবহারকারী সমস্যায় পড়েন। যেমন ফায়ারফক্স ৩.৫-এ আগের অ্যাড-অনসগুলো কাজ করে না। এ ক্ষেত্রে ফায়ারফক্সে এএক্সটেনশন চেকিং ফিচারটি বন্ধ করে দিলেই আপডেটেড ফায়ারফক্স নতুন-পুরনো অ্যাড-অনস ব্যবহার করতে পারবেন। এ জন্য ফায়াফক্সে অ্যাড্রেস বারে গিয়ে লিখুন about:config। এরপর Enter বাটন চাপুন। এবার যে পৃষ্ঠাটি আসবে সেখানে I'll carefull, I promise! বাটনে ক্লিক করতে হবে। এবার যেকোনো জায়গায় মাউসের ডান বাটন ক্লিক করে মেন্যু থেকে New > Boolean এ ক্লিক করতে হবে। New Boolean value থেকে extensions.checkCompatibility - এর নিচে False নির্বাচন করে Enter করুন। এরপর আপনার আপডেটেড ফায়ারফক্সে পুরনো অ্যাড-অনসও ব্যবহার করতে পারবেন।
যাঁরা ফায়ারফক্সে নতুন সংস্করণ ডাউনলোড করেন, তাঁদের ব্রাউজারে পুরনো অ্যাড-অনস সমর্থন করে না। তাই এর নতুন সংস্করণ বাজারে আসার সঙ্গে সঙ্গে অধিকাংশ নির্মাতাই তাঁদের তৈরি অ্যাড-অনস আপডেট করে ফেলেন। তবে যেগুলো আপডেট করা হয় না, সেগুলো ব্যবহার করতে গিয়ে ব্যবহারকারী সমস্যায় পড়েন। যেমন ফায়ারফক্স ৩.৫-এ আগের অ্যাড-অনসগুলো কাজ করে না। এ ক্ষেত্রে ফায়ারফক্সে এএক্সটেনশন চেকিং ফিচারটি বন্ধ করে দিলেই আপডেটেড ফায়ারফক্স নতুন-পুরনো অ্যাড-অনস ব্যবহার করতে পারবেন। এ জন্য ফায়াফক্সে অ্যাড্রেস বারে গিয়ে লিখুন about:config। এরপর Enter বাটন চাপুন। এবার যে পৃষ্ঠাটি আসবে সেখানে I'll carefull, I promise! বাটনে ক্লিক করতে হবে। এবার যেকোনো জায়গায় মাউসের ডান বাটন ক্লিক করে মেন্যু থেকে New > Boolean এ ক্লিক করতে হবে। New Boolean value থেকে extensions.checkCompatibility - এর নিচে False নির্বাচন করে Enter করুন। এরপর আপনার আপডেটেড ফায়ারফক্সে পুরনো অ্যাড-অনসও ব্যবহার করতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন