জনপ্রিয় পোস্টসমূহ

বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১১

মোবাইল ফোনের জন্য ফায়ারফক্স

জনপ্রিয় ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্সের মোবাইল ফোনে ব্যবহার-উপযোগী নতুন সংস্করণ বাজারে ছেড়েছে। ফেনেক নামের দ্বিতীয় এ সংস্করণে যুক্ত হয়েছে নতুন বৈশিষ্ট্য। নতুন এই সংস্করণটি নকিয়া এন ৯০০ এবং মোবাইলের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রোয়েডের সর্বশেষ সংস্করণচালিত মোবাইল ফোনে কাজ করবে।
বাজারে আসা নতুন এ সংস্করণটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। নতুন এ সংস্করণের নানা ধরনের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীর অবস্থানের ওপর ভিত্তি করে অবস্থান জানা, যেকোনো সাইটকে পিডিএফ আকারে সংরক্ষণসহ অনেক কিছুই। এ ছাড়া যেকোনো তথ্য সরাসরি সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক, টুইটারে সহজে শেয়ার করা যাবে।
ফেনেকে নানা সুবিধার মধ্যে অন্যতম হচ্ছে, কম্পিউটারের ফায়ারফক্স ব্রাউজারের বুকমার্ক, সংরক্ষণ করা গোপন নম্বর ইত্যাদি সব কিছু মোবাইলে ব্যবহারের সময় ইমপোর্ট করে নেওয়া যায়। তবে সব মোবাইল ফোনে এ সফটওয়্যার ব্যবহার করার সুবিধা পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কয়েকটি মোবাইল ফোনেই ফেনেক ব্যবহার করা যাচ্ছে। তবে শিগগির ইন্টারনেট ব্যবহার-উপযোগী মোবাইল ফোনেও এ সেবা পাওয়া যাবে বলে জানা গেছে। —মজিলা ডট অর্গ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন