আমার ব্লগার বন্ধু অনির্বান রায় যে কিনা এই ব্লগের সহ লেখক অনেক কষ্ট করে বের করেছে কিভাবে সহজ উপায়ে ভোট দিয়ে আমরা সুন্দরবনকে একটি গৌরবের স্থানে নিয়ে যেতে পারি।
একটি ওয়েবসাইট আছে যেখান থেকে খুব সহজেই আপনি ১০ সেকেন্ড এ ১টা মেইল আইডি খুলতে পারবেন । তার পর ওই আইডি দিয়ে সু্ন্দরবনকে ভোট করা যাবে,প্রতি মিনিট এ একটা করে ভোট দিতে পারবেন ।
আমরা সবাই জানি দেশের কোন অর্জন হয় সবার। আর বিশ্বের দরবারে দেশ যখন কোন বিষয়ে মাথা তুলে দাড়াতে সক্ষম হয় তখন আমাদের সবার বুকটাই গর্বে ভরে ওঠে। বিশ্বকাপে আপনার সবাই গ্যালারিতে গিয়ে পতাকা হাতে চিৎকার করেছিলেন তাইতো বাংলাদেশ জিতে আপানাদের বুককে ভরিয়ে দিয়েছিল। তাই আজ আসুন আজকে মাঠে গিয়ে বাঘের গর্জন করতে হবে না। আজ আমাদের দেশের বাঘের আবাস সুন্দরবনকে বিজয়ী করতে সবাই মিলে কাধেঁ কাঁধ মিলিয়ে মাঠে নামি।
আগ্রহীদের সুবিধা বিবেচনা করে আমি সবগুলো বিষয় তুলে ধরছি।
আসুন শুরু করি
বাংলাদেশ থেকে এস এম এস এর মাধ্যমে ।
সবার ই একাধিক সিম আছে । একটু কষ্ট করে দিন না কয়েকটা ভোট ।
সুন্দরবনকে SMS এর মাধ্যমে ভোট দিতে পারেন খুব সহজে । শুধু SB টাইপ করুন এবং সেন্ড করুন 16333 নাম্বারে । চার্জ 2 টাকা /SMS । আসুন
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দিয়ে এগিয়ে নিয়ে যাই
ফোন কলের মাধ্যমে (যে কোন দেশ থেকে):
যুক্তরাষ্ট্রের/ ইন্টারন্যাশনাল যে কোন ফোন থেকে, যে কোন সিটি থেকে আগ্রহীরা আন্তর্জাতিক ফোন নম্বর +৪৪ ৮৭ ২১৮ ৪০০ ০৭ অথবা +৪৪ ২০ ৩৩৪ ৭০৯ ০১ ডায়াল করলে নিউ সেভেন ওয়াল্ডার্স অব নেচার ভোটিং লাইনের সাথে ফোন লাইন সংযুক্ত হয়ে যাবে। সুন্দরবনের কোড হচ্ছে ৭৭২৪ (সেভেন সেভেন টু ফোর)।
ইমেইল এর মাধ্যমেঃ
আমরা ইমেইল খোলার একটি সহজ উপায় পেয়েছি , যার মাধ্যমে আপনি ১০ সেকেন্ড এ কোন কিছু ছাড়াই একটা ইমেল আইডী পাবেন , আর তা ব্যবহার করে ভোট দিতে পারবেন । একটা ভোট দিতে সময় লাগবে ১মিন,যেহেতু ইমেইল আইডি খুলার কোন ঝামেলা নাই। তাই ভোট দিতে সমস্যা হওয়ারও কথা নয়।
ইন্টারনেটের মাধ্যমে যেভাবে ভোট দিবেনঃ
ওয়েব পেজ www.new7wonders.com এ প্রবেশ করুন।
Vote Now for the new7wonders of Nature আইকনটিতে click করুন।
Step-1: ২৮টি finalist থেকে ৭টি স্থানকে মনোনীত করুন।
Step-2: এ আপনার ব্যাক্তিগত তথ্যাদি প্রদান করতঃ Register করুন।
ভোট প্রদান নিশ্চিত করতে আপনার ই-মেইল একাউন্ট লগইন করে info@new7wonders.com থেকে প্রেরিত link এ ক্লিক করুন।
এরপর আপনি voting confirmed message পাবেন।
এখন আসুন শুধু দেশের কথা বিবেচনা করে এই কাজটি করি ভোট দেই বিজয়ী করি সুন্দরবনকে।
১ম ধাপঃ
মিলিয়ানেটর ডট কম ওয়েবসাইটটিতে যান
২য় ধাপঃ
Check your inbox! এর নিচের বক্স এ যেকোন একটি Random ID লিখুন।
যেমন : abcd1234 অথবা আপনার ইচ্ছা মত যেমনঃ goru, vodor. utdumba
একটি ইনবক্স ওপেন হবে। যেখানে এরকম একটি লেখা দেখতে পাবেন:
Alternate Address for this Inbox: M8R-wd1xf11@mailinator.com
এক্ষেত্রে M8R-wd1xf11@mailinator.com এটা হচ্ছে আপনার ইমেইল এড্রেস। এই ইমেইল এড্রেস ব্যাবহার করে সুন্দরবন কে যে ভাবে ভোট দেয় , সেভাবে www.new7wonders.com এড্রেস এ গিয়ে ভোট দিন । ১ মিনিট অপেক্ষা করুন। এবার মেইলইনেটরের ইনবক্সটি রিফরেশ(রিলোড) করুন।
দেখবেন সুন্দরবন কে ভোট দেওয়ার কনফার্মেশন লিঙ্ক আপনার ভুয়া ইমেইল এড্রেস এর ইনবক্স এ চলে এসেছে । এখন লিঙ্ক এ ক্লিক করে আপনার ভোট কনফার্ম করুন আর সেই সাথে সাথী হোন দেশেকে বিজয়ী করার এক মহান কাজে।
আমি ধুমায়ে ভোট দিচ্ছি,আপনিও দিন এবং এই তথ্য অন্যের মাঝে ছড়িয়ে দিন।
বি.দ্র.new7wonders.com এর কাউকে আবার এই তথ্যটি জানিয়েন না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন