জনপ্রিয় পোস্টসমূহ

বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১১

আপনার মোবাইল যত্ন নিন

মোবাইল ফোন যার যার কাছে অতি ব্যাক্তিগত একটি জিনিস। বর্তমানে সময়ে ব্যাক্তি মানুষকে পুরো পৃথিবীর সাথে সংযুক্ত করে রেখেছে এই মোবাইল। আর হঠাৎ করেই যদি বিকল হয়ে যায় আপনার সামান্য অবহেলায় আপনারই অতি আপন প্রিয় মোবাইল ফোনটি তাহলে দেয়ালে মাথা ঢুকে  ডুকরে কাদলেও এর সমাধান পাওয়া যাবে না । তাই আপনাদের কিছু পরামর্শ দিচ্ছি।
** আপনার প্রিয় মোবাইল ফোনটির চার্জার ও সেট সবসময় অভিন্ন ব্যবহার করা উচিত।
** মোবাইল ফোনের সেটের জন্য অন্য মোবাইল ফোনের চার্জার ব্যবহার করা ঠিক না।
** আপনার মোবাইল ফোনটির ঐ নির্দিষ্ট কোম্পানীর ব্যাটারি ব্যবহার করা উচিত ।
** দিনে একটি নির্দিষ্ট সময়ে আপনার মোবাইল ফোনটির চাজিং সময় নির্ধারন করুন ও চার্জ দিন।
** মোবাইল ফোনের ডিসপ্লে স্ক্রিনে আপনার ফোনটি চার্জ হচ্ছে কিনা  তা প্রদর্শন করছে কিনা ভালভাবে লক্ষ্য করুন।
** মোবাইল ফোনটি ব্যবহার করতে গিয়ে যদি আপনার হাত থেকে পড়ে যায় তাহলে সাথে সাথে মোবাইল ফোনটি বন্ধ করুন এবং আবার তা চালু করুন।
** কোন কারণে যদি আপনার মোবাইল ফোন পানিতে ভিজে যায় তাহলে  বুঝা মাত্রই মোবাইল ফোন সেট থেকে ব্যাটারি আলাদা করে নিন এবং সূর্যের তাপে শুকিয়ে নিন। যত তারাতাড়ি সম্ভব মোবাইল সার্ভিস কেন্দ্রে নিয়ে যান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন