জনপ্রিয় পোস্টসমূহ

বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১১

বাংলালিংকের এমএনপি (Mobile Number Portability) কার্যক্রম শুরু

এমএনপি প্রক্রিয়ায় প্রবেশ করেছে বাংলালিংক। এর মাধ্যমে একজন গ্রাহক তার ফোন নাম্বারের কোনো পরিবর্তন না করেই যে কোনো অপারেটরকে বাছাই করে নিতে পারেন। এর মধ্য দিয়ে সত্যিকার অর্থেই গ্রাহকরা তাদের সেরা পছন্দটিকে বেছে নিতে পারেন। ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর পাশাপাশি মিসর ও পাকিস্তানের মতো দেশেও গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে এই প্রক্রিয়া অনুসরণ করা হ চ্ছে।
এমএনপির মাধ্যমে গ্রাহকরা সেরা কভারেজ বা মানসপন্ন নেটওয়ার্ক বাছাই করে তাতে যুক্ত হতে পারেন। এ ছাড়া গ্রাহকরা কম খরচে ইচ্ছেমতো অপারেটর পছন্দ করে এই প্রক্রিয়ায় নির্বিঘে টেলিসুবিধা উপভোগ করেন। not listening  :lol:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন