জনপ্রিয় পোস্টসমূহ

মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১

ফেইসবুক গ্রুপস

ফেইসবুকে স্বাধীনভাবে তথ্য শেয়ার করার জন্য groups ফিচারটি খুবই কার্যকর। অনেক ফেইসবুক ব্যবহারকারীরই অপরিচিত ফেইসবুক বন্ধু রয়েছে। আবার অনেকের নিকটজনরাও ফেইসবুকে বন্ধু হিসেবে রয়েছে। ফলে সাইটটিতে অনেক ব্যবহারকারীই সব ধরনের তথ্য শেয়ার করতে পারেন না। তবে ফেইসবুকের groups ফিচার ব্যবহার করে বন্ধুদের গ্রুপভিত্তিক ভাগ করেও তথ্য শেয়ার করতে পারেন। ফেইসবুকে গ্রুপস তৈরি করার জন্য www.facebook.com/groups.php ঠিকানায় যেতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন