জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১১

খুব সহজেই খুলে নিতে পারেন আপনার কম্পিউটারের উইন্ডোজের যেকোন ইউজারের পাসওয়ার্ড লক

খুব সহজেই খুলে নিতে পারেন আপনার কম্পিউটারের উইন্ডোজের যেকোন ইউজারের পাসওয়ার্ড লক
উইন্ডোজের যে কোন ইউজারের পাসওয়ার্ড খুলুন খুব সহজেই। অনেক দিন পর আজকে এই পোষ্টটি লিখতে বোসলাম। হয়তো অনেকেই জানেন এই পোষ্টটি সম্মন্ধে, যারা জানেন না তাদের জন্য। খুব সহজেই আপনার উইন্ডোজের যে কোন ইউজারের পাসওয়ার্ড খুলে ফেলতে পারেন আপনি। এজন্য আপনার প্রয়োজন হবে একটি সফটওয়্যার এর। সফটওয়্যার নাম হলো হিরেন বুট সিডি। এই সফটওয়্যারটির মধ্যে প্রায় ২০০ টির মতো প্রয়োজনীয় টুলস আছে। সেগুলো অনেক উপকারী। যাই হোক, আজকে আমি শুধু এর একটি টুলসের কাজ সম্মন্ধে আপনাদেরকে জানাবো। তাহলে এখন দেখুন কিভাবে আপনি কাজটি করবেন। নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুনঃ
১। প্রথমে আপনি আপনার হিরেন বুট সিডির বুট্যাবোল সিডিটি আপনার কম্পিউটারে প্রবেশ করান,
২। সিডিটি বুট করান,
৩। Start Hiren Boot CD নির্বাচন করে Enter করুন, তাহলে Hiren Boot CD চালু হবে,
৪। Password & Recovery Tools নির্বাচন করে Enter করুন,
৫। Active Password Change+ নির্বাচন করে Enter করুন,
৬। কোন Warning Message আসলে Yes করুন,
৭। MS SAM (Password Database) এই ফাইলটি খুঁজে বের করতে ২ চাপুন (অথবা লজিক্যাল ড্রাইভ – Logical Drive জানা থাকলে ১ চেপে নির্বাচন করেও খোঁজা যায়), তাহলে MS SAM (Password Database) পাসওয়ার্ড ডেটাবেস ফাইল খুঁজে পাওয়া যাবে।
৮। কম্পিউটারে একাধিক উইন্ডোজ ইন্সটল করা থাকলে একাধিক ড্রাইভের SAM ফাইল লোকেশন আসবে। এবার নির্বাচন করে Enter করুন তাহলে উক্ত উইন্ডোজের সকল ইউজার এ্যাকাউন্ট দেখাবে,
৯। যে ইউজারের পাসওয়ার্ড মুছে ফেলতে চান সেটির নম্বর নির্বাচন করে Enter করুন,
১০। নিচের Clear this User’s Password নির্বাচন করে কি-বোর্ড থেকে Y বোতাম চাপুন। তাহলে পাসওয়ার্ড মুছে যাবে এবং নিশ্চিতকরণ বার্তা আসবে,
১১। ESC বোতাম চেপে বের হয়ে আসুন এবং Restart লিখে Enter করে কম্পিউটার রিষ্টার্ট দিন,
১২। এবার উইন্ডোজ চালু হওয়ার সময় উক্ত ইউজার এ্যাকাউন্ট পাসওয়ার্ড ছাড়াই খুলবে।
যদি আপনাদের কাছে সফটওয়্যারটি না থাকে তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। কাজটি করতে যদি কোন সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। লেখাটি পড়ে যদি ভালো লাগে বা নাও যদি ভালো লাগে তবুও আমাকে কমেন্ট করে লিখে জানান। তাহলে আমি ভবিষ্যতে আরো ভালো ভালো বিষয় নিয়ে পোষ্ট লিখতে পারবো। সবাইকে ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন