জনপ্রিয় পোস্টসমূহ

বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১১

মোবাইলে কল ডাইভার্ট

http://www.dailykalerkantho.com/admin/news_images/489/image_489_145489.jpg
মোবাইল ফোন বন্ধ থাকলে কল ডাইভার্টের মাধ্যমে জরুরি কলগুলো অন্য নম্বরে ট্রান্সফার করা যায়। আমাদের দেশে সব মোবাইল ফোন অপারেটরেই কল ডাইভার্ট সমর্থন করে। কল ডাইভার্ট চালু করার জন্য Settings থেকে Call Settings-এ যেতে হবে। এবার Call Divert নামে একটি অপশন পাওয়া যাবে (হ্যান্ডসেট ভেদে অপশনে পার্থক্য থাকতে পারে।)। এখানে Divert all voice calls নামের অপশনটির মাধ্যমে ওই নম্বরে আসা সবগুলো কল অন্য নম্বরে ট্রান্সফার করা যাবে। এ ক্ষেত্রে যে সিমটি থেকে কল ডাইভার্ট করা হচ্ছে সেটি চালু থাকলেও সব কল ডাইভার্ট করা নম্বরটিতে ট্রান্সফার হয়ে যাবে।
Divert all voice calls ক্লিক করে এবার Activate ক্লিক করুন। এবার To other number ক্লিক করে যে নম্বরটিতে কলটি ডাইভার্ট করতে চান সেটি লিখুন। আপনার সবগুলো কল এবার ওই নম্বরে ট্রান্সফার হয়ে যাবে। Call Divert অপশনের Divert When Busy বাটনটির মাধ্যমে কেবল ফোন ব্যস্ত থাকা সময়ের কলগুলোই ডাইভার্ট করা যাবে। Divert If not answered বাটনটির মাধ্যমে কল ডাইভার্ট চালু করলে ফোন বাজার পরও যদি রিসিভ করা না হয়, তখন ওই কলটি ডাইভার্ট হয়ে নির্দিষ্ট নম্বরে চলে যাবে। Divert If out of reach বাটনটির মাধ্যমে ডাইভার্ট করলে যখন নেটওয়ার্ক থাকবে না বা ফোন বন্ধ থাকবে কেবল তখনই ফোন ট্রান্সফার হবে। ডাইভার্ট বাতিল করার জন্য Call Divert অপশন থেকে Diver Cancell of diverts ক্লিক করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন