জনপ্রিয় পোস্টসমূহ

মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১

ফায়ারফক্সের মাস্টার পাসওর্য়াড রিসেট এবং রিকভার করবেন যেভাবে

আমরা অনেক সময় মজিলা ফায়ারফক্সে পাসওর্য়াড  সেভ করে রাখি।কিন্তু এই পাসওর্য়াড সেভ করা খুব একটা নিরাপদ নয় কারন যে কেউ মজিলাফায়ারফক্সে যেয়ে এই পাসওর্য়াড দেখে ফেলতে পারে।তাই আমরা মাস্টার পাসওর্য়াড দিয়ে রাখি জানি এই পাসওর্য়াড দেখা না যায়।কিন্তু এমন যদি হয় আপনি কোন কারনে এই মাষ্টার পাসওর্য়াড ভুলে যান তাহলে তো আবার সমস্যা।আমরা আমাদের সেভ করা পাসওর্য়াডগুলো আর দেখতে পারবনা।এই রকম পরিস্থিতিতে ইচ্ছে করলেই খুব সহজেই  ফায়ারফক্সের এই মাস্টার পাসওর্য়াড রিসেট বা রিকভার করতে পারেন।আসুন দেখি কিভাবে মজিলার মাস্টার পাসওর্য়াড রিসেট বা রিকভার করব।
মাস্টার পাসওর্য়াড রিসেট করা:
আমরা খুব সহজেই মজিলার মাস্টার পাসওর্য়াড রিসেট করতে পারি।কিন্তু মজিলার এই মাস্টার পাসওর্য়াড রিসেট করলে আপনি আপনার  আগের সেভ করা পাসওর্য়াডগুলো দেখতে পারবেন না।কারন আপনি একবার এটা রিসেট করলে আপনার আগের সেভ করা সব পাসওর্য়াডগুলো ডিলেট হয়ে যাবে।পাসওর্য়াড রিসেট করার  জন্য মজিলার এ্যাড্রেস বারে টাইপ করুন chrome://pippki/content/resetpassword.xul তারপর ইন্টার দিন।তাহলে আপনি এইরকম একটা সর্তকবার্তা মেসেজ দেখতে পাবেন।
https://support.mozilla.com/media/uploads/gallery/images/forgotmymasterpassword-en.png
এবার রিসেট বাটনে ক্লিক করুন।এখন আপনি আবার নতুন করে পাসওর্য়াড রিসেট করতে পারবেন।
মাস্টার পাসওর্য়াড রিকভার করা:
আপনি যদি মজিলার পাসওর্য়াড রিসেট করতে না চান যদি রিকভার করতে চান তাহলে আপনি মজিলার মাস্টার পাসওর্য়াড রিকভার করার জন্য Firemaster নামের এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।এটি সর্ম্পুন্য ফ্রি।FireMaster বিভিন্ন পদ্ধতিতে পাসওর্য়াড উদ্ধার করে।এর মধ্যে brute force এবং hybrid পদ্ধতি অন্যতম।
http://cdn.nirmaltv.com/images/firemaster_screenshot.jpg
সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে
সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করতে হবে তার জন্য একটি ভিডিও
আশাকরি আপনাদের কাজে লাগবে।ধন্যবাদ সবাইকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন